Ajker Patrika

অ্যাপলের ম্যাকবুক প্রোর নতুন মডেলে এম ৩ প্রসেসরসহ আরও যা আছে

অ্যাপলের ম্যাকবুক প্রোর নতুন মডেলে এম ৩ প্রসেসরসহ আরও যা আছে

এম ৩ সিরিজের প্রসেসরসহ ম্যাকবুক প্রোর নতুন মডেল নিয়ে এল অ্যাপল। ল্যাপটপগুলোতে নতুন এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেসহ ল্যাপটপগুলো ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাবে বলে কোম্পানি দাবি করছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গেজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ‘স্ক্যারি ফাস্ট’ নামের ইভেন্টে নতুন ম্যাকবুক প্রো মডেলসহ এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপের উন্মোচন করে অ্যাপল।

ম্যাকবুক প্রো (২০২৩) এর স্পেসিফিকেশন ও ফিচার

ম্যাকবুক প্রো (২০২৩) মডেলের ল্যাপটপগুলোতে এম৩ সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। এই এম ৩ সিরিজে মধ্যে রয়েছে–এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ। নতুন চিপগুলোতে টিএসএমসি এর ৩ এনএম প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১৬ সিপিউ কোরস, ৪০ জিপিউ কোরস ও ১৬ নিউরাল ইঞ্জিন কোর রয়েছে। এম ৩ ম্যাক্স চিপযুক্ত ল্যাপটপে ১২৮ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যাবে। এম ৩, এম ৩ প্রো চিপযুক্ত মডেলগুলোতে যথাক্রমে ২৪ জিবি ও ৩৬ জিবি র‍্যাম রয়েছে। ল্যাপটপগুলোতে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা যাবে। 

অ্যাপল দাবি করছে, এম ৩ চিপগুলো আগের এম ১ প্রো প্রসেসরের তুলনায় ৪০ গুণ এবং ইন্টেলের কোরআই৭ চালিত ম্যাকবুক প্রোর তুলনায় ১১ গুণ দ্রুত কাজ করবে।

ম্যাকবুক প্রো মডেলগুলো ১৪ ও ১৬ ইঞ্চির দুই ধরনের ডিসপ্লেতে পাওয়া যাবে। ডিসপ্লেগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ পাওয়া যাবে ও ব্রাইটনেস থাকবে ১৬০০ নিটস (এইচডিআর কনটেন্টে) ও ৬০০ নিটস (এসডিআর কনটেন্টে)। ল্যাপটপগুলোর কিবোর্ডে বায়োমেট্রিক অথেনটিক্যাশনের জন্য টাচ আইডির সমর্থনও রয়েছে।

এম ৩ চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক ল্যাপটপ একবার চার্জ দিলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও এম ৩ প্রো ও এম ৩ চিপসহ মডেলগুলো ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। এদিকে এম ৩ প্রো ও এম ৩ ম্যাক্স চিপযুক্ত ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

দাম ও রং

১৪ ইঞ্চির এম ৩ চিপসহ ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি এবং এম ৩ প্রো চিপসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। অপরদিকে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ২ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি। ২৭টি দেশে প্রি–অর্ডারে নতুন মডেলগুলো পাওয়া যাবে। ৭ নভেম্বর থেকে মডেলগুলো অ্যাপলের ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরে  কেনা যাবে।

সিলভার (রুপালি) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে এই তিনটি মডেল পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত