Ajker Patrika

কমেন্ট বন্ধের ফিচার আনল ইউটিউব

কমেন্ট বন্ধের ফিচার আনল ইউটিউব

কমেন্ট বন্ধের ‘পজ’ ফিচার আনল ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। এর মাধ্যমে আগের কমেন্টগুলো ডিলিট না করেই নতুন কমেন্ট সাময়িকভাবে বন্ধ করা যাবে। এই ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের নেতিবাচক ও আপত্তিকর কমেন্ট ফিল্টার বা সরানোর সময় দেবে।

এই পজ অপশনটি ইউটিউব অ্যাপের ওয়াচ পেজে বা ইউটিউব স্টুডিও থেকে চালু করতে হবে। অ্যাপের ভিডিওয়ের কমেন্ট অপশনের ডান পাশের ওপরের সেটিংসে ফিচারটি পাওয়া যাবে। পজ বাটনটি চালু থাকলে দর্শক বা ভিউয়ারা ভিডিওয়ের নিচে দেখতে পারবে যে, ক্রিয়েটর কমেন্ট করার ফিচার বন্ধ করে দিয়েছে। তবে ভিউয়াররা আগের পোস্ট করা কমেন্টগুলো দেখতে পারবে।

গত অক্টোবর থেকে ইউটিউব পজ করার ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে। এবার আনুষ্ঠানিকভাবে সেটি চালু হল। ইউটিউব বলছে, অনেক বেশি কমেন্টের ফলে কনটেন্ট ক্রিয়েটররা অভিভূত হয়ে গেলে এই ফিচার তাদের কমেন্ট নিয়ন্ত্রণের সুবিধা দেবে।

অ্যাপের ভিডিওয়ের কমেন্ট অপশনের ডান পাশের ওপরের সেটিংসে ফিচারটি পাওয়া যাবে।পজ ফিচারটি আসার আগে কনটেন্ট ক্রিয়টরদের কমেন্ট মডারেশনের জন্য দুইটি অপশন ছিল। একটি হল প্রতিটি কমেন্ট ম্যানুয়ালি রিভিউ করা এবং আরেকটি হলো ভিডিওয়ের সব কমেন্ট বন্ধ করে রাখা।

কমেন্ট মডারেশনের সেটিংসগুলোর নতুন নাম দিয়েছে ইউটিউব। এই নতুন নামগুলোর মাধ্যমে কোন ফিচার কীভাবে কাজ করবে তা গ্রাহকেরা সহজেই বুঝতে পারবে। উদাহরণস্বরূপ: ‘অন’, ‘নান’, ‘হোল্ড অল’ ও ‘অফ’। ‘বেসিক’ সেটিংসে আপত্তিকর কমেন্ট রিভিউয়ের জন্য রাখা হয় ও ‘স্ট্রিকট’ সেটিংসে ক্ষতিকর কমেন্টগুলো রাখা হয়। কেবল কনটেন্ট ক্রিয়েটররা অনুমতি দিলেই এই কমেন্টগুলো পাবলিকভাবে পোস্ট হবে।

এছাড়া কমেন্টের সারাংশ তৈরির নতুন ফিচার নিয়েও ইউটিউব কাজ করছে।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত