বিশেষ মুহুর্তগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করার একটি উপায় হলো আইফোনের লাইভ ফটোকে ভিডিওতে রূপান্তরিত করা। লাইভ ফটোজ কয়েক সেকেন্ডে গতিবিধি ও শব্দ ধারণ করে এবং এগুলোকে ভিডিওতে রূপান্তরিত করে সহজেই মুহূর্তগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
লাইভ ফটোজ স্বয়ংক্রিয়ভাবে আইওএস ডিভাইসের শাটার বাটনে চাপ দেওয়ার আগে এবং পরে ১ দশমিক ৫ সেকেন্ডের মুহূর্ত রেকর্ড করে এবং সেটিকে একত্রিত করে। ফলস্বরূপ, একটি ছোট সময়ের এনিমেটেড ছবি তৈরি হয়, যা সহজেই আইমেসেজ অথবা ‘শেয়ারড ফটো অ্যালবামের’ মাধ্যমে যেকোনো বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করা যায়। তবে এ জন্য অপরজনের কাছে আইফোন, আইপ্যাড বা ম্যাক থাকতে হবে।
লাইভ ফটোজের অতিরিক্ত গতিবিধি আপনার ছবিগুলোতে গভীরতা যোগ করে। কাহিনি বলার ক্ষেত্রে সমৃদ্ধি আনে এবং দেখার অভিজ্ঞতাটি আরও আকর্ষণীয় করতে সহায়তা করে। এর ফলে স্মৃতিগুলোকে গতির সঙ্গে ও শব্দের মাধ্যমে পুনরায় জীবন্তভাবে উপভোগ করার একটি মনোমুগ্ধকর সুযোগ পাওয়া যায়।
লাইভ ফটোজকে ভিডিওতে রূপান্তরিত করবেন যেভাবে
১. আইফোনে ফটোজ অ্যাপ চালু করুন।
২. যে লাইভ ছবিটি ভিডিওতে রূপান্তর করতে চান তাতে ট্যাপ করুন।
৩. এরপর নিচের বাম পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর অপশনগুলো স্ক্রল করুন এবং ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশন নির্বাচন করুন।
এভাবে সহজেই লাইভ ফটোজটি একটি ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তবে আইওএসের খুব পুরোনো সংস্করণে ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশনটি পাওয়া যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিশেষ মুহুর্তগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করার একটি উপায় হলো আইফোনের লাইভ ফটোকে ভিডিওতে রূপান্তরিত করা। লাইভ ফটোজ কয়েক সেকেন্ডে গতিবিধি ও শব্দ ধারণ করে এবং এগুলোকে ভিডিওতে রূপান্তরিত করে সহজেই মুহূর্তগুলো অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
লাইভ ফটোজ স্বয়ংক্রিয়ভাবে আইওএস ডিভাইসের শাটার বাটনে চাপ দেওয়ার আগে এবং পরে ১ দশমিক ৫ সেকেন্ডের মুহূর্ত রেকর্ড করে এবং সেটিকে একত্রিত করে। ফলস্বরূপ, একটি ছোট সময়ের এনিমেটেড ছবি তৈরি হয়, যা সহজেই আইমেসেজ অথবা ‘শেয়ারড ফটো অ্যালবামের’ মাধ্যমে যেকোনো বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করা যায়। তবে এ জন্য অপরজনের কাছে আইফোন, আইপ্যাড বা ম্যাক থাকতে হবে।
লাইভ ফটোজের অতিরিক্ত গতিবিধি আপনার ছবিগুলোতে গভীরতা যোগ করে। কাহিনি বলার ক্ষেত্রে সমৃদ্ধি আনে এবং দেখার অভিজ্ঞতাটি আরও আকর্ষণীয় করতে সহায়তা করে। এর ফলে স্মৃতিগুলোকে গতির সঙ্গে ও শব্দের মাধ্যমে পুনরায় জীবন্তভাবে উপভোগ করার একটি মনোমুগ্ধকর সুযোগ পাওয়া যায়।
লাইভ ফটোজকে ভিডিওতে রূপান্তরিত করবেন যেভাবে
১. আইফোনে ফটোজ অ্যাপ চালু করুন।
২. যে লাইভ ছবিটি ভিডিওতে রূপান্তর করতে চান তাতে ট্যাপ করুন।
৩. এরপর নিচের বাম পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন।
৪. এরপর অপশনগুলো স্ক্রল করুন এবং ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশন নির্বাচন করুন।
এভাবে সহজেই লাইভ ফটোজটি একটি ভিডিওতে রূপান্তর করতে পারবেন। তবে আইওএসের খুব পুরোনো সংস্করণে ‘মোর’ (তিন ডট আইকোন) বাটনে ‘সেভ অ্যাজ ভিডিও’ অপশনটি পাওয়া যাবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৪২ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে