অনলাইন ডেস্ক
অ্যাপল তাদের ডিজিটাল সহকারী ‘সিরি’তে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বাদ দিয়ে ওপেনএআই বা অ্যানথ্রপিকের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহারের কথা ভাবছে। গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ইতিমধ্যে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের মডেলগুলোর এমন সংস্করণ তৈরি করার কথা বলেছে, যা অ্যাপলের ক্লাউড অবকাঠামোয় পরীক্ষামূলকভাবে চালানো যায়। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এখনো আলোচনাগুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অ্যাপল এ নিয়ে অভ্যন্তরীণভাবে বিভিন্ন সম্ভাবনা পর্যালোচনা করছে।
তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যানথ্রপিক ও ওপেনএআই।
গত মার্চে অ্যাপল জানিয়েছিল, সিরিতে এআইভিত্তিক উন্নত ফিচার ২০২৬ সালের আগে আসছে না। তবে কেন দেরি হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। মার্চেই ব্লুমবার্গ আরও জানায়, এআই খাতে পিছিয়ে পড়ার কারণে অ্যাপল তাদের অভ্যন্তরীণ নেতৃত্বেও বড় রদবদল আনে। সিরি উন্নয়নের দায়িত্ব দেওয়া হয় মাইক রকওয়েলকে। কারণ অ্যাপল সিইও টিম কুক এআই প্রধান জন জিয়ানান্দ্রিয়ার ওপর আস্থা হারিয়েছিলেন।
এর আগে জুনে অ্যাপলের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংক্রান্ত অগ্রগতির তথ্য অতিরঞ্জিতভাবে উপস্থাপনের অভিযোগে মামলা করেছে বিনিয়োগকারীরা। এই ক্লাস অ্যাকশন মামলায় বলা হয়, আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিতে অ্যাডভান্সড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংক্রান্ত অগ্রগতির ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এর ফলে আইফোনের বিক্রি কমে গেছে এবং শেয়ারমূল্যে বড় ধরনের পতন হয়েছে।
এ মাসের শুরুতে অনুষ্ঠিত অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) তেমন বড় কোনো এআই উদ্ভাবনের ঘোষণা না দিয়ে বরং ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলার ছোট ছোট ফিচারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন: ফোন কলে লাইভ ট্রান্সলেশন।
কনফারেন্সে অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেডারিগি বলেন, অ্যাপল তার নিজস্ব ভিত্তিমূলক এআই মডেল থার্ড-পার্টি ডেভেলপারদের জন্য উন্মুক্ত করবে। একই সঙ্গে অ্যাপলের মূল ডেভেলপার সফটওয়্যারে তারা তাদের নিজস্ব ও ওপেনএআইয়ের কোড কমপ্লিশন টুলসও যুক্ত করবে।
অ্যাপল তাদের ডিজিটাল সহকারী ‘সিরি’তে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বাদ দিয়ে ওপেনএআই বা অ্যানথ্রপিকের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহারের কথা ভাবছে। গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ইতিমধ্যে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে আলোচনা করেছে এবং তাদের মডেলগুলোর এমন সংস্করণ তৈরি করার কথা বলেছে, যা অ্যাপলের ক্লাউড অবকাঠামোয় পরীক্ষামূলকভাবে চালানো যায়। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এখনো আলোচনাগুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অ্যাপল এ নিয়ে অভ্যন্তরীণভাবে বিভিন্ন সম্ভাবনা পর্যালোচনা করছে।
তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যানথ্রপিক ও ওপেনএআই।
গত মার্চে অ্যাপল জানিয়েছিল, সিরিতে এআইভিত্তিক উন্নত ফিচার ২০২৬ সালের আগে আসছে না। তবে কেন দেরি হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। মার্চেই ব্লুমবার্গ আরও জানায়, এআই খাতে পিছিয়ে পড়ার কারণে অ্যাপল তাদের অভ্যন্তরীণ নেতৃত্বেও বড় রদবদল আনে। সিরি উন্নয়নের দায়িত্ব দেওয়া হয় মাইক রকওয়েলকে। কারণ অ্যাপল সিইও টিম কুক এআই প্রধান জন জিয়ানান্দ্রিয়ার ওপর আস্থা হারিয়েছিলেন।
এর আগে জুনে অ্যাপলের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংক্রান্ত অগ্রগতির তথ্য অতিরঞ্জিতভাবে উপস্থাপনের অভিযোগে মামলা করেছে বিনিয়োগকারীরা। এই ক্লাস অ্যাকশন মামলায় বলা হয়, আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিতে অ্যাডভান্সড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংক্রান্ত অগ্রগতির ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এর ফলে আইফোনের বিক্রি কমে গেছে এবং শেয়ারমূল্যে বড় ধরনের পতন হয়েছে।
এ মাসের শুরুতে অনুষ্ঠিত অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) তেমন বড় কোনো এআই উদ্ভাবনের ঘোষণা না দিয়ে বরং ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলার ছোট ছোট ফিচারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন: ফোন কলে লাইভ ট্রান্সলেশন।
কনফারেন্সে অ্যাপলের সফটওয়্যার প্রধান ক্রেইগ ফেডারিগি বলেন, অ্যাপল তার নিজস্ব ভিত্তিমূলক এআই মডেল থার্ড-পার্টি ডেভেলপারদের জন্য উন্মুক্ত করবে। একই সঙ্গে অ্যাপলের মূল ডেভেলপার সফটওয়্যারে তারা তাদের নিজস্ব ও ওপেনএআইয়ের কোড কমপ্লিশন টুলসও যুক্ত করবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে