কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে এক–তৃতীয়াংশ কর্মীর সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করলেই হবে। ২০৩৩ সালের মধ্যে লাখ লাখ কর্মী সপ্তাহে মাত্র চার দিন কাজ করবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি নিয়ে এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান অটোনমির প্রতিবেদনের বরাতে প্রতিবেদনে বলা হয়, এআই ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বাড়বে। সপ্তাহের কর্মঘণ্টা ৪০ থেকে ৩২ ঘণ্টায় নেমে আসবে। বেতন ও কর্মক্ষমতা অপরিবর্তিত রেখে কর্মশক্তির প্রায় ২৮ শতাংশ এই সুবিধা পাবে। অর্থাৎ যুক্তরাজ্যের ৮৮ লাখ মানুষ ও যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ মানুষ এই সুবিধা ভোগ করবে।
গবেষণায় বলা হয়, চ্যাটজিপিটির মত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএমস) ব্যবহারের ফলে এই লক্ষ্য অর্জন সম্ভব। অটোনমি বলছে, বেকারত্ব ঠেকাতে এবং শারীরিক ও মানসিক অসুস্থতা কমাতে এই নীতি সহায়তা করবে।
অটোনমির গবেষণা পরিচালক উইল স্ট্রং বলেন, এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের ফলে কী ধরনের লাভ হবে বা কত মানুষ চাকরি হারাবে–শুধু এসব বিষয়ের ওপর ফোকাস করে অনেক গবেষণা হচ্ছে। তবে অটোনমির গবেষণার ফলাফল বলেছে, কোনো প্রযুক্তির যখন পূর্ণ বিকাশ হয় এবং একে সঠিকভাবে কাজে লাগানো যায়, তখন শুধু কাজের মানই উন্নত হয় না, বরং কর্ম ও জীবন ভারসাম্যপূর্ণ হয়।
গবেষণায় দেখা যায়, এলএলএম প্রযুক্তি অন্তর্ভুক্ত করার মাধ্যমে গ্রেট ব্রিটেনের কর্মশক্তির ৮৮ শতাংশ অর্থাৎ ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা কমপক্ষে ১০ শতাংশ কমে যাবে।
অটোনমির মতে, এআই ব্যবহারের ফলে সিটি অব লন্ডন, এলমব্রিজ ও ওকিংহাম শহরে আগামী দশকে ৩৮ শতাংশ বা তার বেশি সংখ্যক কর্মীদের কর্মঘণ্টা কমে যাবে।
একইধরনের গবেষণা যুক্তরাষ্ট্রের কর্মশক্তি নিয়েও করেছে অটোনমি। এতে বলা হয়, ২০৩৩ সালের মধ্য যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ কর্মী সপ্তাহে চার দিন কাজ করবে। আর কর্মশক্তির ৭১ শতাংশ অর্থাৎ ১ হাজার ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা প্রায় ১০ শতাংশ কমে যাবে। ম্যাসাচুসেটস, উটাহ এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে এলএলএম ব্যবহারের ফলে কর্মশক্তির প্রায় এক চতুর্থাংশ কর্মী সপ্তাহে শুধু চার দিন কাজ করবে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সপ্তাহে ৩২ ঘণ্টা কাজের জন্য একটি বিল উত্থাপন করেন কংগ্রেসম্যান মার্ক টাকানো। তিনি বলেন, ‘এআই ও অটোমেশনের কারণে কর্মশক্তিতে একটি মৌলিক পরিবর্তন এসেছে। সরকারি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যেকোনো শিল্প বা দক্ষতার স্তর নির্বিশেষে সব কর্মী এর সুফল ভোগ করতে পারবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারি এবং বেসরকারি-খাতের নিয়োগকর্তাদের ‘কর্মক্ষেত্রে এআই প্রযুক্তি গ্রহণ করে এই সেক্টরে বিশ্বনেতা হওয়ার সুযোগের’ সদ্ব্যবহার করার আহ্বান জানায় অটোনমি। এর মাধ্যমে লাখ লাখ কর্মীর জীবন উন্নত হবে। এজন্য নীতিনির্ধারকদের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে কোম্পানি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের ফলে এক–তৃতীয়াংশ কর্মীর সপ্তাহে মাত্র ৪ দিন কাজ করলেই হবে। ২০৩৩ সালের মধ্যে লাখ লাখ কর্মী সপ্তাহে মাত্র চার দিন কাজ করবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের শ্রমশক্তি নিয়ে এক জরিপে এ তথ্য উঠে এসেছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান অটোনমির প্রতিবেদনের বরাতে প্রতিবেদনে বলা হয়, এআই ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বাড়বে। সপ্তাহের কর্মঘণ্টা ৪০ থেকে ৩২ ঘণ্টায় নেমে আসবে। বেতন ও কর্মক্ষমতা অপরিবর্তিত রেখে কর্মশক্তির প্রায় ২৮ শতাংশ এই সুবিধা পাবে। অর্থাৎ যুক্তরাজ্যের ৮৮ লাখ মানুষ ও যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ মানুষ এই সুবিধা ভোগ করবে।
গবেষণায় বলা হয়, চ্যাটজিপিটির মত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএমস) ব্যবহারের ফলে এই লক্ষ্য অর্জন সম্ভব। অটোনমি বলছে, বেকারত্ব ঠেকাতে এবং শারীরিক ও মানসিক অসুস্থতা কমাতে এই নীতি সহায়তা করবে।
অটোনমির গবেষণা পরিচালক উইল স্ট্রং বলেন, এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের ফলে কী ধরনের লাভ হবে বা কত মানুষ চাকরি হারাবে–শুধু এসব বিষয়ের ওপর ফোকাস করে অনেক গবেষণা হচ্ছে। তবে অটোনমির গবেষণার ফলাফল বলেছে, কোনো প্রযুক্তির যখন পূর্ণ বিকাশ হয় এবং একে সঠিকভাবে কাজে লাগানো যায়, তখন শুধু কাজের মানই উন্নত হয় না, বরং কর্ম ও জীবন ভারসাম্যপূর্ণ হয়।
গবেষণায় দেখা যায়, এলএলএম প্রযুক্তি অন্তর্ভুক্ত করার মাধ্যমে গ্রেট ব্রিটেনের কর্মশক্তির ৮৮ শতাংশ অর্থাৎ ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা কমপক্ষে ১০ শতাংশ কমে যাবে।
অটোনমির মতে, এআই ব্যবহারের ফলে সিটি অব লন্ডন, এলমব্রিজ ও ওকিংহাম শহরে আগামী দশকে ৩৮ শতাংশ বা তার বেশি সংখ্যক কর্মীদের কর্মঘণ্টা কমে যাবে।
একইধরনের গবেষণা যুক্তরাষ্ট্রের কর্মশক্তি নিয়েও করেছে অটোনমি। এতে বলা হয়, ২০৩৩ সালের মধ্য যুক্তরাষ্ট্রের ৩৫০ লাখ কর্মী সপ্তাহে চার দিন কাজ করবে। আর কর্মশক্তির ৭১ শতাংশ অর্থাৎ ১ হাজার ২৮০ লাখ কর্মীর কর্মঘণ্টা প্রায় ১০ শতাংশ কমে যাবে। ম্যাসাচুসেটস, উটাহ এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে এলএলএম ব্যবহারের ফলে কর্মশক্তির প্রায় এক চতুর্থাংশ কর্মী সপ্তাহে শুধু চার দিন কাজ করবে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সপ্তাহে ৩২ ঘণ্টা কাজের জন্য একটি বিল উত্থাপন করেন কংগ্রেসম্যান মার্ক টাকানো। তিনি বলেন, ‘এআই ও অটোমেশনের কারণে কর্মশক্তিতে একটি মৌলিক পরিবর্তন এসেছে। সরকারি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যেকোনো শিল্প বা দক্ষতার স্তর নির্বিশেষে সব কর্মী এর সুফল ভোগ করতে পারবে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকারি এবং বেসরকারি-খাতের নিয়োগকর্তাদের ‘কর্মক্ষেত্রে এআই প্রযুক্তি গ্রহণ করে এই সেক্টরে বিশ্বনেতা হওয়ার সুযোগের’ সদ্ব্যবহার করার আহ্বান জানায় অটোনমি। এর মাধ্যমে লাখ লাখ কর্মীর জীবন উন্নত হবে। এজন্য নীতিনির্ধারকদের পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে কোম্পানি।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এই ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
২ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৯ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১২ ঘণ্টা আগে