এম ৩ সিরিজের প্রসেসরসহ ম্যাকবুক প্রোর নতুন মডেল নিয়ে এল অ্যাপল। ল্যাপটপগুলোতে নতুন এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেসহ ল্যাপটপগুলো ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাবে বলে কোম্পানি দাবি করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গেজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ‘স্ক্যারি ফাস্ট’ নামের ইভেন্টে নতুন ম্যাকবুক প্রো মডেলসহ এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপের উন্মোচন করে অ্যাপল।
ম্যাকবুক প্রো (২০২৩) এর স্পেসিফিকেশন ও ফিচার
ম্যাকবুক প্রো (২০২৩) মডেলের ল্যাপটপগুলোতে এম৩ সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। এই এম ৩ সিরিজে মধ্যে রয়েছে–এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ। নতুন চিপগুলোতে টিএসএমসি এর ৩ এনএম প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১৬ সিপিউ কোরস, ৪০ জিপিউ কোরস ও ১৬ নিউরাল ইঞ্জিন কোর রয়েছে। এম ৩ ম্যাক্স চিপযুক্ত ল্যাপটপে ১২৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এম ৩, এম ৩ প্রো চিপযুক্ত মডেলগুলোতে যথাক্রমে ২৪ জিবি ও ৩৬ জিবি র্যাম রয়েছে। ল্যাপটপগুলোতে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা যাবে।
অ্যাপল দাবি করছে, এম ৩ চিপগুলো আগের এম ১ প্রো প্রসেসরের তুলনায় ৪০ গুণ এবং ইন্টেলের কোরআই৭ চালিত ম্যাকবুক প্রোর তুলনায় ১১ গুণ দ্রুত কাজ করবে।
ম্যাকবুক প্রো মডেলগুলো ১৪ ও ১৬ ইঞ্চির দুই ধরনের ডিসপ্লেতে পাওয়া যাবে। ডিসপ্লেগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ পাওয়া যাবে ও ব্রাইটনেস থাকবে ১৬০০ নিটস (এইচডিআর কনটেন্টে) ও ৬০০ নিটস (এসডিআর কনটেন্টে)। ল্যাপটপগুলোর কিবোর্ডে বায়োমেট্রিক অথেনটিক্যাশনের জন্য টাচ আইডির সমর্থনও রয়েছে।
এম ৩ চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক ল্যাপটপ একবার চার্জ দিলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও এম ৩ প্রো ও এম ৩ চিপসহ মডেলগুলো ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। এদিকে এম ৩ প্রো ও এম ৩ ম্যাক্স চিপযুক্ত ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
দাম ও রং
১৪ ইঞ্চির এম ৩ চিপসহ ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি এবং এম ৩ প্রো চিপসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। অপরদিকে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ২ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি। ২৭টি দেশে প্রি–অর্ডারে নতুন মডেলগুলো পাওয়া যাবে। ৭ নভেম্বর থেকে মডেলগুলো অ্যাপলের ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরে কেনা যাবে।
সিলভার (রুপালি) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে এই তিনটি মডেল পাওয়া যাবে।
এম ৩ সিরিজের প্রসেসরসহ ম্যাকবুক প্রোর নতুন মডেল নিয়ে এল অ্যাপল। ল্যাপটপগুলোতে নতুন এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেসহ ল্যাপটপগুলো ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাবে বলে কোম্পানি দাবি করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গেজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ‘স্ক্যারি ফাস্ট’ নামের ইভেন্টে নতুন ম্যাকবুক প্রো মডেলসহ এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপের উন্মোচন করে অ্যাপল।
ম্যাকবুক প্রো (২০২৩) এর স্পেসিফিকেশন ও ফিচার
ম্যাকবুক প্রো (২০২৩) মডেলের ল্যাপটপগুলোতে এম৩ সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। এই এম ৩ সিরিজে মধ্যে রয়েছে–এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ। নতুন চিপগুলোতে টিএসএমসি এর ৩ এনএম প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১৬ সিপিউ কোরস, ৪০ জিপিউ কোরস ও ১৬ নিউরাল ইঞ্জিন কোর রয়েছে। এম ৩ ম্যাক্স চিপযুক্ত ল্যাপটপে ১২৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এম ৩, এম ৩ প্রো চিপযুক্ত মডেলগুলোতে যথাক্রমে ২৪ জিবি ও ৩৬ জিবি র্যাম রয়েছে। ল্যাপটপগুলোতে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা যাবে।
অ্যাপল দাবি করছে, এম ৩ চিপগুলো আগের এম ১ প্রো প্রসেসরের তুলনায় ৪০ গুণ এবং ইন্টেলের কোরআই৭ চালিত ম্যাকবুক প্রোর তুলনায় ১১ গুণ দ্রুত কাজ করবে।
ম্যাকবুক প্রো মডেলগুলো ১৪ ও ১৬ ইঞ্চির দুই ধরনের ডিসপ্লেতে পাওয়া যাবে। ডিসপ্লেগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ পাওয়া যাবে ও ব্রাইটনেস থাকবে ১৬০০ নিটস (এইচডিআর কনটেন্টে) ও ৬০০ নিটস (এসডিআর কনটেন্টে)। ল্যাপটপগুলোর কিবোর্ডে বায়োমেট্রিক অথেনটিক্যাশনের জন্য টাচ আইডির সমর্থনও রয়েছে।
এম ৩ চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক ল্যাপটপ একবার চার্জ দিলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও এম ৩ প্রো ও এম ৩ চিপসহ মডেলগুলো ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। এদিকে এম ৩ প্রো ও এম ৩ ম্যাক্স চিপযুক্ত ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
দাম ও রং
১৪ ইঞ্চির এম ৩ চিপসহ ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি এবং এম ৩ প্রো চিপসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। অপরদিকে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ২ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি। ২৭টি দেশে প্রি–অর্ডারে নতুন মডেলগুলো পাওয়া যাবে। ৭ নভেম্বর থেকে মডেলগুলো অ্যাপলের ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরে কেনা যাবে।
সিলভার (রুপালি) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে এই তিনটি মডেল পাওয়া যাবে।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৩ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৭ ঘণ্টা আগে