Ajker Patrika

আজ সার্চ ইঞ্জিন গুগলের রজত জয়ন্তী 

আজ সার্চ ইঞ্জিন গুগলের রজত জয়ন্তী 

যেকোনো তথ্য অনুসন্ধানের প্রতিশব্দ হয়ে ওঠা, সবার প্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ২৫ বছরে পা দিয়েছে। দিনটি উদ্যাপনে গুগল বরাবরের মতোই তার বিশেষ ডুডল তৈরি করেছে। 

এবারের ডুডলটি (G25gle) জিফ আকারে এনেছে গুগল, লোগোতে ক্লিক করলেই আপনার পুরো স্ক্রিন জুড়ে শুরু হবে কনফেত্তির ওড়াউড়ি। 

হোমপেজে এক ব্লগের মাধ্যমে গুগল জানিয়েছে, ‘আজকের ডুডল গুগলের ২৫ তম বর্ষপূর্তি উদ্যাপন করছে। আমাদের দৃষ্টি ভবিষ্যতের দিকে থাকলেও, জন্মদিন হতে পারে পেছন ফিরে দেখার এক দারুণ উপলক্ষ। চলুন স্মৃতির পাতায় ঘুরে দেখা যাক, ২৫ বছর আগে কীভাবে আমাদের শুরুটা হলো।’ 

সেখানে আরও লেখা, ‘১৯৯৮ সালের পর অনেক কিছুই বদলেছে-এমনকি আজ ডুডলে যে লোগো দেখছেন সেটিও। কিন্তু লক্ষ্য একই রয়ে গেছে-বিশ্বের যাবতীয় তথ্য সংগঠিত করা এবং এটিকে সর্বজনীনভাবে মানুষের কাছে তা পৌঁছে দেওয়া।’ 

 ‘বিগত ২৫টি বছর ধরে আমাদের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ভবিষ্যৎ আমাদের একসঙ্গে কোথায় নিয়ে যায় তা দেখার অপেক্ষায় রয়েছি।’ 

পোস্টটির নিচেই গত ২৫ বছরে আজকের দিনে গুগল যেসব বিশেষ ডুডল তৈরি করেছিল সেগুলো দেখা যাবে। 

ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগলের জন্ম। তবে ২৭ সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনে গুগল ইনকরপোরেশনের আনুষ্ঠানিক সূচনা হয়। 

ল্যারি পেজ ও সের্গেই ব্রিন তখন পিএইচডি করছিলেন। ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সবার মাঝে আরও ছড়িয়ে দেওয়ার একক লক্ষ্য তাদের একই পথে নিয়ে আসে। 

মজার বিষয় হলো, গুগল সার্চ ইঞ্জিনের নাম কিন্তু প্রথমে রাখা হয়েছিল গুগল (googol)। কিন্তু কোম্পানির নিবন্ধনের সময় এক ভুলে এর নাম গুগল (Google) হয়ে যায়! 

 ২০১৫ সাল থেকে সার্চ ইঞ্জিনটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে রয়েছেন সুন্দর পিচাই। তার আগে এ পদে ছিলেন ল্যারি পেজ। ল্যারি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেডের সিইও হিসেবে নিয়োগ পেলে তার স্থলাভিষিক্ত হন সুন্দর পিচাই। যদিও ২০১৯ সালের ৩ ডিসেম্বর সুন্দর পিচাই অ্যালফাবেটের সিইও হিসেবেও নিয়োগ পান। 

অনেকের মনেই প্রশ্ন ওঠে, গুগলের সাথে ‘ডুডল’ শব্দটি কেন যোগ হলো? আসলে এটি বিশ্বের বিভিন্ন দেশ, ব্যক্তিবর্গ, বিশেষ দিন ইত্যাদি নিয়ে সার্চ বক্সের ওপরে গুগলের লোগো পরিবর্তন করার মজার একটি প্রোগ্রাম। ১৯৯৮ সালে প্রথম গুগল ডুডল প্রকাশ করা হয়েছিল, সেটি ছিল ‘বার্নিং ম্যান’ নামে যুক্তরাষ্ট্রের নেভাদার ব্ল্যাক রক সিটির বার্ষিক আয়োজন নিয়ে। 

বাংলাদেশেও গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে এবং বিশেষ কোনো ব্যক্তির স্মরণে প্রায়শই ডুডল প্রকাশ করে থাকে গুগল। এর আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস, নববর্ষ, বিজয় দিবস ইত্যাদি আয়োজনে দেখা গেছে চমকপ্রদ সব গুগল ডুডল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত