টি এইচ মাহির
অসতর্কতা, অব্যবস্থাপনা, প্রতিরোধব্যবস্থা না থাকা ইত্যাদি কারণে অগ্নিকাণ্ড এখন নিয়মিত ঘটনা হয়ে গেছে। ফলে প্রাণহানিসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে চলেছে প্রতিনিয়ত। কিন্তু একটু সতর্ক এবং আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই দুর্যোগ প্রতিরোধ করা যায় অনেকাংশেই। এখন পুরো পৃথিবীতে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তিগত উৎকর্ষ ঘটে গেছে। প্রযুক্তিগত এসব ব্যবস্থা সহজেই স্থাপন করা যায় বাসাবাড়ি, কলকারখানা কিংবা অফিস-আদালতে।
স্মোক ডিটেক্টর
ধোঁয়া শনাক্ত করে সতর্ক করে স্মোক ডিটেক্টর। সাধারণত ৫ থেকে ৬ ইঞ্চি ব্যাসের একটি গোলাকার যন্ত্র ব্যবহৃত হয় স্মোক ডিটেক্টর হিসেবে। অফিস কিংবা বাড়ি সব জায়গায় স্মোক ডিটেক্টর স্থাপন করা যায়। তা ছাড়া শিল্পকারখানা এলাকায় স্মোক ডিটেক্টর ফায়ার অ্যালার্মের কাজ করে। ফটোইলেকট্রিক পদ্ধতিতে আগুনের ধোঁয়া শনাক্ত করে এই যন্ত্র।
ওয়াটার মিস্ট ফায়ার সিস্টেম
ফায়ার স্প্রিংকলার সিস্টেমের মতোই আরেকটি প্রযুক্তি ওয়াটার মিস্ট ফায়ার সিস্টেম। তবে এখানে সরাসরি পানি নয়, বাষ্প ছিটিয়ে আগুন নেভানোর কাজ করা হয়। পানির চাপ কাজে লাগিয়ে কুয়াশার মতো অবস্থা তৈরি করা হয়। এই সিস্টেমটিও স্প্রিংকলারের মতো স্থাপন করা হয় কলকারখানায়। স্প্রিংকলার থেকে এখানে পানির পরিমাণ কম লাগে।
কার্বন মনো-অক্সাইড ডিটেক্টর
আগুন ছড়ালে যে গ্যাসের উপস্থিতি বাড়ে, তা হলো কার্বন মনো-অক্সাইড। বর্ণ ও স্বাদহীন এই গ্যাস শনাক্ত করে কার্বন মনো-অক্সাইড ডিটেক্টর। স্মোক ডিটেক্টরের মতোই ছোট এই যন্ত্র সেন্সরের সহায়তায় শনাক্ত করে বিষাক্ত কার্বন মনো-অক্সাইড গ্যাস। গ্যারেজ, অফিস, কারখানায় ব্যবহার করা হয় এই প্রযুক্তি।
ফায়ার স্প্রিংকলার সিস্টেম
এই প্রযুক্তি বাসাবাড়িতে স্থাপন করা হয়। এটি হলো স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণব্যবস্থা। এতে পানি এসে আগুন প্রশমিত করে। একটি বাল্বের মতো স্প্রিংকলার হেড স্থাপন করা হয় বাসায়। হেডটি খুলে দিলে জোরে পানি প্রবাহিত হয়। তবে এই সিস্টেম বেশ ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ বিল্ডিংয়ে থাকে না।
বিল্ডিং ইনফরমেশন মডেলিং
বিল্ডিং বানানোর সময় এর নকশা আর নির্মাণসংক্রান্ত সব ডেটা ঠিকমতো তদারকি করা গেলে আগুন লাগার ঝুঁকি অনেকটাই কমে যায়। কোনো স্থাপনা নির্মাণের সময় পুরো প্রকল্প পরিকল্পনার একটি ডিজিটাল সংস্করণ তৈরি করা হলো বিল্ডিং ইনফরমেশন মডেলিং (বিআইএম)। এই মডেলিং প্রক্রিয়ায় নির্মাণাধীন স্থাপনার প্রতিটি খুঁটিনাটি বিষয় বিবেচনায় রাখতে হয়। তবে এটি শুধু ভার্চুয়াল নকশায় সীমাবদ্ধ, এমনটা নয়। একটি বিআইএম নকশায় ভবনের সব অগ্নিনির্বাপণ সিস্টেমকে একত্র করা হয় এবং সব তথ্য আপডেট করা থাকে। ভবনের প্রতিটি অংশের এই মুহূর্তের ডেটা থাকার কারণে আগে থেকে জানা যায় কোন কোন অংশ অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ।
ভিডিও স্মোক ডিটেকশন
ভিডিওতে ধোঁয়া ও আগুন শনাক্ত করাই ভিআইএসডি বা ভিডিও ইমেজ স্মোক অ্যান্ড ফায়ার ডিটেকশনের কাজ। এই প্রযুক্তি ভিডিও অ্যানালিটিক সফটওয়্যার দিয়ে ধোঁয়া এবং আগুন শনাক্ত করতে পারে। বিভিন্ন শিল্প স্থাপনা, তেল-গ্যাস শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র ইত্যাদি স্থাপনায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে প্রসেসরটাইপ ব্যবস্থা ব্যবহার করে একটি গ্রুপে একসঙ্গে নেটওয়ার্কযুক্ত স্ট্যান্ডার্ড ডিজিটাল ভিডিও ক্যামেরা ব্যবহার করে এবং ভিডিও বিশ্লেষণাত্মক সফটওয়্যারসহ তাদের ছবিগুলো একটি কম্পিউটারে নিয়ে আসে। ক্যামেরা থেকে ডিজিটাল ছবি কম্পিউটারে এলে সেগুলো যাচাই করে দেখা হয় ছবিতে আগুনের উপস্থিতি আছে কি না। যদি কম্পিউটারে ধোঁয়া বা আগুনের ভিজ্যুয়াল সিগনেচার থাকে, তাহলে ফায়ার অ্যালার্ম সিস্টেমে অ্যালার্ম পাঠানো হয়।
অসতর্কতা, অব্যবস্থাপনা, প্রতিরোধব্যবস্থা না থাকা ইত্যাদি কারণে অগ্নিকাণ্ড এখন নিয়মিত ঘটনা হয়ে গেছে। ফলে প্রাণহানিসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে চলেছে প্রতিনিয়ত। কিন্তু একটু সতর্ক এবং আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই দুর্যোগ প্রতিরোধ করা যায় অনেকাংশেই। এখন পুরো পৃথিবীতে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তিগত উৎকর্ষ ঘটে গেছে। প্রযুক্তিগত এসব ব্যবস্থা সহজেই স্থাপন করা যায় বাসাবাড়ি, কলকারখানা কিংবা অফিস-আদালতে।
স্মোক ডিটেক্টর
ধোঁয়া শনাক্ত করে সতর্ক করে স্মোক ডিটেক্টর। সাধারণত ৫ থেকে ৬ ইঞ্চি ব্যাসের একটি গোলাকার যন্ত্র ব্যবহৃত হয় স্মোক ডিটেক্টর হিসেবে। অফিস কিংবা বাড়ি সব জায়গায় স্মোক ডিটেক্টর স্থাপন করা যায়। তা ছাড়া শিল্পকারখানা এলাকায় স্মোক ডিটেক্টর ফায়ার অ্যালার্মের কাজ করে। ফটোইলেকট্রিক পদ্ধতিতে আগুনের ধোঁয়া শনাক্ত করে এই যন্ত্র।
ওয়াটার মিস্ট ফায়ার সিস্টেম
ফায়ার স্প্রিংকলার সিস্টেমের মতোই আরেকটি প্রযুক্তি ওয়াটার মিস্ট ফায়ার সিস্টেম। তবে এখানে সরাসরি পানি নয়, বাষ্প ছিটিয়ে আগুন নেভানোর কাজ করা হয়। পানির চাপ কাজে লাগিয়ে কুয়াশার মতো অবস্থা তৈরি করা হয়। এই সিস্টেমটিও স্প্রিংকলারের মতো স্থাপন করা হয় কলকারখানায়। স্প্রিংকলার থেকে এখানে পানির পরিমাণ কম লাগে।
কার্বন মনো-অক্সাইড ডিটেক্টর
আগুন ছড়ালে যে গ্যাসের উপস্থিতি বাড়ে, তা হলো কার্বন মনো-অক্সাইড। বর্ণ ও স্বাদহীন এই গ্যাস শনাক্ত করে কার্বন মনো-অক্সাইড ডিটেক্টর। স্মোক ডিটেক্টরের মতোই ছোট এই যন্ত্র সেন্সরের সহায়তায় শনাক্ত করে বিষাক্ত কার্বন মনো-অক্সাইড গ্যাস। গ্যারেজ, অফিস, কারখানায় ব্যবহার করা হয় এই প্রযুক্তি।
ফায়ার স্প্রিংকলার সিস্টেম
এই প্রযুক্তি বাসাবাড়িতে স্থাপন করা হয়। এটি হলো স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণব্যবস্থা। এতে পানি এসে আগুন প্রশমিত করে। একটি বাল্বের মতো স্প্রিংকলার হেড স্থাপন করা হয় বাসায়। হেডটি খুলে দিলে জোরে পানি প্রবাহিত হয়। তবে এই সিস্টেম বেশ ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ বিল্ডিংয়ে থাকে না।
বিল্ডিং ইনফরমেশন মডেলিং
বিল্ডিং বানানোর সময় এর নকশা আর নির্মাণসংক্রান্ত সব ডেটা ঠিকমতো তদারকি করা গেলে আগুন লাগার ঝুঁকি অনেকটাই কমে যায়। কোনো স্থাপনা নির্মাণের সময় পুরো প্রকল্প পরিকল্পনার একটি ডিজিটাল সংস্করণ তৈরি করা হলো বিল্ডিং ইনফরমেশন মডেলিং (বিআইএম)। এই মডেলিং প্রক্রিয়ায় নির্মাণাধীন স্থাপনার প্রতিটি খুঁটিনাটি বিষয় বিবেচনায় রাখতে হয়। তবে এটি শুধু ভার্চুয়াল নকশায় সীমাবদ্ধ, এমনটা নয়। একটি বিআইএম নকশায় ভবনের সব অগ্নিনির্বাপণ সিস্টেমকে একত্র করা হয় এবং সব তথ্য আপডেট করা থাকে। ভবনের প্রতিটি অংশের এই মুহূর্তের ডেটা থাকার কারণে আগে থেকে জানা যায় কোন কোন অংশ অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ।
ভিডিও স্মোক ডিটেকশন
ভিডিওতে ধোঁয়া ও আগুন শনাক্ত করাই ভিআইএসডি বা ভিডিও ইমেজ স্মোক অ্যান্ড ফায়ার ডিটেকশনের কাজ। এই প্রযুক্তি ভিডিও অ্যানালিটিক সফটওয়্যার দিয়ে ধোঁয়া এবং আগুন শনাক্ত করতে পারে। বিভিন্ন শিল্প স্থাপনা, তেল-গ্যাস শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র ইত্যাদি স্থাপনায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এখানে প্রসেসরটাইপ ব্যবস্থা ব্যবহার করে একটি গ্রুপে একসঙ্গে নেটওয়ার্কযুক্ত স্ট্যান্ডার্ড ডিজিটাল ভিডিও ক্যামেরা ব্যবহার করে এবং ভিডিও বিশ্লেষণাত্মক সফটওয়্যারসহ তাদের ছবিগুলো একটি কম্পিউটারে নিয়ে আসে। ক্যামেরা থেকে ডিজিটাল ছবি কম্পিউটারে এলে সেগুলো যাচাই করে দেখা হয় ছবিতে আগুনের উপস্থিতি আছে কি না। যদি কম্পিউটারে ধোঁয়া বা আগুনের ভিজ্যুয়াল সিগনেচার থাকে, তাহলে ফায়ার অ্যালার্ম সিস্টেমে অ্যালার্ম পাঠানো হয়।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে