ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো বন্ধে কনটেন্ট পর্যবেক্ষণ করার নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। ডিপফেকের মতো ভুল তথ্য ছড়ানো বন্ধসহ ডিজিটাল সেবার আইন মেনে চলতে জাকারবার্গকে চিঠি দেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন মার্ক। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জবাব দিল মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়।
মেটার বিবৃতিতে জানা যায়, মেটা সদা–পরিবর্তনশীল অপারেশন সেন্টার তৈরি করেছে। এই সেন্টারে হিব্রু ও আরবি ভাষায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা করে । এই হামলার পর গুজব ও ভুল তথ্য ঠেকাতে কোম্পানির দক্ষ কর্মীরা প্ল্যাটফর্মটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে করছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে যেসব গ্রাহক যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছে তাদের নিরাপত্তা দিতেও কাজ করছে মেটা।
মেটা হিব্রু বা আরবি ভাষার ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি স্বতন্ত্র কনটেন্ট পর্যবেক্ষণ করে এবং কনটেন্টগুলো নৃশংস লেবেল দিয়ে চিহ্নিত করেছে বা মুছে ফেলেছে।
নীতি লঙ্ঘন ও বিপজ্জনক সংস্থার বিভিন্ন কার্যক্রমের জন্য দুই ভাষা জুড়ে সাতগুণ বেশি কনটেন্ট প্রতিদিন সরানো হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার দুই মাস আগে থেকেই এই কাজ করেছে মেটা।
মেটার বিপজ্জনক সংস্থা ও স্বতন্ত্র নীতির অধীনে তালিকাভুক্ত হামাস। কোম্পানির সকল প্ল্যাটফর্মে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ। তবে এ বিষয়ে সংবাদ ও সাধারণ আলোচনা করা যাবে।
মেটার পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগগুলিকে সীমাবদ্ধ করা, যা নিয়মিতভাবে মেটার নীতিগুলি লঙ্ঘন করে। সেই সঙ্গে যে কোনো কনটেন্টও মেটা মুছে ফেলবে, যা স্পষ্টভাবে কোনো জিম্মিকে চিহ্নিত করে (যদিও অস্পষ্ট ছবি অনুমোদিত) ৷ এ ছাড়া কোম্পানি নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে যা ব্যবহারকারীর কাছে ক্ষতিকর কনটেন্টের সুপারিশ করা বন্ধ করবে।
মেটা বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস নির্বিশেষে এই নীতিগুলি প্রয়োগ করা হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা বিশ্বাসকে দমন করা কোম্পানির উদ্দেশ্য নয়।
তবে এসব পদক্ষেপ ব্রেটনকে সন্তুষ্ট করবে নাকি তা স্পষ্ট নয়। বেট্রন একই ধরনের চিঠি এক্স প্ল্যাটফর্মকেও পাঠায়। চিঠির জবাবে কোম্পানির নতুন নীতিগুলো তুলে ধরে এক্স। এ বিষয়ে ডিসিএ–এর আইনের সঙ্গে সংগতি রেখে ইইউ একটি তদন্ত করবে বলে জানিয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো বন্ধে কনটেন্ট পর্যবেক্ষণ করার নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। ডিপফেকের মতো ভুল তথ্য ছড়ানো বন্ধসহ ডিজিটাল সেবার আইন মেনে চলতে জাকারবার্গকে চিঠি দেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন মার্ক। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জবাব দিল মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়।
মেটার বিবৃতিতে জানা যায়, মেটা সদা–পরিবর্তনশীল অপারেশন সেন্টার তৈরি করেছে। এই সেন্টারে হিব্রু ও আরবি ভাষায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা করে । এই হামলার পর গুজব ও ভুল তথ্য ঠেকাতে কোম্পানির দক্ষ কর্মীরা প্ল্যাটফর্মটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে করছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে যেসব গ্রাহক যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছে তাদের নিরাপত্তা দিতেও কাজ করছে মেটা।
মেটা হিব্রু বা আরবি ভাষার ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি স্বতন্ত্র কনটেন্ট পর্যবেক্ষণ করে এবং কনটেন্টগুলো নৃশংস লেবেল দিয়ে চিহ্নিত করেছে বা মুছে ফেলেছে।
নীতি লঙ্ঘন ও বিপজ্জনক সংস্থার বিভিন্ন কার্যক্রমের জন্য দুই ভাষা জুড়ে সাতগুণ বেশি কনটেন্ট প্রতিদিন সরানো হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার দুই মাস আগে থেকেই এই কাজ করেছে মেটা।
মেটার বিপজ্জনক সংস্থা ও স্বতন্ত্র নীতির অধীনে তালিকাভুক্ত হামাস। কোম্পানির সকল প্ল্যাটফর্মে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ। তবে এ বিষয়ে সংবাদ ও সাধারণ আলোচনা করা যাবে।
মেটার পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগগুলিকে সীমাবদ্ধ করা, যা নিয়মিতভাবে মেটার নীতিগুলি লঙ্ঘন করে। সেই সঙ্গে যে কোনো কনটেন্টও মেটা মুছে ফেলবে, যা স্পষ্টভাবে কোনো জিম্মিকে চিহ্নিত করে (যদিও অস্পষ্ট ছবি অনুমোদিত) ৷ এ ছাড়া কোম্পানি নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে যা ব্যবহারকারীর কাছে ক্ষতিকর কনটেন্টের সুপারিশ করা বন্ধ করবে।
মেটা বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস নির্বিশেষে এই নীতিগুলি প্রয়োগ করা হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা বিশ্বাসকে দমন করা কোম্পানির উদ্দেশ্য নয়।
তবে এসব পদক্ষেপ ব্রেটনকে সন্তুষ্ট করবে নাকি তা স্পষ্ট নয়। বেট্রন একই ধরনের চিঠি এক্স প্ল্যাটফর্মকেও পাঠায়। চিঠির জবাবে কোম্পানির নতুন নীতিগুলো তুলে ধরে এক্স। এ বিষয়ে ডিসিএ–এর আইনের সঙ্গে সংগতি রেখে ইইউ একটি তদন্ত করবে বলে জানিয়েছে।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে