ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে