প্রযুক্তি ডেস্ক
কলম্বিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন প্রতিষ্ঠান অ্যাভিয়ানকা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া আইনজীবীরা আদালতে একটি নথি জমা দিয়েছেন। তবে নথিটিতে এমন কিছু মামলার কথা বলা হয়েছে যেগুলো পুরোপুরি বানোয়াট। মূলত ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি দিয়ে লেখানো হয়েছে এই নথি। এআই চ্যাটবটটি নিজ থেকে এমন কিছু মামলার উল্লেখ করেছে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিরোধী পক্ষের আইনজীবীরা নথিতে উল্লিখিত মামলাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে মার্কিন জেলা বিচারক কেভিন ক্যাস্টেল নিশ্চিত করেছেন যে, নথিতে প্রকাশিত ছয়টি মামলা বানোয়াট। নথি জমা দেওয়া আইনজীবীদের সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করতে তিনি একটি শুনানির সময় নির্ধারণ করেন।
অভিযুক্ত আইনজীবী স্টিভেন এ. শোয়ার্টজ একটি হলফনামায় স্বীকার করেছেন যে, তিনি তার গবেষণার জন্য ওপেনএআইয়ের চ্যাটবট ব্যবহার করেছেন। মামলাগুলো যাচাই করতে তিনি চ্যাটবটকে জিজ্ঞাসা করেছিলেন এটি মিথ্যা বলছে কিনা।
একটি উৎসের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে চ্যাটজিপিটি বিভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানায়, উল্লিখিত মামলাটি ‘ওয়েস্ট ল’ ও ‘লেক্সিসনেক্সিস’-এ পাওয়া যেতে পারে। শোয়ার্টজ এই উত্তরে সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করেছিল, অন্য মামলাগুলি জাল কিনা। চ্যাটজিপিটি জানায়, উল্লিখিত সমস্ত মামলা বাস্তব।
বিরোধী কৌঁসুলি আদালতে বিষয়টি উত্থাপন করেন এবং লেভিডো, লেভিডো এবং ওবারম্যানের আইনজীবীদের মাধ্যমে জমা নথিটি কীভাবে মিথ্যা তথ্যে ভরা হয়েছিল তার একটি বিশদ বিবরণ সরবরাহ করেন।
কলম্বিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন প্রতিষ্ঠান অ্যাভিয়ানকা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া আইনজীবীরা আদালতে একটি নথি জমা দিয়েছেন। তবে নথিটিতে এমন কিছু মামলার কথা বলা হয়েছে যেগুলো পুরোপুরি বানোয়াট। মূলত ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি দিয়ে লেখানো হয়েছে এই নথি। এআই চ্যাটবটটি নিজ থেকে এমন কিছু মামলার উল্লেখ করেছে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিরোধী পক্ষের আইনজীবীরা নথিতে উল্লিখিত মামলাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে মার্কিন জেলা বিচারক কেভিন ক্যাস্টেল নিশ্চিত করেছেন যে, নথিতে প্রকাশিত ছয়টি মামলা বানোয়াট। নথি জমা দেওয়া আইনজীবীদের সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করতে তিনি একটি শুনানির সময় নির্ধারণ করেন।
অভিযুক্ত আইনজীবী স্টিভেন এ. শোয়ার্টজ একটি হলফনামায় স্বীকার করেছেন যে, তিনি তার গবেষণার জন্য ওপেনএআইয়ের চ্যাটবট ব্যবহার করেছেন। মামলাগুলো যাচাই করতে তিনি চ্যাটবটকে জিজ্ঞাসা করেছিলেন এটি মিথ্যা বলছে কিনা।
একটি উৎসের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে চ্যাটজিপিটি বিভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানায়, উল্লিখিত মামলাটি ‘ওয়েস্ট ল’ ও ‘লেক্সিসনেক্সিস’-এ পাওয়া যেতে পারে। শোয়ার্টজ এই উত্তরে সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করেছিল, অন্য মামলাগুলি জাল কিনা। চ্যাটজিপিটি জানায়, উল্লিখিত সমস্ত মামলা বাস্তব।
বিরোধী কৌঁসুলি আদালতে বিষয়টি উত্থাপন করেন এবং লেভিডো, লেভিডো এবং ওবারম্যানের আইনজীবীদের মাধ্যমে জমা নথিটি কীভাবে মিথ্যা তথ্যে ভরা হয়েছিল তার একটি বিশদ বিবরণ সরবরাহ করেন।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১০ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৭ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২১ ঘণ্টা আগে