Ajker Patrika

পেগাসাস নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ইসরায়েল সরকার

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৩
পেগাসাস নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না ইসরায়েল সরকার

নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপ প্রাইভেট কোম্পানি হওয়ায় ইসরায়েল সরকারের এ নিয়ে কিছু করার নেই। এমনটি জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদ। জেরুজালেমে একটি সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।  

সংবাদ সম্মেলনে নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যারের তৈরি প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে নিষিদ্ধ না করার ইঙ্গিতও দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদ। গত সপ্তাহে ফোন হ্যাকিং সফটওয়্যার তৈরির দায়ে এনএসও গ্রুপকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। 

জেরুজালেমে সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, `এনএসও একটি প্রাইভেট কোম্পানি। এটি কোনো সরকারি প্রজেক্ট নয়। এটির বিরুদ্ধে অভিযোগ থাকলেও ইসরায়েলের সরকারের নীতিতে এ নিয়ে কিছু করার নেই। আমি মনে করি না যে পৃথিবীতে এমন অন্য কোনো দেশ আছে, যেখানে সাইবার যুদ্ধ নিয়ে ইসায়েলের চেয়ে কঠোর নিয়ম রয়েছে। আমরা তা চালিয়ে যাব।' 

গত জুলাইতে বিশ্বের ১৭টি প্রথম সারির মিডিয়ার যৌথ অনুসন্ধানে পেগাসাস স্পাইওয়্যারের গোপন নজরদারির বিষয়টি প্রথম উঠে আসে। বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, অধিকারকর্মী এবং আরও অনেকের ওপর গোপন নজরদারি করা হয় এই সফটওয়্যার দিয়ে। 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের লাইসেন্স নিয়েই এনএসও বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি করে। গোপন নজরদারির বিষয়টি সামনে আসার পর ইসরায়েল জানায়, তারা বিষয়টি নিয়ে তদন্ত করবে। 

এ পর্যন্ত এনএসওর তদন্ত নিয়ে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। 

কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলোর কাছে গোপন নজরদারি সফটওয়্যার বিক্রির অভিযোগ রয়েছে এনএসওর বিরুদ্ধে। এনএসও বলছে, এটি শুধু আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থার কাছে তার পণ্য বিক্রি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত