অনলাইনে অ্যাপলের নতুন রূপরেখা প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন আইপ্যাড এবং ম্যাকবুক মডেল নিয়ে কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনা বর্ণনা করা হয়েছে। সেই রূপরেখা অনুসারে জানা যায়, ২০২৮ সালে ফোল্ডেবল (ভাঁজযোগ্য) আইপ্যাড এবং ম্যাকবুক বাজারে আসতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘@Jukanlosreve’ অ্যাকাউন্ট থেকে রূপরেখাটি প্রকাশিত হয়। প্রযুক্তি গবেষণা সংস্থা অমিডা এই রূপরেখার উৎস ছিল। ২০২২ সাল থেকে রূপরেখার তথ্য শুরু হয়েছে। এসব কিছু তথ্য ২০২২ ও ২০২৪ সালে বাস্তবায়িত হয়েছে। এই রূপরেখায় বলা হয়েছে, ২০২৪ সালে আইপ্যাড প্রো তার ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি মডেলে এলসিডি থেকে ওএলইডি প্যানেল থাকবে, যা বাস্তবায়িত হয়েছে। এগুলোতে ‘প্রোমোশন ডিসপ্লে’ রয়েছে, যার রিফ্রেশ রেট ১০ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত।
ওএলইডির জন্য আইপ্যাড প্রো মডেলগুলোর দাম বাড়ানো হলেও অ্যাপল গ্রাহকদের জন্য একটি বিকল্প রেখেছে। তাই আইপ্যাড এয়ার ১২ দশমিক ৯ ইঞ্চি মডেলটি বাজারে এনেছে অ্যাপল, যা এলসিডি ডিসপ্লেসহ অনেকটাই আইপ্যাড প্রো মডেলের মতো। এই আইপ্যাড এয়ার মডেলগুলোর রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই রূপরেখা অনুযায়ী, ২০২৬ সালের আইপ্যাড মিনি ওএলইডি হবে।
২০২৬ সালে নতুন আইপ্যাড মিনি আসবে, যার ডিসপ্লে হবে ৮ দশমিক ৪ ইঞ্চি হাইব্রিড ওএলইডি প্যানেল। এই ডিসপ্লেতে সিঙ্গেল আরজিবি স্তর থাকবে এবং এর রিফ্রেশ রেট হবে ৬০ হার্টজ।
এ ছাড়া, ২০২৬ সালে ম্যাকবুক প্রো মডেলগুলোর ডিসপ্লে সাইজ একটু বাড়ানো হবে। ম্যাকবুক প্রো মডেলগুলোর ১৪ দশমিক ২ ইঞ্চি এবং ১৬ দশমিক ২ ইঞ্চি স্ক্রিন সাইজ পরিবর্তন হয়ে হবে ১৪ দশমিক ৩ ইঞ্চি এবং ১৬ দশমিক ৩ ইঞ্চি। এই স্ক্রিনগুলো এলসিডি থেকে হাইব্রিড ওএলইডি প্যানেলে রূপান্তরিত হবে এবং ১০ হার্টজ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ একটি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে।
২০২৭ সালে আইপ্যাড এয়ারও এলসিডি থেকে ওএলইডি প্যানেলে পরিবর্তিত হবে এবং এর ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি স্ক্রিনে হাইব্রিড ওএলইডি প্যানেল থাকবে, যাতে সিঙ্গেল আরজিবি লেয়ারসহ ৬০ হাটর্জ রিফ্রেশ রেট থাকবে।
২০২৮ সালে আসবে ফোল্ডেবল আইপ্যাড এবং ম্যাকবুক। সেই বছরই আইপ্যাড প্রো আবার ফিরে আসবে এবং এতে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চির স্ক্রিনগুলো হাইব্রিড ওএলইডি প্যানেলে থাকবে, যেখানে থাকবে টিএসপি অন টিএফই ডিসপ্লে প্রযুক্তি এবং পোলারাইজারবিহীন ডিজাইন। পোলারাইজার ছাড়াই ডিসপ্লে বেশি উজ্জ্বল হবে, সঠিক রং প্রকাশ করবে এবং কম শক্তি খরচ হবে। এ ছাড়া ১৩ দশমিক ৮ ইঞ্চি এবং ১৫ দশমিক ৫ ইঞ্চি হাইব্রিড ওএলইডি প্যানেল সহ ম্যাকবুক এয়ার আসবে, যা পূর্ববর্তী ১৩ দশমিক ৬ ইঞ্চি এবং ১৫ দশমিক ৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লের তুলনায় বড় হবে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—২০২৮ সালেই অ্যাপল ১৮ দশমিক ৮ ইঞ্চি ফোল্ডেবল আইপ্যাড বা ম্যাকবুক উন্মোচন করতে পারে। এই ডিভাইসে হাইব্রিড ওএলইডি ডিসপ্লে থাকবে, যেখানে ট্যান্ডেম প্রযুক্তি ব্যবহৃত হবে এবং পোলারাইজার ছাড়াই এটি এলটিপিও টিএফটি ও টিএসপি অন টিএফই প্রযুক্তি এতে যুক্ত হবে।
ওএলইডি প্যানেলগুলো নিজস্ব আলো তৈরি করতে সক্ষম, তাই এটি এলসিডি প্যানেলের তুলনায় আরও শক্তি সাশ্রয়ী। অন্ধকার বা কালো রং প্রদর্শন করার সময় পিক্সেলগুলো বন্ধ হয়ে যায়, ফলে ব্যাটারির আয়ু বাড়ে। এ ছাড়া, ওএলইডি ডিসপ্লেগুলো সত্যিকারের কালো রং এবং উচ্চ কনট্রাস্ট দেখায়।
তথ্যসূত্র: ফোনএরিনা
অনলাইনে অ্যাপলের নতুন রূপরেখা প্রকাশিত হয়েছে। এতে বিভিন্ন আইপ্যাড এবং ম্যাকবুক মডেল নিয়ে কোম্পানিটির ভবিষ্যৎ পরিকল্পনা বর্ণনা করা হয়েছে। সেই রূপরেখা অনুসারে জানা যায়, ২০২৮ সালে ফোল্ডেবল (ভাঁজযোগ্য) আইপ্যাড এবং ম্যাকবুক বাজারে আসতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘@Jukanlosreve’ অ্যাকাউন্ট থেকে রূপরেখাটি প্রকাশিত হয়। প্রযুক্তি গবেষণা সংস্থা অমিডা এই রূপরেখার উৎস ছিল। ২০২২ সাল থেকে রূপরেখার তথ্য শুরু হয়েছে। এসব কিছু তথ্য ২০২২ ও ২০২৪ সালে বাস্তবায়িত হয়েছে। এই রূপরেখায় বলা হয়েছে, ২০২৪ সালে আইপ্যাড প্রো তার ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি মডেলে এলসিডি থেকে ওএলইডি প্যানেল থাকবে, যা বাস্তবায়িত হয়েছে। এগুলোতে ‘প্রোমোশন ডিসপ্লে’ রয়েছে, যার রিফ্রেশ রেট ১০ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত।
ওএলইডির জন্য আইপ্যাড প্রো মডেলগুলোর দাম বাড়ানো হলেও অ্যাপল গ্রাহকদের জন্য একটি বিকল্প রেখেছে। তাই আইপ্যাড এয়ার ১২ দশমিক ৯ ইঞ্চি মডেলটি বাজারে এনেছে অ্যাপল, যা এলসিডি ডিসপ্লেসহ অনেকটাই আইপ্যাড প্রো মডেলের মতো। এই আইপ্যাড এয়ার মডেলগুলোর রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই রূপরেখা অনুযায়ী, ২০২৬ সালের আইপ্যাড মিনি ওএলইডি হবে।
২০২৬ সালে নতুন আইপ্যাড মিনি আসবে, যার ডিসপ্লে হবে ৮ দশমিক ৪ ইঞ্চি হাইব্রিড ওএলইডি প্যানেল। এই ডিসপ্লেতে সিঙ্গেল আরজিবি স্তর থাকবে এবং এর রিফ্রেশ রেট হবে ৬০ হার্টজ।
এ ছাড়া, ২০২৬ সালে ম্যাকবুক প্রো মডেলগুলোর ডিসপ্লে সাইজ একটু বাড়ানো হবে। ম্যাকবুক প্রো মডেলগুলোর ১৪ দশমিক ২ ইঞ্চি এবং ১৬ দশমিক ২ ইঞ্চি স্ক্রিন সাইজ পরিবর্তন হয়ে হবে ১৪ দশমিক ৩ ইঞ্চি এবং ১৬ দশমিক ৩ ইঞ্চি। এই স্ক্রিনগুলো এলসিডি থেকে হাইব্রিড ওএলইডি প্যানেলে রূপান্তরিত হবে এবং ১০ হার্টজ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ একটি পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে।
২০২৭ সালে আইপ্যাড এয়ারও এলসিডি থেকে ওএলইডি প্যানেলে পরিবর্তিত হবে এবং এর ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি স্ক্রিনে হাইব্রিড ওএলইডি প্যানেল থাকবে, যাতে সিঙ্গেল আরজিবি লেয়ারসহ ৬০ হাটর্জ রিফ্রেশ রেট থাকবে।
২০২৮ সালে আসবে ফোল্ডেবল আইপ্যাড এবং ম্যাকবুক। সেই বছরই আইপ্যাড প্রো আবার ফিরে আসবে এবং এতে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চির স্ক্রিনগুলো হাইব্রিড ওএলইডি প্যানেলে থাকবে, যেখানে থাকবে টিএসপি অন টিএফই ডিসপ্লে প্রযুক্তি এবং পোলারাইজারবিহীন ডিজাইন। পোলারাইজার ছাড়াই ডিসপ্লে বেশি উজ্জ্বল হবে, সঠিক রং প্রকাশ করবে এবং কম শক্তি খরচ হবে। এ ছাড়া ১৩ দশমিক ৮ ইঞ্চি এবং ১৫ দশমিক ৫ ইঞ্চি হাইব্রিড ওএলইডি প্যানেল সহ ম্যাকবুক এয়ার আসবে, যা পূর্ববর্তী ১৩ দশমিক ৬ ইঞ্চি এবং ১৫ দশমিক ৪ ইঞ্চি এলসিডি ডিসপ্লের তুলনায় বড় হবে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—২০২৮ সালেই অ্যাপল ১৮ দশমিক ৮ ইঞ্চি ফোল্ডেবল আইপ্যাড বা ম্যাকবুক উন্মোচন করতে পারে। এই ডিভাইসে হাইব্রিড ওএলইডি ডিসপ্লে থাকবে, যেখানে ট্যান্ডেম প্রযুক্তি ব্যবহৃত হবে এবং পোলারাইজার ছাড়াই এটি এলটিপিও টিএফটি ও টিএসপি অন টিএফই প্রযুক্তি এতে যুক্ত হবে।
ওএলইডি প্যানেলগুলো নিজস্ব আলো তৈরি করতে সক্ষম, তাই এটি এলসিডি প্যানেলের তুলনায় আরও শক্তি সাশ্রয়ী। অন্ধকার বা কালো রং প্রদর্শন করার সময় পিক্সেলগুলো বন্ধ হয়ে যায়, ফলে ব্যাটারির আয়ু বাড়ে। এ ছাড়া, ওএলইডি ডিসপ্লেগুলো সত্যিকারের কালো রং এবং উচ্চ কনট্রাস্ট দেখায়।
তথ্যসূত্র: ফোনএরিনা
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৩ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে