গুগল জেমিনি অ্যাপের পেছনের নায়ক কে ছিলেন জানেন কি? তিনি আর কেউ নন, বাংলাদেশি নাগরিক জাহিদ সবুর। অ্যাপটির ইঞ্জিনিয়ারিং যাত্রায় নিজের অংশগ্রহণ ও নেতৃত্বদানের গল্প তিনি ফেসবুকে তুলে ধরেছেন।
ফেসবুকে জাহিদ লিখেছেন, ‘যারা আজকে গুগল আই/ও অনুষ্ঠানটি দেখেছেন, তাঁরা অবশ্যই জানেন, গুগল জেমিনি কী। গুগলের জেমিনি মোবাইল অ্যাপটি তৈরি করেছে আমার টিম এবং আমি এই টিমের ইঞ্জিনিয়ারিং লিড। এখনো অনেক কাজ বাকি কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা পুরোটাই সার্থক।’
জাহিদ সবুর আরও লিখেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, এই কাজটি সময়ের সঙ্গে নানাভাবে অনেক লোককে উপকৃত করবে। জীবনে যেকোনো কাজের পেছনে এর চেয়ে বড় কোনো সার্থকতা আমার জানা নেই। এই সুযোগ এবং অর্জনের জন্যে যারা আমার জন্য দোয়া করেছেন তাঁদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
জাহিদের জন্ম সৌদি আরবে। তাঁর বাবা কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আট বছর বয়সে তিনি সপরিবারে বাংলাদেশে ফিরে আসেন। তিনি পটুয়াখালীর বাসিন্দা।
এরপর জাহিদ প্রকৌশলী হওয়ার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ভর্তি হন। এআইইউবিতে তিন রেকর্ড সৃষ্টি করে স্নাতক পাস করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সিজিপিএ ৪-এ ৪ ধরে রাখতে সক্ষম হন।
জাহিদ ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরুর অফিসে এবং ছয় মাস পরে ক্যালিফোর্নিয়ার অফিসে গুগলের ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ২০১৯ সালে তিনি গুগলের জুরিখ অফিসে প্রধান প্রকৌশলী এবং পরিচালক হিসেবে পদোন্নতি পান।
গুগল জেমিনি কী?
গুগল জেমিনি একটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। জেমিনি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগলের সেরা এআই মডেলের সেবা নিতে পারবেন। এটি ব্যবহারকারীদের লেখালেখি, চিন্তাভাবনা, শিখন, ছবি তৈরি এবং আরও অনেক কিছু করতে সাহায্য করতে পারে।
গুগল জেমিনি অ্যাপের পেছনের নায়ক কে ছিলেন জানেন কি? তিনি আর কেউ নন, বাংলাদেশি নাগরিক জাহিদ সবুর। অ্যাপটির ইঞ্জিনিয়ারিং যাত্রায় নিজের অংশগ্রহণ ও নেতৃত্বদানের গল্প তিনি ফেসবুকে তুলে ধরেছেন।
ফেসবুকে জাহিদ লিখেছেন, ‘যারা আজকে গুগল আই/ও অনুষ্ঠানটি দেখেছেন, তাঁরা অবশ্যই জানেন, গুগল জেমিনি কী। গুগলের জেমিনি মোবাইল অ্যাপটি তৈরি করেছে আমার টিম এবং আমি এই টিমের ইঞ্জিনিয়ারিং লিড। এখনো অনেক কাজ বাকি কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটা পুরোটাই সার্থক।’
জাহিদ সবুর আরও লিখেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, এই কাজটি সময়ের সঙ্গে নানাভাবে অনেক লোককে উপকৃত করবে। জীবনে যেকোনো কাজের পেছনে এর চেয়ে বড় কোনো সার্থকতা আমার জানা নেই। এই সুযোগ এবং অর্জনের জন্যে যারা আমার জন্য দোয়া করেছেন তাঁদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
জাহিদের জন্ম সৌদি আরবে। তাঁর বাবা কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আট বছর বয়সে তিনি সপরিবারে বাংলাদেশে ফিরে আসেন। তিনি পটুয়াখালীর বাসিন্দা।
এরপর জাহিদ প্রকৌশলী হওয়ার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ভর্তি হন। এআইইউবিতে তিন রেকর্ড সৃষ্টি করে স্নাতক পাস করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সিজিপিএ ৪-এ ৪ ধরে রাখতে সক্ষম হন।
জাহিদ ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরুর অফিসে এবং ছয় মাস পরে ক্যালিফোর্নিয়ার অফিসে গুগলের ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে ২০১৯ সালে তিনি গুগলের জুরিখ অফিসে প্রধান প্রকৌশলী এবং পরিচালক হিসেবে পদোন্নতি পান।
গুগল জেমিনি কী?
গুগল জেমিনি একটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। জেমিনি মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি গুগলের সেরা এআই মডেলের সেবা নিতে পারবেন। এটি ব্যবহারকারীদের লেখালেখি, চিন্তাভাবনা, শিখন, ছবি তৈরি এবং আরও অনেক কিছু করতে সাহায্য করতে পারে।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে