ডকুমেন্ট সংরক্ষণ করার একটি কার্যকরী উপায় হলো সেগুলো স্ক্যান করে রাখা। বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রাখার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এই প্রক্রিয়ার মাধ্যমে। সেই সঙ্গে ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। এখনকার বেশির ভাগ স্মার্টফোনে ডকুমেন্ট স্ক্যানার ফিচার রয়েছে। তবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি না থাকলেও কয়েকটি উপায়ে ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন।
স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি ও নাথিং ফোনের ক্যামেরার সেটিংসেই ডকুমেন্ট ফিচার রয়েছে। তবে গুগল পিক্সেল ও অন্যান্য ফোন গুগল ড্রাইভের ওপর নির্ভর করে।
অ্যাডোবি স্ক্যানের মতো থার্ড পার্টি অ্যাপে ডকুমেন্ট স্ক্যানের অনেক ফিচার রয়েছে।
গুগল অ্যাপের মাধ্যমে স্ক্যান ডকুমেন্ট করবেন যেভাবে
প্রায় বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফাইলস অ্যাপ বা গুগল ড্রাইভ আগে থেকেই ইনস্টল করা থাকে। এসব গুগলের অ্যাপ দিয়ে ডকুমেন্ট স্ক্যান করা যায়। ফাইল অ্যাপসের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করলে তা ফোনের ফোল্ডারে জমা হবে। আর ড্রাইভ অ্যাপের মাধ্যমে স্ক্যান করা ডকুমেন্টগুলো গুগল ক্লাউড স্টোরেজে জমা হবে।
ফাইলস অ্যাপের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমেই গুগল প্লে স্টোর থেকে গুগলের ফাইলস অ্যাপ ইনস্টল করুন।
২. অ্যাপটি চালু করুন ও নিচের ডান পাশে থাকা স্ক্যান বাটনে ট্যাপ করুন।
৩. ডকুমেন্টটির ওপর ভালোমতো আলো পড়ছে তা নিশ্চিত করুন। ডকুমেন্টের ওপর স্মার্টফোনের ক্যামেরাটি তাক করুন।
৪. অটো ক্যাপচার মোড চালু থাকলে অ্যাপটি ডকুমেন্টটি স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করবে। ডকুমেন্টের সীমানাটি চিহ্নিত করবে।
৫. আর অটো ক্যাপচার মোড কাজ না করলে ক্যামেরার নীল রঙের রেখাগুলোর মধ্যে ডকুমেন্টটি রাখার চেষ্টা করুন। এর পর ক্যামেরার ক্যাপচার বাটনে ট্যাপ করুন।
এভাবে একাধিক পেজ স্ক্যান করুন ও পিডিএফ হিসেবে সংরক্ষণ করুন।
একইভাবে গুগল ড্রাইভ থেকেও স্ক্যান করা যাবে। স্ক্যান করা ডকুমেন্টগুলো ক্রপ করা যাবে ও এগুলোতে ফিল্টারও যুক্ত করা যাবে।
অ্যাডোবি অ্যাপ দিয়ে ডকুমেন্ট স্ক্যান করবেন যেভাবে
এই অ্যাপ দিয়ে সহজেই ডকুমেন্ট স্ক্যান করা যায়। এটিও অ্যাডোবিও ক্লাউডে ডকুমেন্ট আপলোড করে। প্রয়োজন অনুসারে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন।
১. গুগল প্লে স্টোর থেকে অ্যাডোবি স্ক্যান অ্যাপটি ডাউনলোড করুন।
২. অ্যাপটি চালু করুন ও নিজের অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৩. ডকুমেন্টের দিকে ফোনের ক্যামেরাটি তাক করুন ও স্বয়ংক্রিয়ভাবে পুরো ডকুমেন্টটির সীমানা নির্বাচন করবে অ্যাপটি।
এরপর সেভ বাটনে ট্যাপ করুন। এখান থেকে পিডিএফ আকারেও ডকুমেন্টটি সেভ করতে পারবেন।
এ ছাড়া ‘কিপ স্ক্যানিং’ বাটনে ট্যাপ করে আরও কিছু ডকুমেন্ট স্ক্যান করুন।
এই অ্যাপের মাধ্যমেও ডকুমেন্টগুলো ক্রপ ও রিসাইজ করা যাবে।
ডকুমেন্ট সংরক্ষণ করার একটি কার্যকরী উপায় হলো সেগুলো স্ক্যান করে রাখা। বিভিন্ন কাগজপত্র গুছিয়ে রাখার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এই প্রক্রিয়ার মাধ্যমে। সেই সঙ্গে ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। এখনকার বেশির ভাগ স্মার্টফোনে ডকুমেন্ট স্ক্যানার ফিচার রয়েছে। তবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটি না থাকলেও কয়েকটি উপায়ে ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন।
স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি ও নাথিং ফোনের ক্যামেরার সেটিংসেই ডকুমেন্ট ফিচার রয়েছে। তবে গুগল পিক্সেল ও অন্যান্য ফোন গুগল ড্রাইভের ওপর নির্ভর করে।
অ্যাডোবি স্ক্যানের মতো থার্ড পার্টি অ্যাপে ডকুমেন্ট স্ক্যানের অনেক ফিচার রয়েছে।
গুগল অ্যাপের মাধ্যমে স্ক্যান ডকুমেন্ট করবেন যেভাবে
প্রায় বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফাইলস অ্যাপ বা গুগল ড্রাইভ আগে থেকেই ইনস্টল করা থাকে। এসব গুগলের অ্যাপ দিয়ে ডকুমেন্ট স্ক্যান করা যায়। ফাইল অ্যাপসের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করলে তা ফোনের ফোল্ডারে জমা হবে। আর ড্রাইভ অ্যাপের মাধ্যমে স্ক্যান করা ডকুমেন্টগুলো গুগল ক্লাউড স্টোরেজে জমা হবে।
ফাইলস অ্যাপের মাধ্যমে ডকুমেন্ট স্ক্যান করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমেই গুগল প্লে স্টোর থেকে গুগলের ফাইলস অ্যাপ ইনস্টল করুন।
২. অ্যাপটি চালু করুন ও নিচের ডান পাশে থাকা স্ক্যান বাটনে ট্যাপ করুন।
৩. ডকুমেন্টটির ওপর ভালোমতো আলো পড়ছে তা নিশ্চিত করুন। ডকুমেন্টের ওপর স্মার্টফোনের ক্যামেরাটি তাক করুন।
৪. অটো ক্যাপচার মোড চালু থাকলে অ্যাপটি ডকুমেন্টটি স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করবে। ডকুমেন্টের সীমানাটি চিহ্নিত করবে।
৫. আর অটো ক্যাপচার মোড কাজ না করলে ক্যামেরার নীল রঙের রেখাগুলোর মধ্যে ডকুমেন্টটি রাখার চেষ্টা করুন। এর পর ক্যামেরার ক্যাপচার বাটনে ট্যাপ করুন।
এভাবে একাধিক পেজ স্ক্যান করুন ও পিডিএফ হিসেবে সংরক্ষণ করুন।
একইভাবে গুগল ড্রাইভ থেকেও স্ক্যান করা যাবে। স্ক্যান করা ডকুমেন্টগুলো ক্রপ করা যাবে ও এগুলোতে ফিল্টারও যুক্ত করা যাবে।
অ্যাডোবি অ্যাপ দিয়ে ডকুমেন্ট স্ক্যান করবেন যেভাবে
এই অ্যাপ দিয়ে সহজেই ডকুমেন্ট স্ক্যান করা যায়। এটিও অ্যাডোবিও ক্লাউডে ডকুমেন্ট আপলোড করে। প্রয়োজন অনুসারে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন।
১. গুগল প্লে স্টোর থেকে অ্যাডোবি স্ক্যান অ্যাপটি ডাউনলোড করুন।
২. অ্যাপটি চালু করুন ও নিজের অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৩. ডকুমেন্টের দিকে ফোনের ক্যামেরাটি তাক করুন ও স্বয়ংক্রিয়ভাবে পুরো ডকুমেন্টটির সীমানা নির্বাচন করবে অ্যাপটি।
এরপর সেভ বাটনে ট্যাপ করুন। এখান থেকে পিডিএফ আকারেও ডকুমেন্টটি সেভ করতে পারবেন।
এ ছাড়া ‘কিপ স্ক্যানিং’ বাটনে ট্যাপ করে আরও কিছু ডকুমেন্ট স্ক্যান করুন।
এই অ্যাপের মাধ্যমেও ডকুমেন্টগুলো ক্রপ ও রিসাইজ করা যাবে।
বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জয়জয়কার। তবে এআইয়ের কারণে মানুষের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর এই বিষয়ে স্পষ্ট ও বিশ্লেষণধর্মী বক্তব্য দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু পেশা রয়েছে যেগুলো শিগগিরই এআই দখল করবে...
১ ঘণ্টা আগেঅ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স বাজারে আসার পর সাধারণত ভক্তদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের মডেল ঘিরে ইতিমধ্যেই কিছু অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হলো—মডেলগুলোতে খুব সহজেই আঁচড় ও দাগ পড়ছে। বিশেষ করে ক্যামেরা বাম্পের ধারালো প্রান্তগুলোতে।
৪ ঘণ্টা আগেকনটেন্ট নির্মাতাদের জন্য এখন দারুণ সব এআই টুলস ও ফিচার আছে অনলাইনে। যে কনটেন্ট তৈরি করতে আগে ব্যাপক আয়োজন করতে হতো, একই কাজ এখন অল্প পরিশ্রমে সম্ভব করে দিচ্ছে বিভিন্ন এআই টুল। তবে বলে রাখা ভালো, এআই টুলের সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে আপনাকে সেটি মাস বা বছরের জন্য কিনতে হবে।
৫ ঘণ্টা আগেমাত্র ২৮ বছর বয়সে ফ্রিল্যান্সিং জগতে শক্ত অবস্থান গড়েছেন মো. ফারুক হোসেন। কোরআনে হাফেজ এই তরুণ বর্তমানে মাসে গড়ে ১০ লাখ টাকা আয় করেন। শুধু তা-ই নয়, প্রায় ৫ হাজার মানুষকে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন তিনি, যাঁদের মধ্যে ৩ হাজার এরই মধ্যে আয় করছেন।
৬ ঘণ্টা আগে