Ajker Patrika

ইউটিউবে লেখা রূপান্তরিত হবে গানে

কুহেলী রহমান
ইউটিউবে লেখা রূপান্তরিত হবে গানে

গুগলের ডিপ-মাইন্ডের আধুনিক জেনারেশন মডেল লিরাকে ব্যবহার করে নতুন একটি জেনারেটিভ এআইয়ের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। এই ফিচারকে ইউটিউব শর্টসে ‘ড্রিম ট্র্যাক’ নামে পরিচয় করিয়ে দিয়েছে।

ইউটিউবে নির্দিষ্ট ফরম্যাটে কথা কিংবা কোনো বিষয়ের আইডিয়া লিখে দিলেই সেটা গানের কথায় রূপান্তরিত হয়ে যাবে। বিশ্বখ্যাত পপস্টার জন লেজেন্ড কিংবা সিয়াসহ বিভিন্ন সংগীতশিল্পীর কণ্ঠ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে দেবে মিউজিক ট্র্যাক।

প্রাথমিক অবস্থায় এ পরীক্ষাটি ডিজাইন করা হয়েছে শিল্পী এবং ক্রিয়েটরদের মাঝে সম্পর্ক গভীর করতে এই প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যেতে পারে তা বোঝানোর জন্য। বর্তমানে এই কাজের জন্য ৯ জন শিল্পীকে বাছাই করা হয়েছে। এর মধ্যে আছেন জন লেজেন্ড, সিয়া, অ্যালেক বেঞ্জামিন, চার্লি পুথ, চার্লি এক্সসিএক্স, ডেমি লভেটো, টি-পেইন প্রমুখ।

পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু ক্রিয়েটরকে শর্টসে ৩০ সেকেন্ডের জন্য ট্র্যাক তৈরি করার সুযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি গুনগুন করা সুর থেকে মিউজিক তৈরির পরীক্ষাও চালাচ্ছে ইউটিউব।

মিউজিক এলএম নামের নতুন এই প্রযুক্তি মানুষের কণ্ঠও অনুকরণ করতে পারে। তবে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম নয়। মিউজিক এলএমের রয়েছে সমৃদ্ধ ডেটাবেইস। এই ডেটাবেইসে আছে ২ লাখ ৮০ হাজার ঘণ্টার মিউজিক। তবে কবে নাগাদ নতুন এ ফিচার সবার জন্য উন্মুক্ত হবে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত