Ajker Patrika

২ মিনিটের গুগল মিটের কলে ২০০ কর্মী ছাঁটাই

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২১: ২০
২ মিনিটের গুগল মিটের কলে ২০০ কর্মী ছাঁটাই

বছরের শুরুতেই বড়সংখ্যক কর্মী ছাঁটাই করল যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি ফ্রন্টডেস্ক। গত মঙ্গলবার গুগল মিটের মাধ্যমে ২ মিনিটের ভার্চ্যুয়াল কলে ২০০ কর্মীকে ছাঁটাই করে কোম্পানিটি। ছাঁটাই হওয়া এসব কর্মীর মধ্যে পূর্ণকালীন, খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক—সব ধরনের কর্মী ছিলেন। তাঁরা ভার্চুয়াল কলে যুক্ত ছিলেন।

প্রযুক্তিবিষয়ক অনলাইন নিউজপোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুসারে, ওই ভার্চ্যুয়াল কলে ‘কোম্পানির আর্থিক দুর্দশার’ কথা তুলে ধরেন ফ্রন্টডেস্কের সিইও জেসসে ডেপিন্টো। দেউলিয়া ঘোষণার বিকল্প হিসেবে কোম্পানিকে রাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

বিভিন্ন সূত্র অনুসারে, নতুন প্রতিষ্ঠানটি বাজারদরে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ইজারা নেয় এবং তা মেরামত করে স্বল্প সময়ের জন্য ভাড়া দেয়। বিশ্বজুড়ে ৩০টির বেশি দেশে সক্রিয় প্রতিষ্ঠানটি। মূলধন থেকেই আগাম ব্য়য় বেড়ে যাওয়া এবং চাহিদা ও বাজারদরের তারতম্যের কারণে টিকে থাকতে হিমশিম খাচ্ছে কোম্পানিটি। 

প্রতিষ্ঠানটি জেটব্লু ভেনচার্স ও ভেরিটাস ইনভেস্টমেন্টসের কাছ থেকে ২ কোটি ৬০ লাখ পর্যন্ত বিনিয়োগ পেয়েছিল। ফ্ল্যাট ইজারা থেকে সরে পুরো ভবন ব্যবস্থাপনার পরিকল্পনা করছিল কোম্পানিটি। কিন্তু ওই পরিকল্পনা নিয়ে বিনিয়োগকারীরা সন্তুষ্ট ছিল না এবং সেটা সফলও হয়নি। পরে আরও বিনিয়োগ টানার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। 

২০১৭ সালে ফ্রন্টডেস্ক কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় এক হাজার অ্যাপার্টমেন্ট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের উইসকনসিনভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান জেনসিটি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার মাত্র সাত মাস পরই কর্মী ছাঁটাইয়ের এ পদক্ষেপ নেয় ফ্রন্টডেস্ক। ভাড়া পরিশোধ নিয়ে সংকটের কারণে কোম্পানিটি আর্থিক দুর্দশার মুখে পড়ে। এ ছাড়া ভুল-বোঝাবুঝির কারণে ভূমিমালিকদের সঙ্গে কোম্পানিটির বিরোধ তৈরি হয়। 

এসব সংকট দূর করার জন্য কোম্পানিটি এ বিশালসংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ পদক্ষেপের কারণে কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। 

ফ্রন্টডেস্কের এ সিদ্ধান্তের কারণে স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার খাতের কোম্পানিগুলোর টেকসই হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ, তীব্র প্রতিযোগিতার মুখে বাজারের গতি পরিবর্তন হলে এ ধরনের ব্যবসাকৌশল যে হুমকির মুখে পড়তে পারে, তা এ ঘটনায় উঠে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত