পিক্সেল ওয়াচ ৩-এর জন্য তিন বছরের ওয়্যারওএস (ঘড়ির অপারেটিং সিস্টেম) আপডেটের প্রতিশ্রুতি দিল গুগল। গত মাসে কোম্পানির ‘মেড বাই গুগল’ ইভেন্টে পিক্সেল ৯ সিরিজের সঙ্গে এই স্মার্টঘড়ি উন্মোচিত হয়েছিল।
গুগল নিশ্চিত করেছে যে, নতুন এই ডিভাইস তিন বছর পর্যন্ত ওয়্যারওএসআপডেট পাবে। অপরদিকে পিক্সেল স্মার্টফোনের জন্য সাত বছরের আপডেট দেবে গুগল। তবে পিক্সেল ওয়াচ ৩–এর তিন বছরের আপডেটের প্রতিশ্রুতি স্যামসাং স্মার্টওয়াচগুলোর তুলনায় তুলনামূলকভাবে কম। কারণ স্যামসাংয়ের স্মার্টওয়াচগুলো চার বছরের আপডেট পাবে।
গুগলের অফিশিয়াল সাপোর্ট পেজে বলা হয়েছে, পিক্সেল ওয়াচ ৩ অক্টোবর ২০২৭ পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে। সফটওয়্যার আপডেটগুলোর মধ্যে পিক্সেল ওয়াচের সিকিউরিটি আপডেট অন্তর্ভুক্ত থাকবে। এই আপডেটের মাধ্যমে ঘড়িগুলোতে নতুন ফিচার যুক্ত হতে পারে। সেই সঙ্গে অন্যান্য আপডেটও পাবে।
পিক্সেল ওয়াচ ৩ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়্যারওএস ৫ নিয়ে উন্মোচিত হয়েছে। পূর্ববর্তী ঘড়িগুলোর জন্যও একই তিন বছরের আপডেট প্রতিশ্রুতি দিচ্ছে গুগল। ২০২৩ সালে উন্মোচিত হয়েছিল পিক্সেল ওয়াচ ২। এটি ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আপডেট পাবে। আর ২০২২ সালের পিক্সেল ওয়াচ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত আপডেট পাবে।
বাজারের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং বর্তমানে গ্যালাক্সি ওয়াচ ৭ এবং গ্যালাক্সি ওয়াচ আলট্রা মডেলগুলোর জন্য চার বছরের আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
পিক্সেল ওয়াচ ৩ এর মূল্য ও স্পেসিফিকেশন
গত ১৩ আগস্ট ‘মেড বাই গুগল’ ইভেন্টে পিক্সেল ওয়াচ ৩ উন্মোচন করা হয়। গুগল পিক্সেল ৪১ এমএম (মিলিমিটার) সংস্করণের দাম ডলার ৩৪৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ৪১ হাজার ৮৩৫ টাকা।
আর ৪৫ এমএম সংস্করণের দাম ৩৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ৪৭ হাজার ৮১২ টাকা।
পিক্সেল ওয়াচ ৩ ডিসপ্লে ৪১ এমএম ও ৪৫ এমএম আকারে হয়। উভয় মডেলেই অ্যাকটুয়া ডিসপ্লে ব্যবহার করা হয়, যার পিক ব্রাইটনেস ২ হাজার নিটস এবং পিক্সেল ডেনসিটি ৩২০ পিপিআই। ডিসপ্লেতে ৩ডি কর্নিং গোরিলা গ্লাস ৫ কোটিং রয়েছে।
ঘড়িটির প্রসেসর হিসেবে কোয়ালকম এসডাব্লু ৫১০০ ও কোর্টেক্স এম ৩৩ ব্যবহার করা হয়েছে। ঘড়িটিতে পানি ও ধুলাবালি থেকে রক্ষা জন্য এতে আইপি ৬৮ রয়েছে।
৪১ এমএম সংস্করণে ৩০৭ এমএইচ ব্যাটারি ও ৪৫ এমএম সংস্করণে ৪২০ এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ‘অলওয়েজ ডিসপ্লে মোড’ রয়েছে। এই ফিচার চালু থাকলেও একবার চার্জে ঘড়িটি প্রায় ২৪ ঘণ্টা চলবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
পিক্সেল ওয়াচ ৩-এর জন্য তিন বছরের ওয়্যারওএস (ঘড়ির অপারেটিং সিস্টেম) আপডেটের প্রতিশ্রুতি দিল গুগল। গত মাসে কোম্পানির ‘মেড বাই গুগল’ ইভেন্টে পিক্সেল ৯ সিরিজের সঙ্গে এই স্মার্টঘড়ি উন্মোচিত হয়েছিল।
গুগল নিশ্চিত করেছে যে, নতুন এই ডিভাইস তিন বছর পর্যন্ত ওয়্যারওএসআপডেট পাবে। অপরদিকে পিক্সেল স্মার্টফোনের জন্য সাত বছরের আপডেট দেবে গুগল। তবে পিক্সেল ওয়াচ ৩–এর তিন বছরের আপডেটের প্রতিশ্রুতি স্যামসাং স্মার্টওয়াচগুলোর তুলনায় তুলনামূলকভাবে কম। কারণ স্যামসাংয়ের স্মার্টওয়াচগুলো চার বছরের আপডেট পাবে।
গুগলের অফিশিয়াল সাপোর্ট পেজে বলা হয়েছে, পিক্সেল ওয়াচ ৩ অক্টোবর ২০২৭ পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে। সফটওয়্যার আপডেটগুলোর মধ্যে পিক্সেল ওয়াচের সিকিউরিটি আপডেট অন্তর্ভুক্ত থাকবে। এই আপডেটের মাধ্যমে ঘড়িগুলোতে নতুন ফিচার যুক্ত হতে পারে। সেই সঙ্গে অন্যান্য আপডেটও পাবে।
পিক্সেল ওয়াচ ৩ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়্যারওএস ৫ নিয়ে উন্মোচিত হয়েছে। পূর্ববর্তী ঘড়িগুলোর জন্যও একই তিন বছরের আপডেট প্রতিশ্রুতি দিচ্ছে গুগল। ২০২৩ সালে উন্মোচিত হয়েছিল পিক্সেল ওয়াচ ২। এটি ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত আপডেট পাবে। আর ২০২২ সালের পিক্সেল ওয়াচ ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত আপডেট পাবে।
বাজারের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং বর্তমানে গ্যালাক্সি ওয়াচ ৭ এবং গ্যালাক্সি ওয়াচ আলট্রা মডেলগুলোর জন্য চার বছরের আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
পিক্সেল ওয়াচ ৩ এর মূল্য ও স্পেসিফিকেশন
গত ১৩ আগস্ট ‘মেড বাই গুগল’ ইভেন্টে পিক্সেল ওয়াচ ৩ উন্মোচন করা হয়। গুগল পিক্সেল ৪১ এমএম (মিলিমিটার) সংস্করণের দাম ডলার ৩৪৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ৪১ হাজার ৮৩৫ টাকা।
আর ৪৫ এমএম সংস্করণের দাম ৩৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ৪৭ হাজার ৮১২ টাকা।
পিক্সেল ওয়াচ ৩ ডিসপ্লে ৪১ এমএম ও ৪৫ এমএম আকারে হয়। উভয় মডেলেই অ্যাকটুয়া ডিসপ্লে ব্যবহার করা হয়, যার পিক ব্রাইটনেস ২ হাজার নিটস এবং পিক্সেল ডেনসিটি ৩২০ পিপিআই। ডিসপ্লেতে ৩ডি কর্নিং গোরিলা গ্লাস ৫ কোটিং রয়েছে।
ঘড়িটির প্রসেসর হিসেবে কোয়ালকম এসডাব্লু ৫১০০ ও কোর্টেক্স এম ৩৩ ব্যবহার করা হয়েছে। ঘড়িটিতে পানি ও ধুলাবালি থেকে রক্ষা জন্য এতে আইপি ৬৮ রয়েছে।
৪১ এমএম সংস্করণে ৩০৭ এমএইচ ব্যাটারি ও ৪৫ এমএম সংস্করণে ৪২০ এমএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এতে ‘অলওয়েজ ডিসপ্লে মোড’ রয়েছে। এই ফিচার চালু থাকলেও একবার চার্জে ঘড়িটি প্রায় ২৪ ঘণ্টা চলবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
১ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৫ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৮ ঘণ্টা আগে