অনলাইন ডেস্ক
বিমানযাত্রীদের জন্য বিনা মূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সেবা চালু হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি।
এই উদ্যোগে স্পনসর করছে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে তারা এই হাই-স্পিড ইন্টারনেট সেবা দেবে।
তবে এই সুবিধা গ্রহণ করতে হলে যাত্রীদের এয়ারলাইনসটির ‘এঅ্যাডভানটেজ লয়্যালিটি’ প্রোগ্রামের সদস্য হতে হবে। সদস্য হওয়ার পর নিজস্ব অ্যাকাউন্টে লগইন করলেই মিলবে ফ্রি ইন্টারনেট। এই প্রোগ্রামের মাধ্যমে যাত্রীরা আমেরিকান এয়ারলাইনসে ভ্রমণের জন্য লয়্যালটি পয়েন্ট সংগ্রহ করতে পারেন।
বর্তমানে আমেরিকান এয়ারলাইনসের বেশির ভাগ রুটেই ওয়াই-ফাই সেবা পাওয়া যায়, যার মূল্য শুরু হয় ৯ ডলার থেকে।
এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনসের চিফ কাস্টমার অফিসার হিদার গারবডেন বলেন, ‘আমাদের যাত্রীরা আকাশে ভ্রমণের সময় সংযুক্ত থাকাকে গুরুত্ব দেন—বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, কাজের অগ্রগতি আনা, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখা কিংবা পছন্দের সাবস্ক্রিপশন সার্ভিসগুলো স্ট্রিম করার মতো বিষয়গুলো তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।
এয়ারলাইনসটি জানিয়েছে, তাদের ৯০ শতাংশ বিমানে ইতিমধ্যে ‘ভিয়াস্যাট’ এবং ‘ইন্টেলস্যাট’-এর স্যাটেলাইটভিত্তিক হাই-স্পিড কানেকটিভিটি যুক্ত রয়েছে। ২০২৫ সালের মধ্যে আরও পাঁচ শতাধিক আঞ্চলিক এয়ারক্রাফটে এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে কোনো না কোনোভাবে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেশির ভাগ বড় এয়ারলাইনস। এই সেবা সম্ভব হচ্ছে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে। চলতি বছরের শুরুতে ইউনাইটেড এয়ারলাইনস তাদের ফ্লাইটে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করেছে। হাওয়াইয়ান এয়ারলাইনস ও ডেলটা ২০২২ সালেই স্পেসএক্সের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছিল। তবে শেষ পর্যন্ত ডেলটা ‘ভিয়াস্যাট’ প্রযুক্তিকে বেছে নেয় এবং তাদেরও ওয়াই-ফাই সেবা স্পনসর করে টি-মোবাইল।
অ্যাভিয়েশন বিশ্লেষকদের মতে, বিনা মূল্যে ওয়াই-ফাই এখন এয়ারলাইনস খাতের নতুন প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে। যাত্রীসেবার মান বৃদ্ধির অংশ হিসেবেই প্রতিটি সংস্থা এ ধরনের সুবিধা চালু করছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইনসগুলোর একটি আমেরিকান এয়ারলাইনস। বিশেষ করে অ্যাপলপ্রেমীদের কাছে এটি বেশ প্রিয়। কারণ প্রতিষ্ঠানটি বিনা মূল্যে অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভি প্লাস ব্যবহারের সুবিধা দেয়। তবে প্রতিযোগী অনেক এয়ারলাইনস বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা দিলেও আমেরিকান এয়ারলাইনস এত দিন পর্যন্ত এর জন্য আলাদা ফি নিয়ে এসেছে। অবশেষে সেই ধারা বদলাতে যাচ্ছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট
বিমানযাত্রীদের জন্য বিনা মূল্যে ইনফ্লাইট ওয়াই-ফাই সুবিধা চালু করতে যাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সেবা চালু হবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি।
এই উদ্যোগে স্পনসর করছে টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি। আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, বছরে ২০ লাখের বেশি ফ্লাইটে তারা এই হাই-স্পিড ইন্টারনেট সেবা দেবে।
তবে এই সুবিধা গ্রহণ করতে হলে যাত্রীদের এয়ারলাইনসটির ‘এঅ্যাডভানটেজ লয়্যালিটি’ প্রোগ্রামের সদস্য হতে হবে। সদস্য হওয়ার পর নিজস্ব অ্যাকাউন্টে লগইন করলেই মিলবে ফ্রি ইন্টারনেট। এই প্রোগ্রামের মাধ্যমে যাত্রীরা আমেরিকান এয়ারলাইনসে ভ্রমণের জন্য লয়্যালটি পয়েন্ট সংগ্রহ করতে পারেন।
বর্তমানে আমেরিকান এয়ারলাইনসের বেশির ভাগ রুটেই ওয়াই-ফাই সেবা পাওয়া যায়, যার মূল্য শুরু হয় ৯ ডলার থেকে।
এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনসের চিফ কাস্টমার অফিসার হিদার গারবডেন বলেন, ‘আমাদের যাত্রীরা আকাশে ভ্রমণের সময় সংযুক্ত থাকাকে গুরুত্ব দেন—বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, কাজের অগ্রগতি আনা, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখা কিংবা পছন্দের সাবস্ক্রিপশন সার্ভিসগুলো স্ট্রিম করার মতো বিষয়গুলো তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।
এয়ারলাইনসটি জানিয়েছে, তাদের ৯০ শতাংশ বিমানে ইতিমধ্যে ‘ভিয়াস্যাট’ এবং ‘ইন্টেলস্যাট’-এর স্যাটেলাইটভিত্তিক হাই-স্পিড কানেকটিভিটি যুক্ত রয়েছে। ২০২৫ সালের মধ্যে আরও পাঁচ শতাধিক আঞ্চলিক এয়ারক্রাফটে এই প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে কোনো না কোনোভাবে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেশির ভাগ বড় এয়ারলাইনস। এই সেবা সম্ভব হচ্ছে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে। চলতি বছরের শুরুতে ইউনাইটেড এয়ারলাইনস তাদের ফ্লাইটে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করেছে। হাওয়াইয়ান এয়ারলাইনস ও ডেলটা ২০২২ সালেই স্পেসএক্সের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছিল। তবে শেষ পর্যন্ত ডেলটা ‘ভিয়াস্যাট’ প্রযুক্তিকে বেছে নেয় এবং তাদেরও ওয়াই-ফাই সেবা স্পনসর করে টি-মোবাইল।
অ্যাভিয়েশন বিশ্লেষকদের মতে, বিনা মূল্যে ওয়াই-ফাই এখন এয়ারলাইনস খাতের নতুন প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে। যাত্রীসেবার মান বৃদ্ধির অংশ হিসেবেই প্রতিটি সংস্থা এ ধরনের সুবিধা চালু করছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইনসগুলোর একটি আমেরিকান এয়ারলাইনস। বিশেষ করে অ্যাপলপ্রেমীদের কাছে এটি বেশ প্রিয়। কারণ প্রতিষ্ঠানটি বিনা মূল্যে অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভি প্লাস ব্যবহারের সুবিধা দেয়। তবে প্রতিযোগী অনেক এয়ারলাইনস বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা দিলেও আমেরিকান এয়ারলাইনস এত দিন পর্যন্ত এর জন্য আলাদা ফি নিয়ে এসেছে। অবশেষে সেই ধারা বদলাতে যাচ্ছে।
তথ্যসূত্র: এনগ্যাজেট
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৪ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে