প্রযুক্তি ডেস্ক
কলম্বিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন প্রতিষ্ঠান অ্যাভিয়ানকা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া আইনজীবীরা আদালতে একটি নথি জমা দিয়েছেন। তবে নথিটিতে এমন কিছু মামলার কথা বলা হয়েছে যেগুলো পুরোপুরি বানোয়াট। মূলত ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি দিয়ে লেখানো হয়েছে এই নথি। এআই চ্যাটবটটি নিজ থেকে এমন কিছু মামলার উল্লেখ করেছে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিরোধী পক্ষের আইনজীবীরা নথিতে উল্লিখিত মামলাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে মার্কিন জেলা বিচারক কেভিন ক্যাস্টেল নিশ্চিত করেছেন যে, নথিতে প্রকাশিত ছয়টি মামলা বানোয়াট। নথি জমা দেওয়া আইনজীবীদের সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করতে তিনি একটি শুনানির সময় নির্ধারণ করেন।
অভিযুক্ত আইনজীবী স্টিভেন এ. শোয়ার্টজ একটি হলফনামায় স্বীকার করেছেন যে, তিনি তার গবেষণার জন্য ওপেনএআইয়ের চ্যাটবট ব্যবহার করেছেন। মামলাগুলো যাচাই করতে তিনি চ্যাটবটকে জিজ্ঞাসা করেছিলেন এটি মিথ্যা বলছে কিনা।
একটি উৎসের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে চ্যাটজিপিটি বিভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানায়, উল্লিখিত মামলাটি ‘ওয়েস্ট ল’ ও ‘লেক্সিসনেক্সিস’-এ পাওয়া যেতে পারে। শোয়ার্টজ এই উত্তরে সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করেছিল, অন্য মামলাগুলি জাল কিনা। চ্যাটজিপিটি জানায়, উল্লিখিত সমস্ত মামলা বাস্তব।
বিরোধী কৌঁসুলি আদালতে বিষয়টি উত্থাপন করেন এবং লেভিডো, লেভিডো এবং ওবারম্যানের আইনজীবীদের মাধ্যমে জমা নথিটি কীভাবে মিথ্যা তথ্যে ভরা হয়েছিল তার একটি বিশদ বিবরণ সরবরাহ করেন।
কলম্বিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন প্রতিষ্ঠান অ্যাভিয়ানকা’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া আইনজীবীরা আদালতে একটি নথি জমা দিয়েছেন। তবে নথিটিতে এমন কিছু মামলার কথা বলা হয়েছে যেগুলো পুরোপুরি বানোয়াট। মূলত ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি দিয়ে লেখানো হয়েছে এই নথি। এআই চ্যাটবটটি নিজ থেকে এমন কিছু মামলার উল্লেখ করেছে, যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিরোধী পক্ষের আইনজীবীরা নথিতে উল্লিখিত মামলাগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে মার্কিন জেলা বিচারক কেভিন ক্যাস্টেল নিশ্চিত করেছেন যে, নথিতে প্রকাশিত ছয়টি মামলা বানোয়াট। নথি জমা দেওয়া আইনজীবীদের সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করতে তিনি একটি শুনানির সময় নির্ধারণ করেন।
অভিযুক্ত আইনজীবী স্টিভেন এ. শোয়ার্টজ একটি হলফনামায় স্বীকার করেছেন যে, তিনি তার গবেষণার জন্য ওপেনএআইয়ের চ্যাটবট ব্যবহার করেছেন। মামলাগুলো যাচাই করতে তিনি চ্যাটবটকে জিজ্ঞাসা করেছিলেন এটি মিথ্যা বলছে কিনা।
একটি উৎসের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে চ্যাটজিপিটি বিভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানায়, উল্লিখিত মামলাটি ‘ওয়েস্ট ল’ ও ‘লেক্সিসনেক্সিস’-এ পাওয়া যেতে পারে। শোয়ার্টজ এই উত্তরে সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করেছিল, অন্য মামলাগুলি জাল কিনা। চ্যাটজিপিটি জানায়, উল্লিখিত সমস্ত মামলা বাস্তব।
বিরোধী কৌঁসুলি আদালতে বিষয়টি উত্থাপন করেন এবং লেভিডো, লেভিডো এবং ওবারম্যানের আইনজীবীদের মাধ্যমে জমা নথিটি কীভাবে মিথ্যা তথ্যে ভরা হয়েছিল তার একটি বিশদ বিবরণ সরবরাহ করেন।
কনটেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা এ যুগে সব বয়সী মানুষের মধ্যে চেপে বসেছে। কেউ কেউ সে পথে হাঁটছেন, কেউবা এর জন্য অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু প্রথম ধাক্কা আসে, যখন দিনের পর দিন ভিডিও তৈরি করেও কাঙ্ক্ষিত ভিউ না আসে। ঝকঝকে ভিডিও তৈরি করার পরেও দর্শক দেখছে না, এই হতাশায় অনেকে কনটেন্ট নির্মাণ থেকে সরে যান। অথচ
৩১ মিনিট আগেএকসময় ইন্টারনেটে কিছু খোঁজা মানেই ছিল গুগল করা। আগে যেসব তথ্য খুঁজতে সময় গুনতে হতো বেশি, একই কাজে গুগল সময় বাঁচিয়ে দিল একাধিক বিকল্প দিয়ে। মানুষ যেন আলাদিনের চেরাগ হাতে পেল। ফলে দিন দিন জনপ্রিয় আর অপরিহার্য হয়ে উঠেছিল গুগল সার্চ ইঞ্জিন। তবে আজকের দিনে এর বিকল্প রয়েছে মানুষের কাছে। তবু গুগল সবার কাছে
৩৫ মিনিট আগেজলবায়ুর নেতিবাচক প্রভাবে উদ্বিগ্ন পুরো বিশ্ব। এই পরিবর্তনের আঙুল সব সময় ওঠে বিশ্বের প্রথম সারির দেশগুলোর দিকে। পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সব সম্মেলনে নেতৃত্বও দেয় তারা। এতে ফল খারাপের দিকেই যাচ্ছে। এ নিয়ে চিন্তিত বিজ্ঞানীরাও। তবে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছে নিজেদের
৪১ মিনিট আগেকম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ। এবার চাকরির পেছনে ছোটার কথা। কিন্তু সে পথে না গিয়ে অনলাইনে নিজের ক্যারিয়ার গড়েছেন মাসুক সরকার বাতিস্তা। বর্তমানে তিনি ডিজিটাল মার্কেটিংয়ে সফল এক উদ্যোক্তা এবং জনপ্রিয় অনলাইন ইনফ্লুয়েন্সার। তাঁর মাসিক গড় আয় প্রায় চার লাখ টাকা।
১ ঘণ্টা আগে