আজকের পত্রিকা ডেস্ক
লাইভ স্ট্রিমিংয়ের জন্য ন্যূনতম বয়সসীমা বাড়াচ্ছে ইউটিউব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২২ জুলাই থেকে কেউ ১৬ বছর বা তার বেশি বয়সী না হলে ইউটিউবে অভিভাবক ছাড়া লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইউটিউব হেল্প সাপোর্ট পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগে ১৩ থেকে ১৫ বছর বয়সী ক্রিয়েটররা চাইলে একা লাইভ করতে পারতেন। শুধু ১৩ বছরের নিচে থাকলে ক্যামেরার সামনে প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে এই বিধিনিষেধ ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, ১৬ বছরের নিচে কেউ লাইভ স্ট্রিম করতে চাইলে সঙ্গে একজন প্রাপ্তবয়স্ককে নিয়ে করতে হবে।
ইউটিউব সতর্ক করে বলেছে, যেসব ব্যবহারকারী ১৬ বছরের কম বয়সী এবং ২২ জুলাইয়ের পরও একা লাইভ স্ট্রিম চালিয়ে যাবেন, তাদের লাইভ চ্যাট ফিচার বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি তাদের অ্যাকাউন্ট থেকে কিছু ফিচার সাময়িকভাবে সরিয়েও নেওয়া হতে পারে। নিয়ম ভঙ্গ করে স্ট্রিমিং অব্যাহত রাখলে সেই লাইভ স্ট্রিম মুছে ফেলা হতে পারে এবং ব্যবহারকারীর অ্যাকাউন্টেও নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি অন্য কোনো চ্যানেল ব্যবহার করেও যদি কেউ স্ট্রিম চালিয়ে যান, তাহলে তা ইউটিউবের নীতিমালা ভঙ্গ বলে গণ্য হবে এবং চূড়ান্তভাবে অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে।
নতুন নিয়মের আওতায় যেসব কিশোর ইউটিউব লাইভ স্ট্রিমিং চালিয়ে যেতে চায়, তারা চাইলে প্রাপ্তবয়স্ক কাউকে তাদের চ্যানেলের এডিটর, ম্যানেজার বা মালিক হিসেবে যুক্ত করতে পারবে। এতে করে সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাদের চ্যানেলের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট থেকে স্ট্রিম শুরু করতে পারবেন। পূর্বে এই কাজটি করতে হতো ইউটিউবের লাইভ কন্ট্রোল রুম থেকে।
ইউটিউব জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের লাইভ চ্যাটসহ কিছু ফিচার সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। নিয়ম না মানলে চ্যানেল নিষ্ক্রিয় করার কথাও উল্লেখ করেছে তারা। কেউ একাধিক চ্যানেল ব্যবহার করে নিয়ম এড়ানোর চেষ্টা করলে সেটিও ইউটিউবের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, যদি কোনো প্রাপ্তবয়স্ক ১৬ বছরের নিচের কারও সঙ্গে লাইভ স্ট্রিমে অংশগ্রহণ করেন, তবে তাঁকে লাইভে দৃশ্যমান থাকতে হবে এবং লাইভ কনটেন্টের সমান অংশীদার হতে হবে।
তবে এই পরিবর্তনের পেছনে ইউটিউবের সিদ্ধান্তের কারণ এখনো স্পষ্ট নয়। প্রতিষ্ঠানটি তাদের পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইউটিউব জানিয়েছে, যেসব কনটেন্ট ক্রিয়েটর এই নিয়মের আওতায় পড়বেন, তাদের ইমেইলের মাধ্যমে স্ট্রিম অপসারণের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
তথ্যসূত্র: এনগেজেট
লাইভ স্ট্রিমিংয়ের জন্য ন্যূনতম বয়সসীমা বাড়াচ্ছে ইউটিউব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২২ জুলাই থেকে কেউ ১৬ বছর বা তার বেশি বয়সী না হলে ইউটিউবে অভিভাবক ছাড়া লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইউটিউব হেল্প সাপোর্ট পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগে ১৩ থেকে ১৫ বছর বয়সী ক্রিয়েটররা চাইলে একা লাইভ করতে পারতেন। শুধু ১৩ বছরের নিচে থাকলে ক্যামেরার সামনে প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে এই বিধিনিষেধ ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, ১৬ বছরের নিচে কেউ লাইভ স্ট্রিম করতে চাইলে সঙ্গে একজন প্রাপ্তবয়স্ককে নিয়ে করতে হবে।
ইউটিউব সতর্ক করে বলেছে, যেসব ব্যবহারকারী ১৬ বছরের কম বয়সী এবং ২২ জুলাইয়ের পরও একা লাইভ স্ট্রিম চালিয়ে যাবেন, তাদের লাইভ চ্যাট ফিচার বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি তাদের অ্যাকাউন্ট থেকে কিছু ফিচার সাময়িকভাবে সরিয়েও নেওয়া হতে পারে। নিয়ম ভঙ্গ করে স্ট্রিমিং অব্যাহত রাখলে সেই লাইভ স্ট্রিম মুছে ফেলা হতে পারে এবং ব্যবহারকারীর অ্যাকাউন্টেও নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি অন্য কোনো চ্যানেল ব্যবহার করেও যদি কেউ স্ট্রিম চালিয়ে যান, তাহলে তা ইউটিউবের নীতিমালা ভঙ্গ বলে গণ্য হবে এবং চূড়ান্তভাবে অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে।
নতুন নিয়মের আওতায় যেসব কিশোর ইউটিউব লাইভ স্ট্রিমিং চালিয়ে যেতে চায়, তারা চাইলে প্রাপ্তবয়স্ক কাউকে তাদের চ্যানেলের এডিটর, ম্যানেজার বা মালিক হিসেবে যুক্ত করতে পারবে। এতে করে সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাদের চ্যানেলের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট থেকে স্ট্রিম শুরু করতে পারবেন। পূর্বে এই কাজটি করতে হতো ইউটিউবের লাইভ কন্ট্রোল রুম থেকে।
ইউটিউব জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের লাইভ চ্যাটসহ কিছু ফিচার সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। নিয়ম না মানলে চ্যানেল নিষ্ক্রিয় করার কথাও উল্লেখ করেছে তারা। কেউ একাধিক চ্যানেল ব্যবহার করে নিয়ম এড়ানোর চেষ্টা করলে সেটিও ইউটিউবের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, যদি কোনো প্রাপ্তবয়স্ক ১৬ বছরের নিচের কারও সঙ্গে লাইভ স্ট্রিমে অংশগ্রহণ করেন, তবে তাঁকে লাইভে দৃশ্যমান থাকতে হবে এবং লাইভ কনটেন্টের সমান অংশীদার হতে হবে।
তবে এই পরিবর্তনের পেছনে ইউটিউবের সিদ্ধান্তের কারণ এখনো স্পষ্ট নয়। প্রতিষ্ঠানটি তাদের পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইউটিউব জানিয়েছে, যেসব কনটেন্ট ক্রিয়েটর এই নিয়মের আওতায় পড়বেন, তাদের ইমেইলের মাধ্যমে স্ট্রিম অপসারণের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
তথ্যসূত্র: এনগেজেট
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১০ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে