যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) ব্যতিক্রমীভাবে উদ্যাপন করেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। নিজের দেশের পতাকা নিয়ে সমুদ্রে সার্ফিং করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে জাকারবার্গের ভিডিওটি নিয়ে মশকরা করতে ভুললেন না ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক।
জাকারবার্গের ভিডিওতে দেখা যায়, চেইন নেকলেস ও স্যুট পরে সমুদ্রে সার্ফ করছেন তিনি। সেই সঙ্গে মেটার রে-ব্যান স্মার্ট সানগ্লাস চোখে পরে পতাকা নাড়ছেন। এক্স প্ল্যাটফরমেও এই ভিডিও অনেকেই শেয়ার করেন। এমনই এক পোস্টের রিঅ্যাকশনে জাকারবার্গকে নিয়ে মশকরা করেন ইলন মাস্ক।
ইলন মাস্ক ঠাট্টা করে বলেন, ‘সে তার ইয়টগুলোতে মজা করতে থাকুক। আর আমি কাজ করতে পছন্দ করি।’
ইলন মাস্কের পোস্টেও ৪ লাখ ৩০ হাজারেরও বেশি ভিউ হয় এবং পোস্টটিতে ১১ হাজার লাইক পড়েছে। মাস্কের পোস্টেও অনেকে কমেন্ট করে। ইলন মাস্ককে উদ্দেশ্য করে এক্সের এক ব্যবহারকারী বলেন, ‘আপনি টুইটার (এক্স) থেকে এক সপ্তাহের ছুটি নিলে আমরা খুশি হব।’ আরেকজন বলেন, ইলন মাস্ক হিংসা করে এমন মন্তব্য করেছেন।
ব্যবসার বাইরেও দুই কোটিপতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে ঠাট্টা-মশকরা করেন তাঁরা। গত বছরের জুলাই মাসে থ্রেডস চালু হওয়ার পর সামাজিক মাধ্যমের এ দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে কেজ ফাইট বা মল্লযুদ্ধ হবে বলে ঘোষণা আসে। এরপর কয়েক মাস ধরে মল্লযুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি জবাব দেন তাঁরা। মল্লযুদ্ধের জন্য মার্ক জাকারবার্গ ফেসবুকে তারিখও জানিয়ে দেন। গত বছরের আগস্টে থ্রেডসের এক পোস্টে তিনি বলেন, ইলন মাস্ক এই প্রতিযোগিতা নিয়ে আন্তরিক নন। এ কারণে বিষয়টি নিয়ে আটকে না থেকে মল্লযুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানো উচিত।
যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস (৪ জুলাই) ব্যতিক্রমীভাবে উদ্যাপন করেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। নিজের দেশের পতাকা নিয়ে সমুদ্রে সার্ফিং করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে জাকারবার্গের ভিডিওটি নিয়ে মশকরা করতে ভুললেন না ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী ইলন মাস্ক।
জাকারবার্গের ভিডিওতে দেখা যায়, চেইন নেকলেস ও স্যুট পরে সমুদ্রে সার্ফ করছেন তিনি। সেই সঙ্গে মেটার রে-ব্যান স্মার্ট সানগ্লাস চোখে পরে পতাকা নাড়ছেন। এক্স প্ল্যাটফরমেও এই ভিডিও অনেকেই শেয়ার করেন। এমনই এক পোস্টের রিঅ্যাকশনে জাকারবার্গকে নিয়ে মশকরা করেন ইলন মাস্ক।
ইলন মাস্ক ঠাট্টা করে বলেন, ‘সে তার ইয়টগুলোতে মজা করতে থাকুক। আর আমি কাজ করতে পছন্দ করি।’
ইলন মাস্কের পোস্টেও ৪ লাখ ৩০ হাজারেরও বেশি ভিউ হয় এবং পোস্টটিতে ১১ হাজার লাইক পড়েছে। মাস্কের পোস্টেও অনেকে কমেন্ট করে। ইলন মাস্ককে উদ্দেশ্য করে এক্সের এক ব্যবহারকারী বলেন, ‘আপনি টুইটার (এক্স) থেকে এক সপ্তাহের ছুটি নিলে আমরা খুশি হব।’ আরেকজন বলেন, ইলন মাস্ক হিংসা করে এমন মন্তব্য করেছেন।
ব্যবসার বাইরেও দুই কোটিপতিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। বিভিন্ন সময়ে একে অপরকে নিয়ে ঠাট্টা-মশকরা করেন তাঁরা। গত বছরের জুলাই মাসে থ্রেডস চালু হওয়ার পর সামাজিক মাধ্যমের এ দুই শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে কেজ ফাইট বা মল্লযুদ্ধ হবে বলে ঘোষণা আসে। এরপর কয়েক মাস ধরে মল্লযুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি জবাব দেন তাঁরা। মল্লযুদ্ধের জন্য মার্ক জাকারবার্গ ফেসবুকে তারিখও জানিয়ে দেন। গত বছরের আগস্টে থ্রেডসের এক পোস্টে তিনি বলেন, ইলন মাস্ক এই প্রতিযোগিতা নিয়ে আন্তরিক নন। এ কারণে বিষয়টি নিয়ে আটকে না থেকে মল্লযুদ্ধের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানো উচিত।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে