গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান আলফাবেটের শেয়ারের দাম এই সপ্তাহে ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন সময়ের আর্থিক বিবরণীতে কোম্পানির মুনাফার তথ্য প্রকাশিত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে। ডিজিটাল বিজ্ঞাপন বাজারের মন্দা পরিস্থিতির মধ্যে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শঙ্কা ছাপিয়ে এমন প্রবৃদ্ধির মুখ দেখল গুগল।
গত শুক্রবার স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন শেষে আলফাবেটের শেয়ারের দর আগের সপ্তাহের চেয়ে ১০ শতাংশ বেড়ে ১৩২ দশমিক ৫৮ ডলারে ওঠে। এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি এই দর।
ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে পতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটগুলোর কারণে ‘কোর সার্চিং’ ব্যবসায় গুগলকে এ বছর বেশ বেগ পেতে হয়েছে।
গত মঙ্গলবার দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক বিবরণীতে গুগল দেখিয়ে দিয়েছে, অনেক প্রতিবন্ধকতা থাকলেও সফল হওয়ার অনেক উপায় আছে। এই তিন মাসে কোম্পানির রাজস্ব আয় ৭ শতাংশ বেড়ে ৭ হাজার ৪৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছর এই সময়ে ৬ হাজার ৯৭০ কোটি ডলার ছিল।
গত বছর থেকেই অনলাইন বিজ্ঞাপনের খারাপ সময় যাচ্ছে। অর্থনীতি নিয়ে উদ্বেগ ও করপোরেট খরচ কমানোর কারণে ধীরগতি এসেছে এই খাতে। এতে গুগলের বিজ্ঞাপনের আয় এক বছরের চেয়ে মাত্র ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তার পরেও প্রথম ত্রৈমাসিকে উন্নতি দেখেছে গুগল।
এর আগে স্ন্যাপচ্যাটের বিবরণীতে হতাশাজনক আর্থিক পরিস্থিতির পূর্বাভাসের পর গুগলের প্রবৃদ্ধির খবর এল। স্ন্যাপের প্রতিবেদনে কোম্পানির শেয়ারের দর প্রায় ২০ শতাংশ পতনের আশঙ্কা করা হয়।
প্রতিযোগিতার মুখে থাকলেও গুগলের ইউটিউব ও ক্লাউড ইউনিটের আয় বেড়েছে। বার্নস্টেইন বিশ্লেষকেরা লিখেছেন, ‘বেশ অনেক সময় পর প্রথমবারের মতো ব্যয়কে ছাড়াল আয়।’
কোম্পানির খরচ কমানোর উদ্যোগ নেওয়া অ্যালফাবেটের চিফ ফাইন্যান্স অফিসার রুথ পোরাটের পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পরও প্রবৃদ্ধির মুখ দেখল গুগল। তবে তিনি এই কোম্পানিতেই নতুন সৃষ্ট পদ প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তার দায়িত্ব নিতে যাচ্ছেন।
সিটিগ্রুপের বিশ্লেষকেরা গুগলের আয় নিয়ে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, কৃত্তিম বুদ্ধিমত্তাও বৃহত্তর অনলাইন বিজ্ঞাপনের জন্য শুভ ইঙ্গিত। আমরা বিশ্বাস করি না যে এটি টালমাটাল পরিবেশ তৈরি করবে। বরং আমরা নতুন পণ্য এবং পরিষেবায় বিনিয়োগকারী প্ল্যাটফর্মগুলোর পক্ষে।’
গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান আলফাবেটের শেয়ারের দাম এই সপ্তাহে ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন সময়ের আর্থিক বিবরণীতে কোম্পানির মুনাফার তথ্য প্রকাশিত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে। ডিজিটাল বিজ্ঞাপন বাজারের মন্দা পরিস্থিতির মধ্যে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শঙ্কা ছাপিয়ে এমন প্রবৃদ্ধির মুখ দেখল গুগল।
গত শুক্রবার স্টক এক্সচেঞ্জে দিনের লেনদেন শেষে আলফাবেটের শেয়ারের দর আগের সপ্তাহের চেয়ে ১০ শতাংশ বেড়ে ১৩২ দশমিক ৫৮ ডলারে ওঠে। এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি এই দর।
ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে পতন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটগুলোর কারণে ‘কোর সার্চিং’ ব্যবসায় গুগলকে এ বছর বেশ বেগ পেতে হয়েছে।
গত মঙ্গলবার দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক বিবরণীতে গুগল দেখিয়ে দিয়েছে, অনেক প্রতিবন্ধকতা থাকলেও সফল হওয়ার অনেক উপায় আছে। এই তিন মাসে কোম্পানির রাজস্ব আয় ৭ শতাংশ বেড়ে ৭ হাজার ৪৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছর এই সময়ে ৬ হাজার ৯৭০ কোটি ডলার ছিল।
গত বছর থেকেই অনলাইন বিজ্ঞাপনের খারাপ সময় যাচ্ছে। অর্থনীতি নিয়ে উদ্বেগ ও করপোরেট খরচ কমানোর কারণে ধীরগতি এসেছে এই খাতে। এতে গুগলের বিজ্ঞাপনের আয় এক বছরের চেয়ে মাত্র ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। তার পরেও প্রথম ত্রৈমাসিকে উন্নতি দেখেছে গুগল।
এর আগে স্ন্যাপচ্যাটের বিবরণীতে হতাশাজনক আর্থিক পরিস্থিতির পূর্বাভাসের পর গুগলের প্রবৃদ্ধির খবর এল। স্ন্যাপের প্রতিবেদনে কোম্পানির শেয়ারের দর প্রায় ২০ শতাংশ পতনের আশঙ্কা করা হয়।
প্রতিযোগিতার মুখে থাকলেও গুগলের ইউটিউব ও ক্লাউড ইউনিটের আয় বেড়েছে। বার্নস্টেইন বিশ্লেষকেরা লিখেছেন, ‘বেশ অনেক সময় পর প্রথমবারের মতো ব্যয়কে ছাড়াল আয়।’
কোম্পানির খরচ কমানোর উদ্যোগ নেওয়া অ্যালফাবেটের চিফ ফাইন্যান্স অফিসার রুথ পোরাটের পদ ছাড়ার ঘোষণা দেওয়ার পরও প্রবৃদ্ধির মুখ দেখল গুগল। তবে তিনি এই কোম্পানিতেই নতুন সৃষ্ট পদ প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তার দায়িত্ব নিতে যাচ্ছেন।
সিটিগ্রুপের বিশ্লেষকেরা গুগলের আয় নিয়ে বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, কৃত্তিম বুদ্ধিমত্তাও বৃহত্তর অনলাইন বিজ্ঞাপনের জন্য শুভ ইঙ্গিত। আমরা বিশ্বাস করি না যে এটি টালমাটাল পরিবেশ তৈরি করবে। বরং আমরা নতুন পণ্য এবং পরিষেবায় বিনিয়োগকারী প্ল্যাটফর্মগুলোর পক্ষে।’
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে