সাদাত হোসেন
ওপেন এআইর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান গত বছরের জুনে ভারত সফরে এসে দাবি করেছিলেন, ভারতের মতো একটি দেশের পক্ষে চ্যাট জিপিটির মতো এআই সফ্টওয়্যার তৈরি করা অসম্ভব। কিন্তু সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন মুকেশ আম্বানি। আত্মনির্ভর ভারতের আরও এক জলজ্যান্ত নমুনা তৈরি হলো। যার কৃতিত্ব যাচ্ছে আম্বানির কাঁধেই। মুকেশ আম্বানির এ পদক্ষেপ সারা বিশ্বকে জানান দিল, ভারতের পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়। ভারতের অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনি এআইয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। চ্যাট জিপিটির সঙ্গে টক্কর দিতে গুগল বাজারে আনে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনি এআই, যা বেশ সাড়া ফেলে দিয়েছে এরই মধ্যে। এই দুটিকে টেক্কা দিতে শিগগিরই ভারতীয় চ্যাটবট ‘হনুমান’ লঞ্চ হতে চলেছে। রিলায়েন্স এই চ্যাটবট তৈরি করছে। চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআই প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করতে টাকা গুনতে হয়। তাই আশা করা হচ্ছে, রিলায়েন্স বিনা মূল্যে হনুমান চ্যাটবটের পরিষেবা দেবে। অর্থাৎ আপনি কোনো টাকা খরচ ছাড়াই হনুমান নামের চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। রিলায়েন্স মার্চ মাসে এই মডেলটি লঞ্চ করতে চলেছে। এরপরই চ্যাট জিপিটি যে কড়া টক্করের মধ্যে পড়তে যাচ্ছে, তা বলাই বাহুল্য। প্রতিষ্ঠানটি চারটি বড় ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগিতায় তৈরি করেছে হনুমান। এ ছাড়া, রিলায়েন্স বড় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ভারত জিপিটি তৈরিতেও কাজ করে চলেছে।
রিলায়েন্সের প্রথম এআই মডেল হনুমানে ১১টি আদিবাসী ভাষা ব্যবহার করা যাবে। এমনকি কঠিন কোড লেখার ক্ষেত্রেও এটি ব্যবহারকারীদের সাহায্য করতে পারবে। হনুমান এআই মডেলটি বিশেষভাবে চারটি ক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গভর্ন্যান্স, মডেল হেলথ, এডুকেশন ও ফিন্যান্স সেক্টরে অনেক সাহায্য পাওয়া যাবে। এ ছাড়া, যদি রিলায়েন্সের এ কৃত্রিম চ্যাটবটটি সফলভাবে চালু হয়, তবে এটি প্রতিষ্ঠানটির জন্য মাইলফলক হতে চলেছে।
হনুমান চ্যাটবট এলএলএম পদ্ধতিতে কাজ করবে, যাকে বলা হয় স্পিচ টু টেক্সট ইউজার ফ্রেন্ডলি সার্ভিস। ওপেন এআই ও গুগল জেমিনি এআইর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য রিলায়েন্সের পক্ষ থেকে এটি চালু করা হচ্ছে। হনুমান চ্যাটবট ও ভারত জিপিটি ছাড়াও অনেক এআই মডেলের উন্নয়নে এ মুহূর্তে কাজ চলছে ভারতে। দেশটিতে সর্বম ও ক্রুট্রিমের মতো সংস্থাগুলোও এআই মডেল তৈরি করছে। এসব এআই মডেল যদি সময়মতো বাজারে আসে, তাহলে চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআইর ওপর থেকে ভারতীয়রা ধীরে ধীরে সরে আসবে, এমনটিই মনে করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, মিন্ট
ওপেন এআইর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান গত বছরের জুনে ভারত সফরে এসে দাবি করেছিলেন, ভারতের মতো একটি দেশের পক্ষে চ্যাট জিপিটির মতো এআই সফ্টওয়্যার তৈরি করা অসম্ভব। কিন্তু সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন মুকেশ আম্বানি। আত্মনির্ভর ভারতের আরও এক জলজ্যান্ত নমুনা তৈরি হলো। যার কৃতিত্ব যাচ্ছে আম্বানির কাঁধেই। মুকেশ আম্বানির এ পদক্ষেপ সারা বিশ্বকে জানান দিল, ভারতের পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়। ভারতের অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনি এআইয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। চ্যাট জিপিটির সঙ্গে টক্কর দিতে গুগল বাজারে আনে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনি এআই, যা বেশ সাড়া ফেলে দিয়েছে এরই মধ্যে। এই দুটিকে টেক্কা দিতে শিগগিরই ভারতীয় চ্যাটবট ‘হনুমান’ লঞ্চ হতে চলেছে। রিলায়েন্স এই চ্যাটবট তৈরি করছে। চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআই প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করতে টাকা গুনতে হয়। তাই আশা করা হচ্ছে, রিলায়েন্স বিনা মূল্যে হনুমান চ্যাটবটের পরিষেবা দেবে। অর্থাৎ আপনি কোনো টাকা খরচ ছাড়াই হনুমান নামের চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। রিলায়েন্স মার্চ মাসে এই মডেলটি লঞ্চ করতে চলেছে। এরপরই চ্যাট জিপিটি যে কড়া টক্করের মধ্যে পড়তে যাচ্ছে, তা বলাই বাহুল্য। প্রতিষ্ঠানটি চারটি বড় ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগিতায় তৈরি করেছে হনুমান। এ ছাড়া, রিলায়েন্স বড় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ভারত জিপিটি তৈরিতেও কাজ করে চলেছে।
রিলায়েন্সের প্রথম এআই মডেল হনুমানে ১১টি আদিবাসী ভাষা ব্যবহার করা যাবে। এমনকি কঠিন কোড লেখার ক্ষেত্রেও এটি ব্যবহারকারীদের সাহায্য করতে পারবে। হনুমান এআই মডেলটি বিশেষভাবে চারটি ক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গভর্ন্যান্স, মডেল হেলথ, এডুকেশন ও ফিন্যান্স সেক্টরে অনেক সাহায্য পাওয়া যাবে। এ ছাড়া, যদি রিলায়েন্সের এ কৃত্রিম চ্যাটবটটি সফলভাবে চালু হয়, তবে এটি প্রতিষ্ঠানটির জন্য মাইলফলক হতে চলেছে।
হনুমান চ্যাটবট এলএলএম পদ্ধতিতে কাজ করবে, যাকে বলা হয় স্পিচ টু টেক্সট ইউজার ফ্রেন্ডলি সার্ভিস। ওপেন এআই ও গুগল জেমিনি এআইর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য রিলায়েন্সের পক্ষ থেকে এটি চালু করা হচ্ছে। হনুমান চ্যাটবট ও ভারত জিপিটি ছাড়াও অনেক এআই মডেলের উন্নয়নে এ মুহূর্তে কাজ চলছে ভারতে। দেশটিতে সর্বম ও ক্রুট্রিমের মতো সংস্থাগুলোও এআই মডেল তৈরি করছে। এসব এআই মডেল যদি সময়মতো বাজারে আসে, তাহলে চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআইর ওপর থেকে ভারতীয়রা ধীরে ধীরে সরে আসবে, এমনটিই মনে করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, মিন্ট
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে