Ajker Patrika

ভোট দিয়ে ফেঁসে গেলেন মাস্ক, অধিকাংশ ব্যবহারকারী তাঁর পদত্যাগ চান

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২২: ১২
ভোট দিয়ে ফেঁসে গেলেন মাস্ক, অধিকাংশ ব্যবহারকারী তাঁর পদত্যাগ চান

টুইটার অধিগ্রহণের পর থেকেই নিয়মিত নানা বিতর্কের জন্ম দিয়ে আসছেন ইলন মাস্ক। কর্মী ছাঁটাই, টুইটারের ব্লু টিকে সাবস্ক্রিপশন পরিষেবা চালু করার পাশাপাশি টুইটারের নীতিতে পরিবর্তন এনে ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেক তারকা ছেড়েছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম। সম্প্রতি নিজের সমালোচক সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করার পর বিশ্বের বিভিন্ন অংশের সরকারি কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিক সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছেন মাস্ক।

এ পরিস্থিতিতে এই মাইক্রো ব্লগিং সাইটটি মাস্কের হাতে আর নিরাপদ নয় বলেও মনে করছেন অনেকে। এত নেতিবাচক ভাবমূর্তির কারণে বিজ্ঞাপন দাতারাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। জটিলতা আঁচ করতে পেরে গত ১৯ ডিসেম্বর টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে তাঁর থাকা উচিত কি না তা জানতে চেয়ে টুইটারে ভোট চালু করেন ইলন মাস্ক। পোল পোস্টে তিনি বলেন, ‘আমি কি প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াব? ভোটের ফলাফল যেটাই হোক, আমি তা মেনে নেব।’ 

জরিপে অংশ নেওয়া ৫৭ দশমিক ৫ শতাংশ ব্যক্তিই ইলন মাস্ককে সিইও পদে চান না বলে মত দেন। টুইটারে ইলন মাস্কের অনুসারীর সংখ্যা প্রায় ১২ কোটি ২০ লাখ। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ অনুসারী এই জরিপে অংশ নেয়। যার প্রায় ১ কোটি অনুসারীই মাস্ককে আর টুইটারের প্রধান নির্বাহী হিসেবে চান না। 

তবে মাস্ক ভোটের ফলাফল নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। এমনকি তিনি গতকাল সোমবার বেশ কিছু সময় ধরে কোনো টুইটই করেননি। 

মাস্ক এখনো কিছু না জানালেও টুইটারের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব শিগগিরই অন্য কারও ওপর ছেড়ে দিতে টেসলার বিনিয়োগকারীদের থেকে যে শিগগিরই চাপ আসবে—তা অনুমান করাই যায়। এরই মধ্যে এ পদে সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত