প্রযুক্তি ডেস্ক
ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিস্ট্যান্ট ‘গ্রামারলি ’ মূলত ব্যবহারকারীদের শুদ্ধ ভাবে লিখতে সহায়তা করে। ব্যবহারকারী কোনো লেখা গ্রামারলিতে ইনপুট দিলে এটি সেই লেখার বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলো পর্যালোচনা করে ব্যবহারকারীকে ফিডব্যাক দেয়। এবার চ্যাটজিটিপির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হতে হয়েছে গ্রামারলিতে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজের মতো কনটেন্ট তৈরি করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই জেনারেটিভ এআই টুলের নাম ‘গ্রামারলি গো’। টুলটি ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। চ্যাটজিপিটির মতো ‘গ্র্যামারলিগো’ একটি সংক্ষিপ্ত প্রম্পটের ওপর ভিত্তি করে একটি আস্ত লেখা তৈরি করতে পারবে। এআই টুলটি লেখার শৈলী এবং ধরন বুঝে যে কোনো কনটেন্ট পুনরায় লিখতে সক্ষম হবে। এ ছাড়া, কনটেন্টের শব্দ হ্রাস বা বৃদ্ধি করতেও সক্ষম হবে এটি। আপাতত নতুন এই টুল বেটা সংস্করণে চালু হয়েছে।
এদিকে সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহারে বিধিনিষেধ আরোপের দাবিতে একজোট হয়েছেন হলিউডের টিভি ও সিনেমার লেখকদের সংগঠন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছে হলিউডের স্টুডিওগুলো। তার ওপর স্ট্রিমিং সার্ভিসগুলোকে লাভজনক করার জন্য লড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আপস করতে নারাজ তারা। লেখকদের দাবিকে নাকচ করে স্টুডিওগুলো বলছে, নতুন প্রযুক্তির বিষয়ে তারা বছরে একবারই পর্যালোচনা করবেন।
রয়টার্স বলছে, গত সোমবার ১৫ বছরে প্রথমবারের মতো হলিউডের সিনেমা ও টেলিভিশনের স্ক্রিপ্ট লেখকেরা ধর্মঘট করেন। ১১ হাজারেরও বেশি সিনেমা ও টেলিভিশন লেখক ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কয়েকটা কারণের একটি— এআইয়ের ব্যবহার। তবে মূল কারণ, কম মজুরি প্রদান করা। তাঁরা জানিয়েছেন, তাঁদের আয়ের সঙ্গে স্ট্রিমিং যুগের আয় সামঞ্জস্যপূর্ণ নয়।
ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিস্ট্যান্ট ‘গ্রামারলি ’ মূলত ব্যবহারকারীদের শুদ্ধ ভাবে লিখতে সহায়তা করে। ব্যবহারকারী কোনো লেখা গ্রামারলিতে ইনপুট দিলে এটি সেই লেখার বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলো পর্যালোচনা করে ব্যবহারকারীকে ফিডব্যাক দেয়। এবার চ্যাটজিটিপির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হতে হয়েছে গ্রামারলিতে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজের মতো কনটেন্ট তৈরি করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই জেনারেটিভ এআই টুলের নাম ‘গ্রামারলি গো’। টুলটি ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। চ্যাটজিপিটির মতো ‘গ্র্যামারলিগো’ একটি সংক্ষিপ্ত প্রম্পটের ওপর ভিত্তি করে একটি আস্ত লেখা তৈরি করতে পারবে। এআই টুলটি লেখার শৈলী এবং ধরন বুঝে যে কোনো কনটেন্ট পুনরায় লিখতে সক্ষম হবে। এ ছাড়া, কনটেন্টের শব্দ হ্রাস বা বৃদ্ধি করতেও সক্ষম হবে এটি। আপাতত নতুন এই টুল বেটা সংস্করণে চালু হয়েছে।
এদিকে সিনেমা ও টেলিভিশন প্রোগ্রামের স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহারে বিধিনিষেধ আরোপের দাবিতে একজোট হয়েছেন হলিউডের টিভি ও সিনেমার লেখকদের সংগঠন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’।
বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় এমনিতেই চাপে রয়েছে হলিউডের স্টুডিওগুলো। তার ওপর স্ট্রিমিং সার্ভিসগুলোকে লাভজনক করার জন্য লড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আপস করতে নারাজ তারা। লেখকদের দাবিকে নাকচ করে স্টুডিওগুলো বলছে, নতুন প্রযুক্তির বিষয়ে তারা বছরে একবারই পর্যালোচনা করবেন।
রয়টার্স বলছে, গত সোমবার ১৫ বছরে প্রথমবারের মতো হলিউডের সিনেমা ও টেলিভিশনের স্ক্রিপ্ট লেখকেরা ধর্মঘট করেন। ১১ হাজারেরও বেশি সিনেমা ও টেলিভিশন লেখক ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটের কয়েকটা কারণের একটি— এআইয়ের ব্যবহার। তবে মূল কারণ, কম মজুরি প্রদান করা। তাঁরা জানিয়েছেন, তাঁদের আয়ের সঙ্গে স্ট্রিমিং যুগের আয় সামঞ্জস্যপূর্ণ নয়।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
২১ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১ দিন আগে