Ajker Patrika

টেক্সট থেকে অডিও–ভিডিও তৈরি করে দেবে মেটা এআই মুভি জেন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৬: ৪০
টেক্সট থেকে অডিও–ভিডিও তৈরি করে দেবে মেটা এআই মুভি জেন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন একটি মডেল নিয়ে এসেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এই মডেল ব্যবহারকারীর নির্দেশনা (প্রম্পট) অনুযায়ী বাস্তবসম্মত অডিও ও ভিডিও তৈরি করে দেবে। গতকাল শুক্রবার ‘মুভি জেন’ নামের নতুন এআই মডেলটি নিয়ে আসার ঘোষণা দেয় কোম্পানিটি। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ওপেনএআই (চ্যাটজিপিটি নির্মাতা) ও ইলেভেনল্যাবসকে চ্যালেঞ্জ জানাল মেটা। 

মেটা ‘মুভি জেন’ দিয়ে তৈরি করা কিছু নমুনা (স্যাম্পল) ভিডিও শেয়ার করেছে। যেমন—একটি ভিডিওতে প্রাণীদের সাঁতার কাটতে ও সার্ফিং করতে দেখা যায়। আরেক ভিডিওতে সত্যিকারের মানুষের ছবি ব্যবহার করে দেখানো হয় তারা ক্যানভাসে ছবি আঁকছে। 

মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, মুভি জেন ব্যাকগ্রাউন্ড সংগীত এবং ভিডিওর কনটেন্টের সঙ্গে মিল রেখে সাউন্ড ইফেক্টও তৈরি করে দিতে পারবে। ব্যবহারকারীরা এই টুলটি ব্যবহার করে অন্য ভিডিও এডিট করতে পারবেন। 

একটি স্যাম্পল ভিডিওতে দেখা যায়, মরুভূমিতে দৌড়তে থাকা একজন ব্যক্তির হাতে পম-পম (উলের তৈরি ছোট বল) বসিয়ে দিয়েছে মেটার এই টুলটি। আবার পার্কিং লটে শুকনো স্থানে স্কেটবোর্ডিং করতে থাকা ব্যক্তির ভিডিওকে এআই টুলটির মাধ্যমে এমনভাবে পরিবর্তন করা হয় মনে হবে যেন তিনি পানিতে স্কেটবোর্ডিং করছেন। 

তবে মুভি জেন দ্বারা তৈরি ভিডিওগুলো ১৬ সেকেন্ডের মধ্যে হয়। আর অডিওগুলো ৪৫ সেকেন্ডের মধ্যে হতে পারে। এই মডেল রানওয়ে, ওপেনএআই, এলেভেনল্যাবস এবং ক্লিংয়ের মতো স্টার্টআপগুলোর তুলনায় সুবিধাজনকভাবে কাজ করছে বলে দাবি করছে মেটা। 

গত ফেব্রুয়ারিতে মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই তার পণ্য সোরা উন্মোচন করে। এতে টেক্সট প্রম্পটের ভিত্তিতে ফিচার ফিল্মের মতো ভিডিও তৈরি করা যায়। 

চলচ্চিত্র নির্মাণকে উন্নত এবং দ্রুততর করা যায় এমন টুলগুলো ব্যবহারে আগ্রহী বিনোদন শিল্পের প্রযুক্তিবিদেরা। অপর দিকে এসব সিস্টেম সম্ভবত অনুমতি ছাড়াই কপিরাইট কনটেন্ট দিয়ে প্রশিক্ষিত হয়েছে বলে অনেকেই উদ্বিগ্ন।

মেটার মুখপাত্র বলেন, কোম্পানি সম্ভবত মুভি জেনকে ডেভেলপারদের জন্য ব্যবহারের জন্য উন্মোচন করবে না, যেমনটি তারা লামা সিরিজের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে করেছে। 
 
মেটার ব্লগ পোস্ট এবং টুল সম্পর্কে প্রকাশিত একটি গবেষণা পেপার অনুযায়ী, কোম্পানি মুভি জেন তৈরি করতে লাইসেন্সপ্রাপ্ত এবং পাবলিক ডেটা সেটের মিশ্রণ ব্যবহার করেছে। 

এই বছর ওপেনএআই হলিউডের নির্বাহী ও এজেন্টদের সঙ্গে সোরা সম্পর্কিত সম্ভাব্য অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছে। তবে এখনো কোনো চুক্তির খবর পাওয়া যায়নি। গত  ওপেনআইয়ের বিরুদ্ধে গত মে মাসে মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন অনুমতি ছাড়াই তার কণ্ঠস্বর নকল করার অভিযোগ তুলে । এই অভিযোগের পর কোম্পানির প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। 

মেটা মুভি জেন সফলভাবে কাজ করলে ওপেনএআইকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে। 

তথ্যসূত্র: রয়টার্স ও দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত