প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা
স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা অফিশিয়াল কাজ করে থাকেন অনেকে। কিন্তু কখনো কখনো ধীর গতির ইন্টারনেটের কারণে স্মার্টফোনে সুবিধামতো ইন্টারনেট ব্রাউজিং কিংবা ভিডিও স্ট্রিমিং করা সম্ভব হয় না। ইন্টারনেট প্যাকেজ, ওয়াই-ফাই সংযোগে সমস্যাসহ বিভিন্ন কারণে স্মার্টফোনে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।
ইন্টারনেটের গতি পরীক্ষা করবেন যেভাবে
ইন্টারনেটের গতি পরীক্ষা করার জন্য স্পিডটেস্ট বা ফাস্ট ডট কমের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করা যায়। এগুলো ইন্টারনেট গতি ও ল্যাটেন্সি বা বিলম্ব—দুটোই পরীক্ষা করতে পারে।
প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা ডাউনলোড করা যাবে, তা ডাউনলোডের গতির মাধ্যমে বোঝা যাবে। এটি স্ট্রিমিং কিংবা বড় কোনো ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সার্ভার থেকে একটি ডেটা প্যাকেজের নির্দিষ্ট ডিভাইসে যাতায়াতের জন্য যে পরিমাণ সময় লাগে, তা হচ্ছে এর ল্যাটেন্সি। এটি যত বেশি হবে, কোনো ওয়েবসাইট লোড হতে তত বেশি সময় নেবে। গেমিংয়ের ক্ষেত্রে ল্যাটেন্সি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
মোবাইল ফোন রিস্টার্ট দিন
মোবাইল ফোন ব্যবহার করতে করতে সফটওয়্যারগুলো ডিভাইসের গতি কমিয়ে ফেলতে পারে। বিশেষ করে মোবাইল ফোন সব সময় চালু থাকলে। ফলে এটি রিস্টার্ট দিলে বা বন্ধ করে পুনরায় চালু করলে সফটওয়্যারগুলো রিফ্রেশ হবে। মোবাইল ফোন চালু হওয়ার কিছুক্ষণ পর ইন্টারনেট চালু করতে হবে।
সফটওয়্যার আপডেট দিন
মোবাইল ফোনের সফটওয়্যার দীর্ঘদিন আপডেট না দিলেও ইন্টারনেটের গতি ধীর হয়ে যেতে পারে। পুরোনো সফটওয়্যারের বিভিন্ন ত্রুটি আপডেটের মাধ্যমে ঠিক করা হয়। এসব ত্রুটির কারণে ইন্টারনেটের গতি ধীর হয়ে যায়। তাই সফটওয়্যার বা অ্যাপ আপডেটের দিকে সব সময় নজর রাখুন এবং সেগুলো দ্রুত ইনস্টল করুন।
ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো বন্ধ করে দিন
অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে আপনার অজান্তেই অনেক ডেটা ব্যয় করতে পারে। এটি ইন্টারনেটের গতি কমাতে পারে। যেসব অ্যাপ বর্তমানে অব্যবহৃত আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে। এতে তুলনামূলক কম ডেটা ব্যয় হবে এবং ইন্টারনেটের গতি বেড়ে যাবে।
ভিন্ন নেটওয়ার্কের সঙ্গে স্মার্টফোনটি যুক্ত করুন
স্মার্টফোনে ইন্টারনেটের গতি ধীর হলে একটি ভিন্ন নেটওয়ার্কের সঙ্গে সেটি যুক্ত করে দেখুন। এতে বোঝা যাবে আপনার স্মার্টফোনে কিংবা ওয়াই-ফাই বা ডেটা প্যাকেজে কোনো সমস্যা আছে কি না।
রাউটার পরিবর্তন করুন
রাউটারের মানের ওপরও ইন্টারনেটের গতি নির্ভর করতে পারে। তাই প্রয়োজনে সেটি পরিবর্তন করতে হবে। সস্তা মানের রাউটার ইন্টারনেটের গতি ধীর করে দিতে পারে। এ ছাড়া রাউটারের রেঞ্জ বা পরিসর দেখেও সেটি কিনতে হয়। বেশি বড় ঘরের জন্য ছোট পরিসরের রাউটার কিনলে ঘরের সব জায়গায় ইন্টারনেটের নেটওয়ার্ক পৌঁছায় না। এ ছাড়া রাউটার সব সময় বাড়ির মাঝামাঝি কোনো জায়গায় রাখতে হয়। তাহলে সব ঘরেই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। তবে দামি রাউটারই কিনতে হবে, বিষয়টি এমন নয়। শুধু একটি দ্রুত প্রসেসরযুক্ত এবং কমপক্ষে ২৫৬ মেগাবাইট র্যামের রাউটার কিনতে হবে।
অ্যাড ব্লকার ব্যবহার করুন
ওয়েবসাইটে ব্রাউজ করার সময় প্রায়ই পপ-আপ বিজ্ঞাপন দেখা যায়। এগুলোও ডেটা ব্যবহার করে। ফলে ইন্টারনেটের গতি ধীর হয়ে যেতে পারে। তবে স্মার্টফোনে অ্যাড ব্লকার ইনস্টল করলে এসব বিজ্ঞাপন দেখা যাবে না। এতে ব্রাউজার দ্রুত ওয়েবসাইট লোড করতে পারবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার অ্যাপ পাওয়া যায়। এগুলোর মধ্য থেকে ভালো রেটিং দেখে একটি অ্যাড ব্লকার ডাউনলোড করে ব্যবহার করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, মেক ইউজ অব
স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বা অফিশিয়াল কাজ করে থাকেন অনেকে। কিন্তু কখনো কখনো ধীর গতির ইন্টারনেটের কারণে স্মার্টফোনে সুবিধামতো ইন্টারনেট ব্রাউজিং কিংবা ভিডিও স্ট্রিমিং করা সম্ভব হয় না। ইন্টারনেট প্যাকেজ, ওয়াই-ফাই সংযোগে সমস্যাসহ বিভিন্ন কারণে স্মার্টফোনে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।
ইন্টারনেটের গতি পরীক্ষা করবেন যেভাবে
ইন্টারনেটের গতি পরীক্ষা করার জন্য স্পিডটেস্ট বা ফাস্ট ডট কমের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার করা যায়। এগুলো ইন্টারনেট গতি ও ল্যাটেন্সি বা বিলম্ব—দুটোই পরীক্ষা করতে পারে।
প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডেটা ডাউনলোড করা যাবে, তা ডাউনলোডের গতির মাধ্যমে বোঝা যাবে। এটি স্ট্রিমিং কিংবা বড় কোনো ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সার্ভার থেকে একটি ডেটা প্যাকেজের নির্দিষ্ট ডিভাইসে যাতায়াতের জন্য যে পরিমাণ সময় লাগে, তা হচ্ছে এর ল্যাটেন্সি। এটি যত বেশি হবে, কোনো ওয়েবসাইট লোড হতে তত বেশি সময় নেবে। গেমিংয়ের ক্ষেত্রে ল্যাটেন্সি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
মোবাইল ফোন রিস্টার্ট দিন
মোবাইল ফোন ব্যবহার করতে করতে সফটওয়্যারগুলো ডিভাইসের গতি কমিয়ে ফেলতে পারে। বিশেষ করে মোবাইল ফোন সব সময় চালু থাকলে। ফলে এটি রিস্টার্ট দিলে বা বন্ধ করে পুনরায় চালু করলে সফটওয়্যারগুলো রিফ্রেশ হবে। মোবাইল ফোন চালু হওয়ার কিছুক্ষণ পর ইন্টারনেট চালু করতে হবে।
সফটওয়্যার আপডেট দিন
মোবাইল ফোনের সফটওয়্যার দীর্ঘদিন আপডেট না দিলেও ইন্টারনেটের গতি ধীর হয়ে যেতে পারে। পুরোনো সফটওয়্যারের বিভিন্ন ত্রুটি আপডেটের মাধ্যমে ঠিক করা হয়। এসব ত্রুটির কারণে ইন্টারনেটের গতি ধীর হয়ে যায়। তাই সফটওয়্যার বা অ্যাপ আপডেটের দিকে সব সময় নজর রাখুন এবং সেগুলো দ্রুত ইনস্টল করুন।
ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো বন্ধ করে দিন
অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে আপনার অজান্তেই অনেক ডেটা ব্যয় করতে পারে। এটি ইন্টারনেটের গতি কমাতে পারে। যেসব অ্যাপ বর্তমানে অব্যবহৃত আছে, সেগুলো বন্ধ করে দিতে হবে। এতে তুলনামূলক কম ডেটা ব্যয় হবে এবং ইন্টারনেটের গতি বেড়ে যাবে।
ভিন্ন নেটওয়ার্কের সঙ্গে স্মার্টফোনটি যুক্ত করুন
স্মার্টফোনে ইন্টারনেটের গতি ধীর হলে একটি ভিন্ন নেটওয়ার্কের সঙ্গে সেটি যুক্ত করে দেখুন। এতে বোঝা যাবে আপনার স্মার্টফোনে কিংবা ওয়াই-ফাই বা ডেটা প্যাকেজে কোনো সমস্যা আছে কি না।
রাউটার পরিবর্তন করুন
রাউটারের মানের ওপরও ইন্টারনেটের গতি নির্ভর করতে পারে। তাই প্রয়োজনে সেটি পরিবর্তন করতে হবে। সস্তা মানের রাউটার ইন্টারনেটের গতি ধীর করে দিতে পারে। এ ছাড়া রাউটারের রেঞ্জ বা পরিসর দেখেও সেটি কিনতে হয়। বেশি বড় ঘরের জন্য ছোট পরিসরের রাউটার কিনলে ঘরের সব জায়গায় ইন্টারনেটের নেটওয়ার্ক পৌঁছায় না। এ ছাড়া রাউটার সব সময় বাড়ির মাঝামাঝি কোনো জায়গায় রাখতে হয়। তাহলে সব ঘরেই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। তবে দামি রাউটারই কিনতে হবে, বিষয়টি এমন নয়। শুধু একটি দ্রুত প্রসেসরযুক্ত এবং কমপক্ষে ২৫৬ মেগাবাইট র্যামের রাউটার কিনতে হবে।
অ্যাড ব্লকার ব্যবহার করুন
ওয়েবসাইটে ব্রাউজ করার সময় প্রায়ই পপ-আপ বিজ্ঞাপন দেখা যায়। এগুলোও ডেটা ব্যবহার করে। ফলে ইন্টারনেটের গতি ধীর হয়ে যেতে পারে। তবে স্মার্টফোনে অ্যাড ব্লকার ইনস্টল করলে এসব বিজ্ঞাপন দেখা যাবে না। এতে ব্রাউজার দ্রুত ওয়েবসাইট লোড করতে পারবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার অ্যাপ পাওয়া যায়। এগুলোর মধ্য থেকে ভালো রেটিং দেখে একটি অ্যাড ব্লকার ডাউনলোড করে ব্যবহার করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, মেক ইউজ অব
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৮ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৩ ঘণ্টা আগে