সৈকত দে
অবিশ্বাস্য শোনালেও বিষয়টি এখন বাস্তব। স্ক্রিপ্ট বা চিত্রনাট্য লিখে দিলে সোরা এআই মডেল তা নিয়ে ভিডিও তৈরি করে দিতে পারে। ঠিকঠাক চিত্রনাট্য লিখতে পারলে সোরা কি তবে পুরো সিনেমা বানিয়ে দেবে? তখন পরিচালক হিসেবে কার নাম থাকবে? কৌতুক সরিয়ে রেখে আমরা ওপেন ডটকমের একটি প্রতিবেদন অবলম্বনে সোরাকে আরেকটু ভালো করে চেনার চেষ্টা করি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে বাস্তব দুনিয়াকে তার গতিসমেত বুঝে উঠতে পারে, সে জন্য বহুদিন ধরে বিভিন্ন মডেলকে শিখিয়ে-পড়িয়ে নেওয়া হচ্ছিল। বাস্তবিক পৃথিবীর সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলো মানুষকে বুঝতে সাহায্য করবে এআই—এটিই একমাত্র উদ্দেশ্য।
ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ভিজ্যুয়াল কোয়ালিটি ঠিক রেখে সোরা এক মিনিট পর্যন্ত ভিডিও তৈরিতে সক্ষম। সাইবার নিরাপত্তা সংস্থা রেড ট্রিমার্স এখন অনলাইনে বিশেষ ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো সোরার সাহায্যে পরীক্ষা করছে। ওপেন এআই অসংখ্য ভিজ্যুয়াল আর্টিস্ট, ডিজাইনার ও চলচ্চিত্র নির্মাতাকে তাদের এআই সিস্টেমে প্রবেশ করতে দিচ্ছে ফিডব্যাকের আশায়। সৃজনশীল মানুষের এসব মতামত আরও কার্যকর মডেল প্রস্তুতে সাহায্য করবে বলে তাদের ধারণা।
নিজেদের প্রতিষ্ঠানের বাইরের মানুষের সঙ্গেও গবেষণার অগ্রগতি ভাগ করে নেওয়া হচ্ছে। এআই প্রযুক্তিক্ষমতা সম্পর্কে জানাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোরা একাধিক চরিত্রকে যুক্ত করে জটিল দৃশ্য নির্মাণ করতে পারে। নির্দিষ্ট ধরনের গতি, বিষয়ের নিখুঁত ডিটেইলিং এবং প্রেক্ষাপটের স্পষ্ট উপস্থাপনায় রয়েছে তার বিশেষ দক্ষতা।
সোরা গভীরভাবে ভাষা বোঝার পাশাপাশি ব্যবহারকারীদের নির্দেশনাও বোঝে। একটিমাত্র জেনারেটর ভিডিও থেকে সোরা চরিত্র, ভিজ্যুয়াল স্টাইলনির্ভর একাধিক দৃশ্য নির্মাণ করতে পারে। এখনকার মডেল অবশ্য ফিজিকসের কিছু সূত্র নিয়ে জটিলতায় ভুগছে। কার্যকারণ বুঝতে সোরার সমস্যা হচ্ছে। যেমন দেখা গেল, কেউ বিস্কুট খাচ্ছে। কিন্তু বিস্কুটে হয়তো কামড়ের দাগ নেই। ডান-বাম জ্ঞান, দূরত্বের ধারণা—এসব তার এখনো হয়ে ওঠেনি।
রেড ট্রিমার্স অনলাইন স্পেসে ভুল তথ্য, হেটফুল কনটেন্ট এবং পক্ষপাতমূলক সংবাদ চিহ্নিতকরণে কাজ করছে এআইয়ের সাহায্যে। সি টু পি এ মেটাডেটা যুক্ত করা হবে যদি ভবিষ্যতে সোরা ওপেন এআই পণ্য হিসেবে বিবেচিত হয়। ডাল ডট ই থ্রি যুক্ত হবে সোরা মডেলে। সেফটি টুল হিসেবে ওপেন এআই অন্যান্য পণ্যে ব্যবহার করে সুফল পাওয়া গেছে।
অবশ্য টেক্সট ক্ল্যাসিফায়ার্স ব্যবহার করে ভিডিও জেনারেটের জন্য লেখা প্রতিটি টেক্সট বিচার করে দেখা সম্ভব। মানুষের জন্য ক্ষতিকর কিছু থাকলে বাদ দেওয়াটা সময়ের ব্যাপার। এমনকি ইমেজ ক্ল্যাসিফায়ার্স প্রযুক্তি সোরা জেনারেটেড ভিডিওর প্রতিটি ফ্রেম পরীক্ষা করে তবেই ব্যবহারকারীকে দেখাবে। পলিসি নির্মাতা, শিল্পী, শিক্ষাবিদ—সবাইকে যুক্ত করা হচ্ছে নতুন এ প্রযুক্তির সর্বোচ্চ সুফল পেতে। আশা করা হচ্ছে, জ্ঞানবিজ্ঞানের চর্চা ভবিষ্যতের পৃথিবীতে প্রযুক্তির বদান্যতায় আরেকটু সহজ হয়ে উঠবে।
অবিশ্বাস্য শোনালেও বিষয়টি এখন বাস্তব। স্ক্রিপ্ট বা চিত্রনাট্য লিখে দিলে সোরা এআই মডেল তা নিয়ে ভিডিও তৈরি করে দিতে পারে। ঠিকঠাক চিত্রনাট্য লিখতে পারলে সোরা কি তবে পুরো সিনেমা বানিয়ে দেবে? তখন পরিচালক হিসেবে কার নাম থাকবে? কৌতুক সরিয়ে রেখে আমরা ওপেন ডটকমের একটি প্রতিবেদন অবলম্বনে সোরাকে আরেকটু ভালো করে চেনার চেষ্টা করি।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাতে বাস্তব দুনিয়াকে তার গতিসমেত বুঝে উঠতে পারে, সে জন্য বহুদিন ধরে বিভিন্ন মডেলকে শিখিয়ে-পড়িয়ে নেওয়া হচ্ছিল। বাস্তবিক পৃথিবীর সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলো মানুষকে বুঝতে সাহায্য করবে এআই—এটিই একমাত্র উদ্দেশ্য।
ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ভিজ্যুয়াল কোয়ালিটি ঠিক রেখে সোরা এক মিনিট পর্যন্ত ভিডিও তৈরিতে সক্ষম। সাইবার নিরাপত্তা সংস্থা রেড ট্রিমার্স এখন অনলাইনে বিশেষ ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো সোরার সাহায্যে পরীক্ষা করছে। ওপেন এআই অসংখ্য ভিজ্যুয়াল আর্টিস্ট, ডিজাইনার ও চলচ্চিত্র নির্মাতাকে তাদের এআই সিস্টেমে প্রবেশ করতে দিচ্ছে ফিডব্যাকের আশায়। সৃজনশীল মানুষের এসব মতামত আরও কার্যকর মডেল প্রস্তুতে সাহায্য করবে বলে তাদের ধারণা।
নিজেদের প্রতিষ্ঠানের বাইরের মানুষের সঙ্গেও গবেষণার অগ্রগতি ভাগ করে নেওয়া হচ্ছে। এআই প্রযুক্তিক্ষমতা সম্পর্কে জানাতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোরা একাধিক চরিত্রকে যুক্ত করে জটিল দৃশ্য নির্মাণ করতে পারে। নির্দিষ্ট ধরনের গতি, বিষয়ের নিখুঁত ডিটেইলিং এবং প্রেক্ষাপটের স্পষ্ট উপস্থাপনায় রয়েছে তার বিশেষ দক্ষতা।
সোরা গভীরভাবে ভাষা বোঝার পাশাপাশি ব্যবহারকারীদের নির্দেশনাও বোঝে। একটিমাত্র জেনারেটর ভিডিও থেকে সোরা চরিত্র, ভিজ্যুয়াল স্টাইলনির্ভর একাধিক দৃশ্য নির্মাণ করতে পারে। এখনকার মডেল অবশ্য ফিজিকসের কিছু সূত্র নিয়ে জটিলতায় ভুগছে। কার্যকারণ বুঝতে সোরার সমস্যা হচ্ছে। যেমন দেখা গেল, কেউ বিস্কুট খাচ্ছে। কিন্তু বিস্কুটে হয়তো কামড়ের দাগ নেই। ডান-বাম জ্ঞান, দূরত্বের ধারণা—এসব তার এখনো হয়ে ওঠেনি।
রেড ট্রিমার্স অনলাইন স্পেসে ভুল তথ্য, হেটফুল কনটেন্ট এবং পক্ষপাতমূলক সংবাদ চিহ্নিতকরণে কাজ করছে এআইয়ের সাহায্যে। সি টু পি এ মেটাডেটা যুক্ত করা হবে যদি ভবিষ্যতে সোরা ওপেন এআই পণ্য হিসেবে বিবেচিত হয়। ডাল ডট ই থ্রি যুক্ত হবে সোরা মডেলে। সেফটি টুল হিসেবে ওপেন এআই অন্যান্য পণ্যে ব্যবহার করে সুফল পাওয়া গেছে।
অবশ্য টেক্সট ক্ল্যাসিফায়ার্স ব্যবহার করে ভিডিও জেনারেটের জন্য লেখা প্রতিটি টেক্সট বিচার করে দেখা সম্ভব। মানুষের জন্য ক্ষতিকর কিছু থাকলে বাদ দেওয়াটা সময়ের ব্যাপার। এমনকি ইমেজ ক্ল্যাসিফায়ার্স প্রযুক্তি সোরা জেনারেটেড ভিডিওর প্রতিটি ফ্রেম পরীক্ষা করে তবেই ব্যবহারকারীকে দেখাবে। পলিসি নির্মাতা, শিল্পী, শিক্ষাবিদ—সবাইকে যুক্ত করা হচ্ছে নতুন এ প্রযুক্তির সর্বোচ্চ সুফল পেতে। আশা করা হচ্ছে, জ্ঞানবিজ্ঞানের চর্চা ভবিষ্যতের পৃথিবীতে প্রযুক্তির বদান্যতায় আরেকটু সহজ হয়ে উঠবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে