প্রযুক্তি প্রতিবেদক
দারুণ গ্রাফিকস ও দুর্দান্ত গল্পের জন্য ডায়িং লাইট ভিডিও গেমটি বেশ জনপ্রিয় হয়েছে। এবার থ্রিডি ভার্সনেও আসছে গেমটির নতুন পর্ব।
ডায়িং লাইট ভিডিও গেমটি প্রথম প্রকাশ হয় ২০১৫ সালে। গেমটি বেশ জনপ্রিয়ও হয়। গেমটি লিনাক্স, ম্যাকওস ও মাইক্রোসফট উইন্ডোজের জন্য প্রকাশিত হয়।
গেমটিতে খেলোয়াড়কে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ডায়িং লাইট গেমটির প্রথম পর্বে মধ্যপ্রাচ্যের একটি শহরে আটকে থাকা মানুষ উদ্ধার ও জম্বিদের ধ্বংস করা নিয়ে খেলতে হয়। আর দ্বিতীয় পর্বে ইউরোপের শহরের পটভূমিতে গেমটির স্টোরিলাইন সাজানো হয়েছে। সব মিলিয়ে দারুণ থ্রিলিং একটি গেম হচ্ছে ‘ডায়িং লাইট’। অসংখ্য জোম্বির আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর যে তৎপরতা, সেটা আসলেই বেশ উত্তেজনাকর। পাশাপাশি রয়েছে নানা রকম অস্ত্র ব্যবহার করে জম্বিদের ধ্বংস করার প্রচেষ্টা।
সম্প্রতি কয়েকটি ডিজিটাল মাধ্যমে ডায়িং লাইট ২–এর প্রোমো প্রকাশ করা হয়েছে। গেমটির থ্রিডি ভার্সনও আসার কথা রয়েছে। আর ভার্চ্যুয়াল ইমেজ ডিভাইসের সাহায্যেও খেলা যাবে এটি। নতুন গ্রাফিকস নিয়ে বেশ আশাবাদী গেমটির নির্মাতা প্রতিষ্ঠান টেকল্যান্ড।
একনজরে ডায়িং লাইট ২–এর কিছু তথ্য এখানে তুলে ধরা হলো—
প্ল্যাটফর্ম: প্লেস্টেশন ৪, প্লেস্টেশন ৫, মাইক্রোসফট উইন্ডোজ, এক্সবক্স সিরিজ এক্স/এস, এক্সবক্স ওয়ান।
রিলিজ: ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে এই ভিডিও গেমটির এই নতুন পর্ব।
জেনারেশন: অ্যাকশন অ্যাডভেঞ্চার, অ্যাকশন রোল প্লেয়িং, সারভাইবাল হরর।
মোড: সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার।
পরিচালক: আদ্রিয়ান সিজেওয়াস্কি।
কম্পোজার: অলিভার ডেরিভিয়েরে।
ডিজাইনার: টাইমন স্মিকতালা।
প্রোগ্রামার: বার্তোজ কুলোন।
রাইটার: জেরোল্ড ব্রাউন।
ডেভেলপার ও পাবলিশার: টেকল্যান্ড।
দারুণ গ্রাফিকস ও দুর্দান্ত গল্পের জন্য ডায়িং লাইট ভিডিও গেমটি বেশ জনপ্রিয় হয়েছে। এবার থ্রিডি ভার্সনেও আসছে গেমটির নতুন পর্ব।
ডায়িং লাইট ভিডিও গেমটি প্রথম প্রকাশ হয় ২০১৫ সালে। গেমটি বেশ জনপ্রিয়ও হয়। গেমটি লিনাক্স, ম্যাকওস ও মাইক্রোসফট উইন্ডোজের জন্য প্রকাশিত হয়।
গেমটিতে খেলোয়াড়কে জম্বিদের বিরুদ্ধে লড়াই করতে হয়। ডায়িং লাইট গেমটির প্রথম পর্বে মধ্যপ্রাচ্যের একটি শহরে আটকে থাকা মানুষ উদ্ধার ও জম্বিদের ধ্বংস করা নিয়ে খেলতে হয়। আর দ্বিতীয় পর্বে ইউরোপের শহরের পটভূমিতে গেমটির স্টোরিলাইন সাজানো হয়েছে। সব মিলিয়ে দারুণ থ্রিলিং একটি গেম হচ্ছে ‘ডায়িং লাইট’। অসংখ্য জোম্বির আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর যে তৎপরতা, সেটা আসলেই বেশ উত্তেজনাকর। পাশাপাশি রয়েছে নানা রকম অস্ত্র ব্যবহার করে জম্বিদের ধ্বংস করার প্রচেষ্টা।
সম্প্রতি কয়েকটি ডিজিটাল মাধ্যমে ডায়িং লাইট ২–এর প্রোমো প্রকাশ করা হয়েছে। গেমটির থ্রিডি ভার্সনও আসার কথা রয়েছে। আর ভার্চ্যুয়াল ইমেজ ডিভাইসের সাহায্যেও খেলা যাবে এটি। নতুন গ্রাফিকস নিয়ে বেশ আশাবাদী গেমটির নির্মাতা প্রতিষ্ঠান টেকল্যান্ড।
একনজরে ডায়িং লাইট ২–এর কিছু তথ্য এখানে তুলে ধরা হলো—
প্ল্যাটফর্ম: প্লেস্টেশন ৪, প্লেস্টেশন ৫, মাইক্রোসফট উইন্ডোজ, এক্সবক্স সিরিজ এক্স/এস, এক্সবক্স ওয়ান।
রিলিজ: ২০২১ সালের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে এই ভিডিও গেমটির এই নতুন পর্ব।
জেনারেশন: অ্যাকশন অ্যাডভেঞ্চার, অ্যাকশন রোল প্লেয়িং, সারভাইবাল হরর।
মোড: সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার।
পরিচালক: আদ্রিয়ান সিজেওয়াস্কি।
কম্পোজার: অলিভার ডেরিভিয়েরে।
ডিজাইনার: টাইমন স্মিকতালা।
প্রোগ্রামার: বার্তোজ কুলোন।
রাইটার: জেরোল্ড ব্রাউন।
ডেভেলপার ও পাবলিশার: টেকল্যান্ড।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১০ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ ঘণ্টা আগে