ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো বন্ধে কনটেন্ট পর্যবেক্ষণ করার নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। ডিপফেকের মতো ভুল তথ্য ছড়ানো বন্ধসহ ডিজিটাল সেবার আইন মেনে চলতে জাকারবার্গকে চিঠি দেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন মার্ক। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জবাব দিল মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়।
মেটার বিবৃতিতে জানা যায়, মেটা সদা–পরিবর্তনশীল অপারেশন সেন্টার তৈরি করেছে। এই সেন্টারে হিব্রু ও আরবি ভাষায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা করে । এই হামলার পর গুজব ও ভুল তথ্য ঠেকাতে কোম্পানির দক্ষ কর্মীরা প্ল্যাটফর্মটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে করছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে যেসব গ্রাহক যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছে তাদের নিরাপত্তা দিতেও কাজ করছে মেটা।
মেটা হিব্রু বা আরবি ভাষার ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি স্বতন্ত্র কনটেন্ট পর্যবেক্ষণ করে এবং কনটেন্টগুলো নৃশংস লেবেল দিয়ে চিহ্নিত করেছে বা মুছে ফেলেছে।
নীতি লঙ্ঘন ও বিপজ্জনক সংস্থার বিভিন্ন কার্যক্রমের জন্য দুই ভাষা জুড়ে সাতগুণ বেশি কনটেন্ট প্রতিদিন সরানো হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার দুই মাস আগে থেকেই এই কাজ করেছে মেটা।
মেটার বিপজ্জনক সংস্থা ও স্বতন্ত্র নীতির অধীনে তালিকাভুক্ত হামাস। কোম্পানির সকল প্ল্যাটফর্মে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ। তবে এ বিষয়ে সংবাদ ও সাধারণ আলোচনা করা যাবে।
মেটার পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগগুলিকে সীমাবদ্ধ করা, যা নিয়মিতভাবে মেটার নীতিগুলি লঙ্ঘন করে। সেই সঙ্গে যে কোনো কনটেন্টও মেটা মুছে ফেলবে, যা স্পষ্টভাবে কোনো জিম্মিকে চিহ্নিত করে (যদিও অস্পষ্ট ছবি অনুমোদিত) ৷ এ ছাড়া কোম্পানি নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে যা ব্যবহারকারীর কাছে ক্ষতিকর কনটেন্টের সুপারিশ করা বন্ধ করবে।
মেটা বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস নির্বিশেষে এই নীতিগুলি প্রয়োগ করা হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা বিশ্বাসকে দমন করা কোম্পানির উদ্দেশ্য নয়।
তবে এসব পদক্ষেপ ব্রেটনকে সন্তুষ্ট করবে নাকি তা স্পষ্ট নয়। বেট্রন একই ধরনের চিঠি এক্স প্ল্যাটফর্মকেও পাঠায়। চিঠির জবাবে কোম্পানির নতুন নীতিগুলো তুলে ধরে এক্স। এ বিষয়ে ডিসিএ–এর আইনের সঙ্গে সংগতি রেখে ইইউ একটি তদন্ত করবে বলে জানিয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো বন্ধে কনটেন্ট পর্যবেক্ষণ করার নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। ডিপফেকের মতো ভুল তথ্য ছড়ানো বন্ধসহ ডিজিটাল সেবার আইন মেনে চলতে জাকারবার্গকে চিঠি দেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন মার্ক। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জবাব দিল মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়।
মেটার বিবৃতিতে জানা যায়, মেটা সদা–পরিবর্তনশীল অপারেশন সেন্টার তৈরি করেছে। এই সেন্টারে হিব্রু ও আরবি ভাষায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা করে । এই হামলার পর গুজব ও ভুল তথ্য ঠেকাতে কোম্পানির দক্ষ কর্মীরা প্ল্যাটফর্মটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে করছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে যেসব গ্রাহক যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছে তাদের নিরাপত্তা দিতেও কাজ করছে মেটা।
মেটা হিব্রু বা আরবি ভাষার ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি স্বতন্ত্র কনটেন্ট পর্যবেক্ষণ করে এবং কনটেন্টগুলো নৃশংস লেবেল দিয়ে চিহ্নিত করেছে বা মুছে ফেলেছে।
নীতি লঙ্ঘন ও বিপজ্জনক সংস্থার বিভিন্ন কার্যক্রমের জন্য দুই ভাষা জুড়ে সাতগুণ বেশি কনটেন্ট প্রতিদিন সরানো হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার দুই মাস আগে থেকেই এই কাজ করেছে মেটা।
মেটার বিপজ্জনক সংস্থা ও স্বতন্ত্র নীতির অধীনে তালিকাভুক্ত হামাস। কোম্পানির সকল প্ল্যাটফর্মে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ। তবে এ বিষয়ে সংবাদ ও সাধারণ আলোচনা করা যাবে।
মেটার পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগগুলিকে সীমাবদ্ধ করা, যা নিয়মিতভাবে মেটার নীতিগুলি লঙ্ঘন করে। সেই সঙ্গে যে কোনো কনটেন্টও মেটা মুছে ফেলবে, যা স্পষ্টভাবে কোনো জিম্মিকে চিহ্নিত করে (যদিও অস্পষ্ট ছবি অনুমোদিত) ৷ এ ছাড়া কোম্পানি নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে যা ব্যবহারকারীর কাছে ক্ষতিকর কনটেন্টের সুপারিশ করা বন্ধ করবে।
মেটা বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস নির্বিশেষে এই নীতিগুলি প্রয়োগ করা হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা বিশ্বাসকে দমন করা কোম্পানির উদ্দেশ্য নয়।
তবে এসব পদক্ষেপ ব্রেটনকে সন্তুষ্ট করবে নাকি তা স্পষ্ট নয়। বেট্রন একই ধরনের চিঠি এক্স প্ল্যাটফর্মকেও পাঠায়। চিঠির জবাবে কোম্পানির নতুন নীতিগুলো তুলে ধরে এক্স। এ বিষয়ে ডিসিএ–এর আইনের সঙ্গে সংগতি রেখে ইইউ একটি তদন্ত করবে বলে জানিয়েছে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১০ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৩ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৪ ঘণ্টা আগে