এলিয়েনের প্রতি কৌতূহলী হয়ে বহির্জাগতিক জীবনের চিহ্ন খুঁজে ফিরছেন বিজ্ঞানীরা। তবে এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে কিছু বিপরীত মতামত প্রকাশ করেছেন বিলিয়নিয়র ইলন মাস্ক। গত ৭ মে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে এলিয়েন সম্পর্কে কিছু চমকপ্রদ দাবি করেন তিনি।
মানব প্রজাতিকে কীভাবে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখা যায়–এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা হয় এই কনফারেন্সে। আলোচনার সময় অনুষ্ঠানের পরিচালক মাইকেল মিলকেন মাস্ককে জনপ্রিয় টিভি শো ‘স্টার ট্রেক’ সম্পর্কে জিজ্ঞেস করেন। এই সিরিজে বিভিন্ন নভোযান দিয়ে এলিয়েন খোঁজার চেষ্টা করা হয়। তাই মাস্কের কোম্পানি স্টেসএক্সেরও ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান মাইকেল।
মাস্ক বলেন, যদি তিনি মহাকাশে মহাকাশযান পাঠান, তাহলে বিলুপ্ত হয়ে গেছে এমন এলিয়েন সভ্যতার দেখা মিলতেও পারে। তবে কোনো এলিয়েন সভ্যতা যদি ১০ লাখ বছর টিকে থাকত পারত, তাহলে খুব সহজেই তারা আকাশগঙ্গায় ঘুরে বেড়াত।
এলিয়েনে বিশ্বাসী কি না—এমন প্রশ্নের মুখোমুখি বারবার হতে হয় মাস্ককে। সেই প্রসঙ্গ তুলে ধরে মাস্ক বলেন, এলিয়েন কখনো পৃথিবীতে এসেছে এমন কিছু মনে করেন না মাস্ক। এলিয়েন বা অন্য কোনো বুদ্ধিমত্তা কোনো মহাকাশযান চালিয়ে পৃথিবী ভ্রমণ করেছে—এমন কোনো অকাট্য প্রমাণও তিনি দেখেননি।
তিনি মজা করে বলেন, ‘স্টারলিংকের নেটওয়ার্কের আওতায় ৬ হাজার স্যাটেলাইট রয়েছে এবং একবারও কোনো ইউএফও বা ফ্লাইয়িং অবজেক্টকে (অশনাক্ত উড়ন্ত বস্তু) এড়িয়ে কাজ করতে হয়নি। তাই আমি কোনো এলিয়েনের অস্তিত্ব দেখছি না।’
কোনো ইউএফকে এড়াতে না হলেও স্পেসএক্সের স্যাটেলাইটগুলোকে প্রতিনিয়ত বিভিন্ন ধ্বংসাবশেষ ও স্পেসক্রাফটকে এড়াতে হয়। ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশনে (এফসিসি) জমা দেওয়া স্পেসএক্সের নথি অনুসারে, ২০২৩ সালের জুন থেকে নভেম্বরে ২৪ হাজার ৪১০টি সংঘর্ষ এড়িয়েছে স্পেসএক্সের স্যাটেলাইটগুলো।
এই আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মাস্ক। তিনি বলেন, ‘একসময় জৈবিক বুদ্ধির হার ১ শতাংশেরও কম হবে।’
সে সময় মানুষের ভূমিকা কী হবে, তা তিনি জানেন না। তিনি আরও বলেন, সত্যের অন্বেষণে এআই ব্যবহার করা উচিত। মিথ্যা কথা বলার জন্য এআইকে প্রশিক্ষণ দেওয়া উচিত হবে না।
স্ট্যানলি কুব্রিক রচিত সায়েন্স ফিকশন বই ‘২০০১: এ স্পেস ওডিসি’-এর কথা উল্লেখ করেন মাস্ক। তিনি বলেন, সত্য সন্ধানী ও সর্বাধিক কৌতূহলী এআই মানব সভ্যতা কতদূর যায় তা দেখতে উৎসাহী থাকবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এলিয়েনের প্রতি কৌতূহলী হয়ে বহির্জাগতিক জীবনের চিহ্ন খুঁজে ফিরছেন বিজ্ঞানীরা। তবে এলিয়েনদের অস্তিত্ব সম্পর্কে কিছু বিপরীত মতামত প্রকাশ করেছেন বিলিয়নিয়র ইলন মাস্ক। গত ৭ মে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে এলিয়েন সম্পর্কে কিছু চমকপ্রদ দাবি করেন তিনি।
মানব প্রজাতিকে কীভাবে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখা যায়–এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা হয় এই কনফারেন্সে। আলোচনার সময় অনুষ্ঠানের পরিচালক মাইকেল মিলকেন মাস্ককে জনপ্রিয় টিভি শো ‘স্টার ট্রেক’ সম্পর্কে জিজ্ঞেস করেন। এই সিরিজে বিভিন্ন নভোযান দিয়ে এলিয়েন খোঁজার চেষ্টা করা হয়। তাই মাস্কের কোম্পানি স্টেসএক্সেরও ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান মাইকেল।
মাস্ক বলেন, যদি তিনি মহাকাশে মহাকাশযান পাঠান, তাহলে বিলুপ্ত হয়ে গেছে এমন এলিয়েন সভ্যতার দেখা মিলতেও পারে। তবে কোনো এলিয়েন সভ্যতা যদি ১০ লাখ বছর টিকে থাকত পারত, তাহলে খুব সহজেই তারা আকাশগঙ্গায় ঘুরে বেড়াত।
এলিয়েনে বিশ্বাসী কি না—এমন প্রশ্নের মুখোমুখি বারবার হতে হয় মাস্ককে। সেই প্রসঙ্গ তুলে ধরে মাস্ক বলেন, এলিয়েন কখনো পৃথিবীতে এসেছে এমন কিছু মনে করেন না মাস্ক। এলিয়েন বা অন্য কোনো বুদ্ধিমত্তা কোনো মহাকাশযান চালিয়ে পৃথিবী ভ্রমণ করেছে—এমন কোনো অকাট্য প্রমাণও তিনি দেখেননি।
তিনি মজা করে বলেন, ‘স্টারলিংকের নেটওয়ার্কের আওতায় ৬ হাজার স্যাটেলাইট রয়েছে এবং একবারও কোনো ইউএফও বা ফ্লাইয়িং অবজেক্টকে (অশনাক্ত উড়ন্ত বস্তু) এড়িয়ে কাজ করতে হয়নি। তাই আমি কোনো এলিয়েনের অস্তিত্ব দেখছি না।’
কোনো ইউএফকে এড়াতে না হলেও স্পেসএক্সের স্যাটেলাইটগুলোকে প্রতিনিয়ত বিভিন্ন ধ্বংসাবশেষ ও স্পেসক্রাফটকে এড়াতে হয়। ইউএস ফেডারেল কমিউনিকেশন কমিশনে (এফসিসি) জমা দেওয়া স্পেসএক্সের নথি অনুসারে, ২০২৩ সালের জুন থেকে নভেম্বরে ২৪ হাজার ৪১০টি সংঘর্ষ এড়িয়েছে স্পেসএক্সের স্যাটেলাইটগুলো।
এই আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মাস্ক। তিনি বলেন, ‘একসময় জৈবিক বুদ্ধির হার ১ শতাংশেরও কম হবে।’
সে সময় মানুষের ভূমিকা কী হবে, তা তিনি জানেন না। তিনি আরও বলেন, সত্যের অন্বেষণে এআই ব্যবহার করা উচিত। মিথ্যা কথা বলার জন্য এআইকে প্রশিক্ষণ দেওয়া উচিত হবে না।
স্ট্যানলি কুব্রিক রচিত সায়েন্স ফিকশন বই ‘২০০১: এ স্পেস ওডিসি’-এর কথা উল্লেখ করেন মাস্ক। তিনি বলেন, সত্য সন্ধানী ও সর্বাধিক কৌতূহলী এআই মানব সভ্যতা কতদূর যায় তা দেখতে উৎসাহী থাকবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১০ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ ঘণ্টা আগে