Ajker Patrika

গত বছর অ্যাপল থেকে ৬০ বিলিয়ন ডলার আয় করেছে ডেভেলপাররা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৫: ১৩
গত বছর অ্যাপল থেকে ৬০ বিলিয়ন ডলার আয় করেছে ডেভেলপাররা

২০২১ সালে অ্যাপ ডেভেলপারদের প্রায়  ৬০ বিলিয়ন ডলার দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির সর্বশেষ অ্যাপ স্টোরের নতুন পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, অ্যাপল থেকে ডেভেলপারদের আয় বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 

অ্যাপের মাধ্যমে মোট কত আয় হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।  তবে ক্রিসমাস ও নববর্ষের প্রাক্কালে গ্রাহকেরা অ্যাপ স্টোরে বেশি সময় ব্যয় করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি । 

যুক্তরাষ্ট্রের কুপারটিনোভিত্তিক এই প্রতিষ্ঠানের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে , ২০০৮ সালে অ্যাপলের অ্যাপ স্টোর চালু হওয়ার পর থেকে ২৬০ বিলিয়ন ডলার আয় করেছেন ডেভেলপাররা, যেখানে ২০২১ সালেই আয় হয়েছে ৬০ বিলিয়ন ডলার। অ্যাপ স্টোর চালু হওয়ার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত 
ডেভেলপারদের আয় ছিল ৮৬ বিলিয়ন ডলার। এই চার বছরে তা বেড়েছে  ডলার  ১৭০ বিলিয়ন ডলার। 

অ্যাপল ২০১৫ সালে অ্যাপ বিক্রির ওপর ভিত্তি করে ডেভেলপারদের জন্য ১৫ শতাংশ কমিশন নীতি চালু করে। এমনকি কোনো ডেভেলপারের অ্যাপ যদি অ্যাপ স্টোরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিক্রি হয়, তবে পরের বছর তাঁর জন্য ৩০ শতাংশ কমিশন বরাদ্দ থাকবে। 

ডেভেলপারদের আয় নিয়ে পরিসংখ্যান দিলেও মূলত কতজন ডেভেলপারের আয় বেড়েছে, সে বিষয়েও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি । অ্যাপ স্টোরে প্রতারণামূলক অ্যাপ ও ক্রয়ের ক্ষেত্রে কঠোর নীতির কারণে সাম্প্রতিক সময়ে বেশ সমালোচিত হয়ে আসছে অ্যাপল। গত বছর তাদের অ্যাপ স্টোর থেকে বিতর্কিত ‘এপিক গেমস’ অ্যাপটি নিষিদ্ধ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত