ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের চলমান যাচাই-বাছাইয়ের মধ্যেই ওপেনএআইয়ের পরিচালনা বোর্ডের পর্যবেক্ষকের আসন থেকে সরে দাঁড়িয়েছে মাইক্রোসফট। গত আট মাসে ওপেনেআইয়ের পরিচালনায় উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে এই টেক জায়ান্ট।
বিট্রিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, ওপেনএআইয়ের বোর্ডের পর্যবেক্ষক হিসেবে অ্যাপলেরও দায়িত্ব পালনের কথা ছিল। তবে অ্যাপল এখনো এ দায়িত্বে নেয়নি। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল।
গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের পর্ষদে ভোটের অধিকার ছাড়া পর্যবেক্ষক হিসেবে অবস্থান শুরু করে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। অর্থাৎ, ওপেনএআইয়ের বোর্ড মিটিংগুলোতে মাইক্রোসফট অংশগ্রহণ করতে পারত এবং কোম্পানিটির অভ্যন্তরীণ গোপনীয় তথ্যগুলোও জানতে পারত। তবে ভোট দেওয়ার কোনো অধিকার মাইক্রোসফটের ছিল না বা পরিচালক নির্বাচনের ক্ষেত্রেও কোনো ভূমিকা রাখতে পারত না।
ওপেনএআইতে প্রায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করে ওপেনএআই। তবে এই বিনিয়োগের ফলে কোম্পানিটির ওপর কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে তা নিয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নীতিনির্ধারকেরা উদ্বিগ্ন ছিলেন। কারণ কোনো কোম্পানিতে এত বিপুল পরিমাণে বিনিয়োগ করা হলে অন্য কোম্পানিগুলো প্রতিযোগিতার সুযোগ হারায়।
মাইক্রোসফট বলেছে, স্যাম অল্টম্যান কোম্পানিতে ফিরে আসার ফলে ওপেনএআই নতুন নতুন অংশীদারত্ব করছে। সেই সঙ্গে কোম্পানিটির উদ্ভাবন ও গ্রাহকসংখ্যাও বেড়েছে। তাই পর্যবেক্ষকের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে মাইক্রোসফট।
উল্লেখ, গত বছর ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ স্যাম অল্টম্যানকে বরখাস্ত করে। পরে নাটকীয়তার মধ্য দিয়ে ওপেনএআইয়ে আবার ফিরে আসেন অল্টম্যান। এরপর পরিচালনা পর্ষদে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হয়।
পর্যবেক্ষকের আসন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে গত ৯ জুলাই ওপেনএআইকে একটি চিঠি পাঠায় মাইক্রোসফট। চিঠিতে বলা হয়, ‘গত আট মাসে নবগঠিত বোর্ডের উল্লেখযোগ্য অগ্রগতির সাক্ষী হয়েছি এবং কোম্পানির দিকনির্দেশনায় আত্মবিশ্বাসী আমরা। এসব বিষয়ের পরিপ্রেক্ষিতে মনে করি যে একজন পর্যবেক্ষক হিসেবে আমাদের সীমিত ভূমিকা প্রয়োজন নেই।
গত মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রকেরা বলেন, অংশীদারত্ব ব্লকের একীকরণের নিয়মের অধীনে থাকবে না মাইক্রোসফট ও ওপেনএআই। কারণ মাইক্রোসফট ওপেনএআইকে নিয়ন্ত্রণ করে না। এর পরিবর্তে চুক্তির বিশেষ ধারাগুলোর ওপর তৃতীয় পক্ষের মতামত চাওয়া হবে।
এর বিপরীতে ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের নিয়ন্ত্রণ নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রকেরা।
মাইক্রোসফট ও ওপেনএআই গ্রাহকদের কাছে এআই প্রযুক্তি বিক্রি করার জন্য একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। বেশি বেশি লাভ করার জন্য এবং নিয়ন্ত্রকদের কাছে নিজেদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে তা প্রমাণ করার জন্য এটি করছে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন।
মাইক্রোসফট তার ক্লাউড আজুর প্ল্যাটফরমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার যুক্ত করছে। এআই বিভাগের জন্য নতুন সিইও নিয়োগ করেছে। ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের নিয়ন্ত্রণ নেই তা এসব পদক্ষেপের মাধ্যমে বোঝাতে চাইছে কোম্পানিটি।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের চলমান যাচাই-বাছাইয়ের মধ্যেই ওপেনএআইয়ের পরিচালনা বোর্ডের পর্যবেক্ষকের আসন থেকে সরে দাঁড়িয়েছে মাইক্রোসফট। গত আট মাসে ওপেনেআইয়ের পরিচালনায় উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছে এই টেক জায়ান্ট।
বিট্রিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, ওপেনএআইয়ের বোর্ডের পর্যবেক্ষক হিসেবে অ্যাপলেরও দায়িত্ব পালনের কথা ছিল। তবে অ্যাপল এখনো এ দায়িত্বে নেয়নি। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল।
গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের পর্ষদে ভোটের অধিকার ছাড়া পর্যবেক্ষক হিসেবে অবস্থান শুরু করে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। অর্থাৎ, ওপেনএআইয়ের বোর্ড মিটিংগুলোতে মাইক্রোসফট অংশগ্রহণ করতে পারত এবং কোম্পানিটির অভ্যন্তরীণ গোপনীয় তথ্যগুলোও জানতে পারত। তবে ভোট দেওয়ার কোনো অধিকার মাইক্রোসফটের ছিল না বা পরিচালক নির্বাচনের ক্ষেত্রেও কোনো ভূমিকা রাখতে পারত না।
ওপেনএআইতে প্রায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করে ওপেনএআই। তবে এই বিনিয়োগের ফলে কোম্পানিটির ওপর কতটুকু নিয়ন্ত্রণ রয়েছে তা নিয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নীতিনির্ধারকেরা উদ্বিগ্ন ছিলেন। কারণ কোনো কোম্পানিতে এত বিপুল পরিমাণে বিনিয়োগ করা হলে অন্য কোম্পানিগুলো প্রতিযোগিতার সুযোগ হারায়।
মাইক্রোসফট বলেছে, স্যাম অল্টম্যান কোম্পানিতে ফিরে আসার ফলে ওপেনএআই নতুন নতুন অংশীদারত্ব করছে। সেই সঙ্গে কোম্পানিটির উদ্ভাবন ও গ্রাহকসংখ্যাও বেড়েছে। তাই পর্যবেক্ষকের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে মাইক্রোসফট।
উল্লেখ, গত বছর ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ স্যাম অল্টম্যানকে বরখাস্ত করে। পরে নাটকীয়তার মধ্য দিয়ে ওপেনএআইয়ে আবার ফিরে আসেন অল্টম্যান। এরপর পরিচালনা পর্ষদে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হয়।
পর্যবেক্ষকের আসন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে গত ৯ জুলাই ওপেনএআইকে একটি চিঠি পাঠায় মাইক্রোসফট। চিঠিতে বলা হয়, ‘গত আট মাসে নবগঠিত বোর্ডের উল্লেখযোগ্য অগ্রগতির সাক্ষী হয়েছি এবং কোম্পানির দিকনির্দেশনায় আত্মবিশ্বাসী আমরা। এসব বিষয়ের পরিপ্রেক্ষিতে মনে করি যে একজন পর্যবেক্ষক হিসেবে আমাদের সীমিত ভূমিকা প্রয়োজন নেই।
গত মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রকেরা বলেন, অংশীদারত্ব ব্লকের একীকরণের নিয়মের অধীনে থাকবে না মাইক্রোসফট ও ওপেনএআই। কারণ মাইক্রোসফট ওপেনএআইকে নিয়ন্ত্রণ করে না। এর পরিবর্তে চুক্তির বিশেষ ধারাগুলোর ওপর তৃতীয় পক্ষের মতামত চাওয়া হবে।
এর বিপরীতে ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের নিয়ন্ত্রণ নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রকেরা।
মাইক্রোসফট ও ওপেনএআই গ্রাহকদের কাছে এআই প্রযুক্তি বিক্রি করার জন্য একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। বেশি বেশি লাভ করার জন্য এবং নিয়ন্ত্রকদের কাছে নিজেদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে তা প্রমাণ করার জন্য এটি করছে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন।
মাইক্রোসফট তার ক্লাউড আজুর প্ল্যাটফরমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার যুক্ত করছে। এআই বিভাগের জন্য নতুন সিইও নিয়োগ করেছে। ওপেনএআইয়ের ওপর মাইক্রোসফটের নিয়ন্ত্রণ নেই তা এসব পদক্ষেপের মাধ্যমে বোঝাতে চাইছে কোম্পানিটি।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে