Ajker Patrika

গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির সমাধান দেবে গুগল

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৩: ৫৪
গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির সমাধান দেবে গুগল

গণিত, পদার্থবিজ্ঞান ও জ্যামিতির মতো জটিল বিষয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহায়তা দিতে সার্চ ও লেন্সে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। সার্চবারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে ধাপে ধাপে সমাধান দেবে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটডস নাওয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

গুগলের প্রডাক্ট লিড রব ওং বলেন, ফিচারগুলো মানুষের জানার আগ্রহ বাড়াবে ও নির্বিঘ্নে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে। 

শিক্ষার্থীদের উপযোগী করে প্ল্যাটফর্মটির সার্চ ও লেন্স আপডেট করা হয়েছে। বিজ্ঞান ও গণিত সম্পর্কিত সমস্যাগুলোর সমাধান দেবে গুগল। ‘ম্যাথ সলভার’ নামে ফিচার এখন ডেস্কটপে ব্যবহার করা যাবে। শিগররিই মোবাইল ভার্সনেও এটি ছাড়া হবে। 

সমীকরণ সমাধানের জন্য ‘ম্যাথ সলভার’ 
বিজ্ঞান ও গণিতের সমস্যা সমাধানে ম্যাথ সলভার সাহায্য করবে। ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের মত বিষয়েও এই ফিচার সাহায্য করতে পারবে। এসব বিষয়ে সমীকরণ সার্চ বারে টাইপ করে বা লেন্সের মাধ্যমে ছবি তুলে দিলে গুগল ধাপে ধাপে সমাধানগুলো দেখাবে। 

জ্যামিতির জন্য গুগল লেন্স 
জ্যামিতির অনেক সমস্যার শুধুমাত্র শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। লেন্স টুলগুলো বিভিন্ন ভিজ্যুয়াল সমস্যা বুঝতে সাহায্য করে। যেমন, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এরকম জ্যামিতির বিভিন্ন সমস্যা পরিষ্কার করে বোঝাবে গুগল। 

এআই দিয়ে পদার্থবিজ্ঞানের সমস্যা সমাধান 
উন্নত ল্যাঙ্গুয়েজ মডেলের সাহায্যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শব্দের সমস্যা দেবে গুগল। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ফিচারের পরিচিতি, অজানা মান শনাক্ত ও সমস্যা সমাধানের জন্য সঠিক সূত্র নির্বাচন করতে সহায়তা করে এই ফিচার। 

দেখার মাধ্যমে বিষয়গুলো জানা 
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার মত বিষয়গুলোর এক হাজারটিরও বেশি ৩ডি মডেল ও ডায়াগ্রাম  গুগলে পাওয়া যাবে। এগুলো শিক্ষার্থীদের দেখে দেখে বুঝতে সাহায্য করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত