ইউটিউবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভিডিও বিভ্রান্তির সৃষ্টি করে। এজন্য এসব ভিডিওকে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে ইউটিউব। এখন থেকে ক্রিয়েটরদের এ ধরনের ভিডিও লেবেল করতে হবে। ইউটিউবের গ্রাহকেরা এই লেবেল দেখতে পারবেন।
এক ব্লগ পোস্টে গতকাল ইউটিউব বলেছে, ফিচারটি ‘সামনের মাসে’ আসবে। এর মাধ্যমে কৃত্রিম ভিডিওগুলো আলাদা করা যাবে। তবে ভিডিওগুলোতে কী ধরনের বৈশিষ্ট্য থাকলে কনটেন্টগুলো এআই দিয়ে তৈরি বলে মনে করা হবে তা ইউটিউব পরিষ্কারভাবে জানায়নি।
ইউটিউব বলছে, ভিডিওর কিছু অংশ বা পুরোটাই কৃত্রিম হলেও এই ফিচার ‘বাস্তব’ কনটেন্টগুলো আলাদা করতে সাহায্য করবে। শর্টস (ছোট দৈর্ঘ্যের) ও বড় দৈর্ঘ্যের উভয়ের ক্ষেত্রে এই লেবেল করতে হবে।
নকল কনটেন্টর বিষয়ে দর্শকদের জানানোর জন্য ইউটিউব আগামী মাসগুলোতে কিছু আপডেট নিয়ে আসবে। এখন থেকে ক্রিয়েটররা ইউটিউবে কনটেন্ট আপলোডের সময় এআইভিত্তিক বা কৃত্রিম ভিডিও লেবেল করার সুযোগ পাবে।
ইউটিউব বলেছে, ভোট, স্বাস্থ্য ও চলমান দ্বন্দ্বের মতো বিভিন্ন সংবেদশীল তথ্যের জন্য এআই লেবেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেসব ক্রিয়েটর বারবার এআইভিত্তিক কনটেন্টগুলো লেবেল করবে না, তাদের ভিডিওগুলো সরিয়ে ফেলা হবে। সেই সঙ্গে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে।
এআইভিত্তিক গানেও ইউটিউব কঠোর পদক্ষেপ নেবে। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে তৈরি বিভিন্ন নকল গান বন্ধ করার জন্য কাজ করছে ইউটিউব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ড্রেকের কণ্ঠ ব্যবহার করে এ বছরের শুরুতে নকল গান তৈরি করা হয়। গানটি খুব দ্রুতই ভাইরাল হয়। অনেক শ্রোতা মনে করেন গানটি আসলেই ড্রেক গেয়েছে। এ ধরনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইউটিউব নতুন নতুন নিয়ম-নীতি নিয়ে আসছে।
ইউটিউবের অংশীদারি মিউজিক কোম্পানিগুলোকে নকল গান সরানোর ক্ষমতা দেওয়া হবে। কোনো কনটেন্ট বাদের জন্য গ্রাহকদের কাছ থেকে অনেক অনুরোধ এলে তা যাচাই-বাছাই করা হবে। সংবাদ প্রতিবেদন, বিশ্লেষণ বা নকল কণ্ঠের মতো বিষয়গুলো ইউটিউব নজরে রাখবে।
ইউটিউবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ভিডিও বিভ্রান্তির সৃষ্টি করে। এজন্য এসব ভিডিওকে চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে ইউটিউব। এখন থেকে ক্রিয়েটরদের এ ধরনের ভিডিও লেবেল করতে হবে। ইউটিউবের গ্রাহকেরা এই লেবেল দেখতে পারবেন।
এক ব্লগ পোস্টে গতকাল ইউটিউব বলেছে, ফিচারটি ‘সামনের মাসে’ আসবে। এর মাধ্যমে কৃত্রিম ভিডিওগুলো আলাদা করা যাবে। তবে ভিডিওগুলোতে কী ধরনের বৈশিষ্ট্য থাকলে কনটেন্টগুলো এআই দিয়ে তৈরি বলে মনে করা হবে তা ইউটিউব পরিষ্কারভাবে জানায়নি।
ইউটিউব বলছে, ভিডিওর কিছু অংশ বা পুরোটাই কৃত্রিম হলেও এই ফিচার ‘বাস্তব’ কনটেন্টগুলো আলাদা করতে সাহায্য করবে। শর্টস (ছোট দৈর্ঘ্যের) ও বড় দৈর্ঘ্যের উভয়ের ক্ষেত্রে এই লেবেল করতে হবে।
নকল কনটেন্টর বিষয়ে দর্শকদের জানানোর জন্য ইউটিউব আগামী মাসগুলোতে কিছু আপডেট নিয়ে আসবে। এখন থেকে ক্রিয়েটররা ইউটিউবে কনটেন্ট আপলোডের সময় এআইভিত্তিক বা কৃত্রিম ভিডিও লেবেল করার সুযোগ পাবে।
ইউটিউব বলেছে, ভোট, স্বাস্থ্য ও চলমান দ্বন্দ্বের মতো বিভিন্ন সংবেদশীল তথ্যের জন্য এআই লেবেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেসব ক্রিয়েটর বারবার এআইভিত্তিক কনটেন্টগুলো লেবেল করবে না, তাদের ভিডিওগুলো সরিয়ে ফেলা হবে। সেই সঙ্গে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হবে।
এআইভিত্তিক গানেও ইউটিউব কঠোর পদক্ষেপ নেবে। জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে তৈরি বিভিন্ন নকল গান বন্ধ করার জন্য কাজ করছে ইউটিউব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ড্রেকের কণ্ঠ ব্যবহার করে এ বছরের শুরুতে নকল গান তৈরি করা হয়। গানটি খুব দ্রুতই ভাইরাল হয়। অনেক শ্রোতা মনে করেন গানটি আসলেই ড্রেক গেয়েছে। এ ধরনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইউটিউব নতুন নতুন নিয়ম-নীতি নিয়ে আসছে।
ইউটিউবের অংশীদারি মিউজিক কোম্পানিগুলোকে নকল গান সরানোর ক্ষমতা দেওয়া হবে। কোনো কনটেন্ট বাদের জন্য গ্রাহকদের কাছ থেকে অনেক অনুরোধ এলে তা যাচাই-বাছাই করা হবে। সংবাদ প্রতিবেদন, বিশ্লেষণ বা নকল কণ্ঠের মতো বিষয়গুলো ইউটিউব নজরে রাখবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগেন ও দৈনন্দিন জীবনে বিঘ্ন হয়। এই ধরনের ব্যক্তিরা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায়।
৬ ঘণ্টা আগেতাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন এক্স ৮৭০ অরাস স্টিলথ আইস মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বড় আকারের ৬৪ মেগাবাইটের বায়োস (BIOS) চিপ, যা সাধারণত দেখা যায় না। আগে যেখানে অনেক এএম ৪ (AM4) মাদারবোর্ডে ১৬ মেগাবাইটের বিআইওএস চিপ থাকত, সেখানে গিগাবাইটের নতুন এই...
৭ ঘণ্টা আগেবিমান ভ্রমণের মূল উদ্দেশ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো হলেও আধুনিক যুগে যাত্রা অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। এর পেছনে বড় ভূমিকা রাখছে—বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের উন্নতি। মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর না করেই যাত্রীরা এখন বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান...
৮ ঘণ্টা আগেআপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরনো রাউটারটিকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
৯ ঘণ্টা আগে