সৈকত দে
অফিসের বাবুরা মেটাভার্সের জন্য তৈরি কি না, সেটা বোঝার দিন চলে এসেছে। মাইক্রোসফটের মেটাভার্স মেস ভার্চুয়াল মিটিং স্পেসসহ অফিশিয়ালি হাজির হয়েছে কাজের জায়গায় ব্যবহারের জন্য। দলগত কাজের জন্য এখন আর ভিডিও কলের দরকার হবে না। কর্মীরা এখন থেকে ভার্চুয়াল রিয়েলিটি হ্যান্ডসেটে থ্রি ডাইমেনশনাল আবহে সহকর্মীদের সঙ্গে আলাপ সেরে নিতে পারবেন। মাইক্রোসফট শহরের বড় হল, সামাজিক মেলামেশার জায়গা কিংবা চুটিয়ে আড্ডা দেওয়ার জায়গাসহ বিচিত্র সব কাজের জায়গা খুঁটিয়ে দেখছে।
এ কাজে ভিআর হেডসেট লাগবে না, সাধারণ পিসিতেই মেস স্পেসে প্রবেশ করা যাবে। নিজের অ্যাভাটার বানিয়ে ব্যবহারকারীরা ঘরোয়া পিসিতেই এ ত্রিমাত্রিক অভিজ্ঞতা পাবেন। যাঁরা বিস্তারিত অভিজ্ঞতা চান, তাঁদের জন্য মেটা কোয়েস্ট হেডসেটও চলে এসেছে। এদিকে এ মাসের শুরুতে বাজারে আসা অ্যাপলের ভিশন প্রো নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে মাইক্রোসফট।
কর্মীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে মেস স্পেসের মিটিং কার্যকর ভূমিকা পালন করতে পারে। এ স্পেসে মিটিং কর্মীদের ‘শারীরিকভাবে দূরে থাকার সময় সহাবস্থানের অনুভূতি দেয়’—একজন মুখপাত্র এভাবেই ব্যক্ত করেছেন মেস স্পেসের মিটিং অনুভূতিকে। নির্দিষ্ট স্থানসূচক শব্দ অনুভূতিতে যে রকম আলোড়ন তোলে, তেমন অভিজ্ঞতাও যুক্ত করতে পারে এ প্রযুক্তির নতুন সব ফিচার। মেস স্পেসে প্রবেশের দুটো পদ্ধতি আছে। মাইক্রোসফট টিমসের ভিউ মেনুর মাধ্যমে প্রবেশ তার মধ্যে একটি। অন্যটি হলো অ্যাপ। অ্যাপ স্টোর থেকে নামিয়ে সেটা ব্যবহার করা যাবে। মেটা কোয়েস্ট অ্যাপ স্টোরে পাওয়া যাবে।
মেস স্পেসে যুক্ততাভিত্তিক ‘টুল কিট’ থ্রিডির ক্ষেত্র নির্মাণ করবে।
ভিডিও মিটিংয়ের নানা সীমাবদ্ধতা দূর করতে মেস কাজের জায়গায় বহুমাত্রিকতা নিয়ে আসতে পারে—তেমনটিই জানিয়েছেন ফরেস্টারের ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল অ্যানালিস্ট জে পি গাউন্ডার। ব্যবসায়ীদের মধ্যে মেস আগ্রহ তৈরি করছে কি না, তা এখনো স্পষ্ট নয়। করোনা অতিমারির সময় এ প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষায় ভালো ফল পাওয়া গিয়েছিল। ‘মানুষ এখন আগের চেয়ে বেশি গতিশীল। ফলে আমাদের প্রযুক্তির ধারণক্ষমতা অতিমারির চেয়ে বাড়বে’ বলে মত দিয়েছেন গাউন্ডার। অবশ্য কর্মীরা অ্যাভাটার ব্যবহার করে পরস্পরের সঙ্গে আলাপ করতে আগ্রহী হবেন কি না, সে প্রশ্ন থেকেই যায়।
অফিসের বাবুরা মেটাভার্সের জন্য তৈরি কি না, সেটা বোঝার দিন চলে এসেছে। মাইক্রোসফটের মেটাভার্স মেস ভার্চুয়াল মিটিং স্পেসসহ অফিশিয়ালি হাজির হয়েছে কাজের জায়গায় ব্যবহারের জন্য। দলগত কাজের জন্য এখন আর ভিডিও কলের দরকার হবে না। কর্মীরা এখন থেকে ভার্চুয়াল রিয়েলিটি হ্যান্ডসেটে থ্রি ডাইমেনশনাল আবহে সহকর্মীদের সঙ্গে আলাপ সেরে নিতে পারবেন। মাইক্রোসফট শহরের বড় হল, সামাজিক মেলামেশার জায়গা কিংবা চুটিয়ে আড্ডা দেওয়ার জায়গাসহ বিচিত্র সব কাজের জায়গা খুঁটিয়ে দেখছে।
এ কাজে ভিআর হেডসেট লাগবে না, সাধারণ পিসিতেই মেস স্পেসে প্রবেশ করা যাবে। নিজের অ্যাভাটার বানিয়ে ব্যবহারকারীরা ঘরোয়া পিসিতেই এ ত্রিমাত্রিক অভিজ্ঞতা পাবেন। যাঁরা বিস্তারিত অভিজ্ঞতা চান, তাঁদের জন্য মেটা কোয়েস্ট হেডসেটও চলে এসেছে। এদিকে এ মাসের শুরুতে বাজারে আসা অ্যাপলের ভিশন প্রো নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে মাইক্রোসফট।
কর্মীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে মেস স্পেসের মিটিং কার্যকর ভূমিকা পালন করতে পারে। এ স্পেসে মিটিং কর্মীদের ‘শারীরিকভাবে দূরে থাকার সময় সহাবস্থানের অনুভূতি দেয়’—একজন মুখপাত্র এভাবেই ব্যক্ত করেছেন মেস স্পেসের মিটিং অনুভূতিকে। নির্দিষ্ট স্থানসূচক শব্দ অনুভূতিতে যে রকম আলোড়ন তোলে, তেমন অভিজ্ঞতাও যুক্ত করতে পারে এ প্রযুক্তির নতুন সব ফিচার। মেস স্পেসে প্রবেশের দুটো পদ্ধতি আছে। মাইক্রোসফট টিমসের ভিউ মেনুর মাধ্যমে প্রবেশ তার মধ্যে একটি। অন্যটি হলো অ্যাপ। অ্যাপ স্টোর থেকে নামিয়ে সেটা ব্যবহার করা যাবে। মেটা কোয়েস্ট অ্যাপ স্টোরে পাওয়া যাবে।
মেস স্পেসে যুক্ততাভিত্তিক ‘টুল কিট’ থ্রিডির ক্ষেত্র নির্মাণ করবে।
ভিডিও মিটিংয়ের নানা সীমাবদ্ধতা দূর করতে মেস কাজের জায়গায় বহুমাত্রিকতা নিয়ে আসতে পারে—তেমনটিই জানিয়েছেন ফরেস্টারের ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল অ্যানালিস্ট জে পি গাউন্ডার। ব্যবসায়ীদের মধ্যে মেস আগ্রহ তৈরি করছে কি না, তা এখনো স্পষ্ট নয়। করোনা অতিমারির সময় এ প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষায় ভালো ফল পাওয়া গিয়েছিল। ‘মানুষ এখন আগের চেয়ে বেশি গতিশীল। ফলে আমাদের প্রযুক্তির ধারণক্ষমতা অতিমারির চেয়ে বাড়বে’ বলে মত দিয়েছেন গাউন্ডার। অবশ্য কর্মীরা অ্যাভাটার ব্যবহার করে পরস্পরের সঙ্গে আলাপ করতে আগ্রহী হবেন কি না, সে প্রশ্ন থেকেই যায়।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে