এম ৩ সিরিজের প্রসেসরসহ ম্যাকবুক প্রোর নতুন মডেল নিয়ে এল অ্যাপল। ল্যাপটপগুলোতে নতুন এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেসহ ল্যাপটপগুলো ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাবে বলে কোম্পানি দাবি করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গেজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ‘স্ক্যারি ফাস্ট’ নামের ইভেন্টে নতুন ম্যাকবুক প্রো মডেলসহ এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপের উন্মোচন করে অ্যাপল।
ম্যাকবুক প্রো (২০২৩) এর স্পেসিফিকেশন ও ফিচার
ম্যাকবুক প্রো (২০২৩) মডেলের ল্যাপটপগুলোতে এম৩ সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। এই এম ৩ সিরিজে মধ্যে রয়েছে–এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ। নতুন চিপগুলোতে টিএসএমসি এর ৩ এনএম প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১৬ সিপিউ কোরস, ৪০ জিপিউ কোরস ও ১৬ নিউরাল ইঞ্জিন কোর রয়েছে। এম ৩ ম্যাক্স চিপযুক্ত ল্যাপটপে ১২৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এম ৩, এম ৩ প্রো চিপযুক্ত মডেলগুলোতে যথাক্রমে ২৪ জিবি ও ৩৬ জিবি র্যাম রয়েছে। ল্যাপটপগুলোতে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা যাবে।
অ্যাপল দাবি করছে, এম ৩ চিপগুলো আগের এম ১ প্রো প্রসেসরের তুলনায় ৪০ গুণ এবং ইন্টেলের কোরআই৭ চালিত ম্যাকবুক প্রোর তুলনায় ১১ গুণ দ্রুত কাজ করবে।
ম্যাকবুক প্রো মডেলগুলো ১৪ ও ১৬ ইঞ্চির দুই ধরনের ডিসপ্লেতে পাওয়া যাবে। ডিসপ্লেগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ পাওয়া যাবে ও ব্রাইটনেস থাকবে ১৬০০ নিটস (এইচডিআর কনটেন্টে) ও ৬০০ নিটস (এসডিআর কনটেন্টে)। ল্যাপটপগুলোর কিবোর্ডে বায়োমেট্রিক অথেনটিক্যাশনের জন্য টাচ আইডির সমর্থনও রয়েছে।
এম ৩ চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক ল্যাপটপ একবার চার্জ দিলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও এম ৩ প্রো ও এম ৩ চিপসহ মডেলগুলো ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। এদিকে এম ৩ প্রো ও এম ৩ ম্যাক্স চিপযুক্ত ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
দাম ও রং
১৪ ইঞ্চির এম ৩ চিপসহ ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি এবং এম ৩ প্রো চিপসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। অপরদিকে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ২ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি। ২৭টি দেশে প্রি–অর্ডারে নতুন মডেলগুলো পাওয়া যাবে। ৭ নভেম্বর থেকে মডেলগুলো অ্যাপলের ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরে কেনা যাবে।
সিলভার (রুপালি) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে এই তিনটি মডেল পাওয়া যাবে।
এম ৩ সিরিজের প্রসেসরসহ ম্যাকবুক প্রোর নতুন মডেল নিয়ে এল অ্যাপল। ল্যাপটপগুলোতে নতুন এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেসহ ল্যাপটপগুলো ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাবে বলে কোম্পানি দাবি করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গেজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ‘স্ক্যারি ফাস্ট’ নামের ইভেন্টে নতুন ম্যাকবুক প্রো মডেলসহ এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপের উন্মোচন করে অ্যাপল।
ম্যাকবুক প্রো (২০২৩) এর স্পেসিফিকেশন ও ফিচার
ম্যাকবুক প্রো (২০২৩) মডেলের ল্যাপটপগুলোতে এম৩ সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। এই এম ৩ সিরিজে মধ্যে রয়েছে–এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ। নতুন চিপগুলোতে টিএসএমসি এর ৩ এনএম প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১৬ সিপিউ কোরস, ৪০ জিপিউ কোরস ও ১৬ নিউরাল ইঞ্জিন কোর রয়েছে। এম ৩ ম্যাক্স চিপযুক্ত ল্যাপটপে ১২৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এম ৩, এম ৩ প্রো চিপযুক্ত মডেলগুলোতে যথাক্রমে ২৪ জিবি ও ৩৬ জিবি র্যাম রয়েছে। ল্যাপটপগুলোতে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা যাবে।
অ্যাপল দাবি করছে, এম ৩ চিপগুলো আগের এম ১ প্রো প্রসেসরের তুলনায় ৪০ গুণ এবং ইন্টেলের কোরআই৭ চালিত ম্যাকবুক প্রোর তুলনায় ১১ গুণ দ্রুত কাজ করবে।
ম্যাকবুক প্রো মডেলগুলো ১৪ ও ১৬ ইঞ্চির দুই ধরনের ডিসপ্লেতে পাওয়া যাবে। ডিসপ্লেগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ পাওয়া যাবে ও ব্রাইটনেস থাকবে ১৬০০ নিটস (এইচডিআর কনটেন্টে) ও ৬০০ নিটস (এসডিআর কনটেন্টে)। ল্যাপটপগুলোর কিবোর্ডে বায়োমেট্রিক অথেনটিক্যাশনের জন্য টাচ আইডির সমর্থনও রয়েছে।
এম ৩ চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক ল্যাপটপ একবার চার্জ দিলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও এম ৩ প্রো ও এম ৩ চিপসহ মডেলগুলো ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। এদিকে এম ৩ প্রো ও এম ৩ ম্যাক্স চিপযুক্ত ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
দাম ও রং
১৪ ইঞ্চির এম ৩ চিপসহ ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি এবং এম ৩ প্রো চিপসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। অপরদিকে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ২ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি। ২৭টি দেশে প্রি–অর্ডারে নতুন মডেলগুলো পাওয়া যাবে। ৭ নভেম্বর থেকে মডেলগুলো অ্যাপলের ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরে কেনা যাবে।
সিলভার (রুপালি) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে এই তিনটি মডেল পাওয়া যাবে।
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
৮ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৩ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৪ ঘণ্টা আগে