গুগল ফটোজের ছবির অ্যালবাম তৈরি করে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। এসব অ্যালবামে অন্যরাও ছবি যুক্ত করতে পারে। আর অনুমতি দেওয়া থাকলে এসব অ্যালবাম থেকেও ছবিও ডিলিট করতে পারে অন্যরা। তাই শেয়ার করা অ্যালবামগুলোর নতুন কার্যক্রমগলো সহজে দেখার জন্য ‘আপডেট’ পেজ যুক্ত করছে গুগল ফটোজ। এই নতুন সেকশনে শেয়ারড অ্যালবামগুলোতে আপডেট এবং গুগল ফটোজের মধ্যে চলমান কথোপকথন সম্পর্কিত নোটিফিকেশন দেখতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ফিচারটি গুগল ফটোজের হোম পেজে সব ব্যবহারকারী দেখতে পারবে।
একটি সাপোর্ট পেজে গুগল কমিউনিটি ম্যানেজার বলছে, আপডেটস হলো গুগল ফটোস অ্যাপে একটি নতুন গন্তব্য, যা ব্যবহারকারীদের জন্য নতুন কার্যক্রমের খবর জানানোর বিষয়কে আরও সহজ করে তুলবে।
যখন অন্যরা ব্যবহারকারীদের সঙ্গে একটি অ্যালবাম শেয়ার করবে, শেয়ারড অ্যালবামে নতুন ছবি যোগ করবে, অথবা কথোপকথনের উত্তর দিবে তখন এই পেজে নোটিফিকেশন দেখানো হবে। এই পৃষ্ঠাটি কালানুক্রমিকভাবে সাজানো হবে এবং গুগল ফটোজ হোম স্ক্রিনে বেল আইকন হিসেবে দেখা যাবে।
আপডেট পেজে গুগল অ্যালবামের সর্বশেষ কার্যক্রমগুলো ‘টুডে’, ‘ইয়েসটার্ডে’, ‘দিস উইক’, ‘দিস মান্থ’, ‘দিস উইক’ ও ‘লাস্ট মান্থ’–এভাবে কালানুক্রমিক ভাবে উল্লেখ থাকবে।
নতুন ফিচারটি চালুর পর অ্যালবামগুলো কথোপকথন এবং অ্যাপটির অন্যান্য কার্যক্রমের সঙ্গে থাকবে। শেয়ার করা অ্যালবাম, কনভার্সেশনস, গ্রুপ কনভার্সেশন, পার্টনার শেয়ারিং, মেমোরি, স্টোরজের মতো বিষয়গুলোর কোনোটিতে আপডেট করা হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন।
গুগল আরও জানিয়েছে, শেয়ারড অ্যালবামগুলো এখন ‘কলেকশনস’ সেকশনে পাওয়া যাবে। কালেকশনস সেকশন কন্টেন্ট খুঁজে পাওয়া আরও সহজ করে তোলে। এটি মূলত এক জায়গায় সমস্ত অ্যালবামের একটি সংগ্রহ এবং এখানে প্রাইভেট অ্যালবামের পাশাপাশি অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা অ্যালবামগুলোও থাকবে। লাইব্রেরি সেকশনে পরিবর্তে কালেকশন ট্যাব গুগল ফটোজে যুক্ত করা হয় গত আগস্টে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
গুগল ফটোজের ছবির অ্যালবাম তৈরি করে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায়। এসব অ্যালবামে অন্যরাও ছবি যুক্ত করতে পারে। আর অনুমতি দেওয়া থাকলে এসব অ্যালবাম থেকেও ছবিও ডিলিট করতে পারে অন্যরা। তাই শেয়ার করা অ্যালবামগুলোর নতুন কার্যক্রমগলো সহজে দেখার জন্য ‘আপডেট’ পেজ যুক্ত করছে গুগল ফটোজ। এই নতুন সেকশনে শেয়ারড অ্যালবামগুলোতে আপডেট এবং গুগল ফটোজের মধ্যে চলমান কথোপকথন সম্পর্কিত নোটিফিকেশন দেখতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় সংস্করণের ডিভাইসের জন্য ফিচারটি চালু করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ফিচারটি গুগল ফটোজের হোম পেজে সব ব্যবহারকারী দেখতে পারবে।
একটি সাপোর্ট পেজে গুগল কমিউনিটি ম্যানেজার বলছে, আপডেটস হলো গুগল ফটোস অ্যাপে একটি নতুন গন্তব্য, যা ব্যবহারকারীদের জন্য নতুন কার্যক্রমের খবর জানানোর বিষয়কে আরও সহজ করে তুলবে।
যখন অন্যরা ব্যবহারকারীদের সঙ্গে একটি অ্যালবাম শেয়ার করবে, শেয়ারড অ্যালবামে নতুন ছবি যোগ করবে, অথবা কথোপকথনের উত্তর দিবে তখন এই পেজে নোটিফিকেশন দেখানো হবে। এই পৃষ্ঠাটি কালানুক্রমিকভাবে সাজানো হবে এবং গুগল ফটোজ হোম স্ক্রিনে বেল আইকন হিসেবে দেখা যাবে।
আপডেট পেজে গুগল অ্যালবামের সর্বশেষ কার্যক্রমগুলো ‘টুডে’, ‘ইয়েসটার্ডে’, ‘দিস উইক’, ‘দিস মান্থ’, ‘দিস উইক’ ও ‘লাস্ট মান্থ’–এভাবে কালানুক্রমিক ভাবে উল্লেখ থাকবে।
নতুন ফিচারটি চালুর পর অ্যালবামগুলো কথোপকথন এবং অ্যাপটির অন্যান্য কার্যক্রমের সঙ্গে থাকবে। শেয়ার করা অ্যালবাম, কনভার্সেশনস, গ্রুপ কনভার্সেশন, পার্টনার শেয়ারিং, মেমোরি, স্টোরজের মতো বিষয়গুলোর কোনোটিতে আপডেট করা হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন।
গুগল আরও জানিয়েছে, শেয়ারড অ্যালবামগুলো এখন ‘কলেকশনস’ সেকশনে পাওয়া যাবে। কালেকশনস সেকশন কন্টেন্ট খুঁজে পাওয়া আরও সহজ করে তোলে। এটি মূলত এক জায়গায় সমস্ত অ্যালবামের একটি সংগ্রহ এবং এখানে প্রাইভেট অ্যালবামের পাশাপাশি অন্য ব্যবহারকারীদের সঙ্গে শেয়ার করা অ্যালবামগুলোও থাকবে। লাইব্রেরি সেকশনে পরিবর্তে কালেকশন ট্যাব গুগল ফটোজে যুক্ত করা হয় গত আগস্টে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৪৪ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে