থ্রেডসে ক্যামেরা শর্টকাট ও ড্রাফট সেভের ফিচার যুক্ত করল মেটা। প্ল্যাটফর্ম থেকে না বের হয়েই ক্যামেরা দিয়ে দ্রুত ছবি তৈরি করা যাবে। আর ড্রাফট ফিচারের মাধ্যমে কোনো পোস্টের খসড়া লেখে ব্যবহারকারীরা সেভ করে রাখতে পারবে।
গত বৃহস্পতিবার ফিচার দুটি উন্মোচন করা হয়। মেটা বলেছে, ব্যবহারকারীদের অনেক দিনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফিচারগুলোর নিয়ে আসা হয়েছে।
বর্তমানে ফিচার দুটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হয়েছে। তবে শিগগিরই অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে আসা হবে।
ক্যামেরা শর্টকার্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। কারণ এই ফিচার ছাড়া থ্রেডস অ্যাপে শুধু ফোনের গ্যালারি থেকে ছবি ও ভিডিওগুলো আপলোড করতে যেত। এখন নতুন পোস্ট তৈরির সময় মিডিয়া, জিআইএফ, অডিও মেসেজ, ট্যাগের সঙ্গে ক্যামেরা শর্টকাট ফিচার দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুভাইভ এর প্রতিবেদকে মেটা বলে, থ্রেডসের ট্রেক্সট টাইপের জায়গায় ফিচারটি রয়েছে এবং এর মাধ্যমে সরাসরি ক্যামরা চালু হবে। ফলে প্ল্যাটফর্মে ছবি শেয়ার করা সহজ হয়ে যাবে।
আরেক বহুল প্রতীক্ষিত ফিচার হলো খসড়া পোস্ট সংরক্ষণের সুবিধা বা সেভ ড্রাফটস। এর মাধ্যমে ব্যবহারকারীরা পোস্টের খসড়া সংরক্ষণ করতে এবং পরবর্তীতে এডিট করে তা প্ল্যাটফর্মটিতে শেয়ার করতে পারবে। ফিচারটির মাধ্যমে পোস্টগুলো যতক্ষণ ইচ্ছা আর্কাইভ করে রাখা যাবে। কোনো কিছু লেখার পর অ্যাপটি বন্ধ করে দিলে থ্রেডস স্বয়ংক্রিয়ভাবে সেভ করে রাখবে।
এই বছরের শুরুর দিকে থ্রেডসে এক আপডেটের মাধ্যমে সার্চের ফলাফলকে কালানুক্রমিকভাবে ফিল্টার করার সুযোগ দেয়। তবে ফিচারটি একটি ‘অভ্যন্তরীণ প্রোটোটাইপ’ ছিল বলে প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেওয়া হয়। মেটা বলে, ফিচারটি দুর্ঘটনাবশত সীমিত সংখ্যক মানুষের কাজে উন্মোচিত হয়েছিল।
নতুন ফিচারটি ব্যবহার করা জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের থ্রেডসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করে রাখতে হবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
থ্রেডসে ক্যামেরা শর্টকাট ও ড্রাফট সেভের ফিচার যুক্ত করল মেটা। প্ল্যাটফর্ম থেকে না বের হয়েই ক্যামেরা দিয়ে দ্রুত ছবি তৈরি করা যাবে। আর ড্রাফট ফিচারের মাধ্যমে কোনো পোস্টের খসড়া লেখে ব্যবহারকারীরা সেভ করে রাখতে পারবে।
গত বৃহস্পতিবার ফিচার দুটি উন্মোচন করা হয়। মেটা বলেছে, ব্যবহারকারীদের অনেক দিনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফিচারগুলোর নিয়ে আসা হয়েছে।
বর্তমানে ফিচার দুটি শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা হয়েছে। তবে শিগগিরই অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে আসা হবে।
ক্যামেরা শর্টকার্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। কারণ এই ফিচার ছাড়া থ্রেডস অ্যাপে শুধু ফোনের গ্যালারি থেকে ছবি ও ভিডিওগুলো আপলোড করতে যেত। এখন নতুন পোস্ট তৈরির সময় মিডিয়া, জিআইএফ, অডিও মেসেজ, ট্যাগের সঙ্গে ক্যামেরা শর্টকাট ফিচার দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুভাইভ এর প্রতিবেদকে মেটা বলে, থ্রেডসের ট্রেক্সট টাইপের জায়গায় ফিচারটি রয়েছে এবং এর মাধ্যমে সরাসরি ক্যামরা চালু হবে। ফলে প্ল্যাটফর্মে ছবি শেয়ার করা সহজ হয়ে যাবে।
আরেক বহুল প্রতীক্ষিত ফিচার হলো খসড়া পোস্ট সংরক্ষণের সুবিধা বা সেভ ড্রাফটস। এর মাধ্যমে ব্যবহারকারীরা পোস্টের খসড়া সংরক্ষণ করতে এবং পরবর্তীতে এডিট করে তা প্ল্যাটফর্মটিতে শেয়ার করতে পারবে। ফিচারটির মাধ্যমে পোস্টগুলো যতক্ষণ ইচ্ছা আর্কাইভ করে রাখা যাবে। কোনো কিছু লেখার পর অ্যাপটি বন্ধ করে দিলে থ্রেডস স্বয়ংক্রিয়ভাবে সেভ করে রাখবে।
এই বছরের শুরুর দিকে থ্রেডসে এক আপডেটের মাধ্যমে সার্চের ফলাফলকে কালানুক্রমিকভাবে ফিল্টার করার সুযোগ দেয়। তবে ফিচারটি একটি ‘অভ্যন্তরীণ প্রোটোটাইপ’ ছিল বলে প্ল্যাটফর্মটি থেকে সরিয়ে নেওয়া হয়। মেটা বলে, ফিচারটি দুর্ঘটনাবশত সীমিত সংখ্যক মানুষের কাজে উন্মোচিত হয়েছিল।
নতুন ফিচারটি ব্যবহার করা জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের থ্রেডসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করে রাখতে হবে।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
৬ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
৭ ঘণ্টা আগে