এক্সের (সাবেক টুইটার) মতো থ্রেডস প্ল্যাটফর্মেও এখন পছন্দের পোস্ট সেভ করা যাবে। ব্যবহারকারীদের পোস্ট সেভ করার সুবিধা দিতে প্ল্যাটফর্মটিতে বুকমার্ক ফিচার যুক্ত করা হলো।
বুক মার্ক ফিচারের মাধ্যমে বিভিন্ন লিংক ও পোস্টের একটি তালিকা তৈরি করা যায়। তাই প্রয়োজনের সময় দ্রুত তথ্যগুলো খুঁজে পাওয়া যাবে। অনেক বড় প্রতিবেদন পড়ার জন্য সময় না থাকলে এই ফিচারের মাধ্যমে প্রতিবেদনটি সেভ করে রাখা যাবে ও পরবর্তীতে পড়া যাবে।
এক্সের ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ফিচার হলো বুকমার্ক ফিচার। বিশেষ করে যারা খবর পড়তে বেশি পছন্দ করেন তারা এই ফিচার ব্যবহার করে বিভিন্ন তথ্য সেভ করে রাখে। আবার এক্সের প্রিমিয়াম সাবস্কাইবাররা সেভ করা বুকমার্কগুলো বিভিন্ন ফোল্ডারে গুছিয়েও রাখতে পারে।
এক্সে ফিচারটি প্রতিটি পোস্টের নিচে দেখা যায়। ফলে পোস্টগুলো সহজেই খুঁজে পাওয়া যায়। তবে থ্রেডসে ফিচারটি কিছুটা লুকানো থাকে। অ্যাপটির তিন ডট মেনু থেকে সেভ অপশনটি খুঁজে বের করতে হবে।
বুকমার্কটি পরে খুঁজে পেতে অ্যাপটির সেটিংসে যেতে হবে। তাই থ্রেডস এই ফিচার নিয়ে আসার ঘোষণা দেওয়ার পর কিছু ব্যবহারকারী এর সমালোচনা করেন। কারণ তারা ফিচারটি সহজে খুঁজে পাচ্ছিলেন না। এছাড়া ফিচারটি ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে ছাড়া হচ্ছে। আর তাছাড়া প্রতি মাসে ১৩ কোটি ব্যবহারকারী থ্রেডস ব্যবহার করে।
বুকমার্কের ফিচার ছাড়াও আরও নতুন কয়েকটি ফিচার নিয়ে আসা হবে। আরেক ব্যবহারকারী বলেন, তিনি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে থ্রেডস ও ফেসবুকের নোটিফিকেশন দেখতে পাচ্ছেন।
গত বছর থ্রেডস প্ল্যাটফর্ম উন্মোচনের পর এক্স ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন ফিচার যুক্ত করছে মেটা। তবে প্ল্যাটফর্মটিতে ডাইরেক্ট মেসেজ, অ্যাডভান্সড সার্চ ফিল্টার ও তালিকার তৈরির মতো বিভিন্ন জনপ্রিয় ফিচারের ঘাটতি রয়েছে।
এক্সের (সাবেক টুইটার) মতো থ্রেডস প্ল্যাটফর্মেও এখন পছন্দের পোস্ট সেভ করা যাবে। ব্যবহারকারীদের পোস্ট সেভ করার সুবিধা দিতে প্ল্যাটফর্মটিতে বুকমার্ক ফিচার যুক্ত করা হলো।
বুক মার্ক ফিচারের মাধ্যমে বিভিন্ন লিংক ও পোস্টের একটি তালিকা তৈরি করা যায়। তাই প্রয়োজনের সময় দ্রুত তথ্যগুলো খুঁজে পাওয়া যাবে। অনেক বড় প্রতিবেদন পড়ার জন্য সময় না থাকলে এই ফিচারের মাধ্যমে প্রতিবেদনটি সেভ করে রাখা যাবে ও পরবর্তীতে পড়া যাবে।
এক্সের ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ফিচার হলো বুকমার্ক ফিচার। বিশেষ করে যারা খবর পড়তে বেশি পছন্দ করেন তারা এই ফিচার ব্যবহার করে বিভিন্ন তথ্য সেভ করে রাখে। আবার এক্সের প্রিমিয়াম সাবস্কাইবাররা সেভ করা বুকমার্কগুলো বিভিন্ন ফোল্ডারে গুছিয়েও রাখতে পারে।
এক্সে ফিচারটি প্রতিটি পোস্টের নিচে দেখা যায়। ফলে পোস্টগুলো সহজেই খুঁজে পাওয়া যায়। তবে থ্রেডসে ফিচারটি কিছুটা লুকানো থাকে। অ্যাপটির তিন ডট মেনু থেকে সেভ অপশনটি খুঁজে বের করতে হবে।
বুকমার্কটি পরে খুঁজে পেতে অ্যাপটির সেটিংসে যেতে হবে। তাই থ্রেডস এই ফিচার নিয়ে আসার ঘোষণা দেওয়ার পর কিছু ব্যবহারকারী এর সমালোচনা করেন। কারণ তারা ফিচারটি সহজে খুঁজে পাচ্ছিলেন না। এছাড়া ফিচারটি ধীরে ধীরে ব্যবহারকারীদের কাছে ছাড়া হচ্ছে। আর তাছাড়া প্রতি মাসে ১৩ কোটি ব্যবহারকারী থ্রেডস ব্যবহার করে।
বুকমার্কের ফিচার ছাড়াও আরও নতুন কয়েকটি ফিচার নিয়ে আসা হবে। আরেক ব্যবহারকারী বলেন, তিনি ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে থ্রেডস ও ফেসবুকের নোটিফিকেশন দেখতে পাচ্ছেন।
গত বছর থ্রেডস প্ল্যাটফর্ম উন্মোচনের পর এক্স ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন ফিচার যুক্ত করছে মেটা। তবে প্ল্যাটফর্মটিতে ডাইরেক্ট মেসেজ, অ্যাডভান্সড সার্চ ফিল্টার ও তালিকার তৈরির মতো বিভিন্ন জনপ্রিয় ফিচারের ঘাটতি রয়েছে।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১৪ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
২১ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১ দিন আগে