অনলাইন ডেস্ক
লাইভ স্ট্রিমিংয়ের জন্য ন্যূনতম বয়সসীমা বাড়াচ্ছে ইউটিউব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২২ জুলাই থেকে কেউ ১৬ বছর বা তার বেশি বয়সী না হলে ইউটিউবে অভিভাবক ছাড়া লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইউটিউব হেল্প সাপোর্ট পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগে ১৩ থেকে ১৫ বছর বয়সী ক্রিয়েটররা চাইলে একা লাইভ করতে পারতেন। শুধু ১৩ বছরের নিচে থাকলে ক্যামেরার সামনে প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে এই বিধিনিষেধ ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, ১৬ বছরের নিচে কেউ লাইভ স্ট্রিম করতে চাইলে সঙ্গে একজন প্রাপ্তবয়স্ককে নিয়ে করতে হবে।
ইউটিউব সতর্ক করে বলেছে, যেসব ব্যবহারকারী ১৬ বছরের কম বয়সী এবং ২২ জুলাইয়ের পরও একা লাইভ স্ট্রিম চালিয়ে যাবেন, তাদের লাইভ চ্যাট ফিচার বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি তাদের অ্যাকাউন্ট থেকে কিছু ফিচার সাময়িকভাবে সরিয়েও নেওয়া হতে পারে। নিয়ম ভঙ্গ করে স্ট্রিমিং অব্যাহত রাখলে সেই লাইভ স্ট্রিম মুছে ফেলা হতে পারে এবং ব্যবহারকারীর অ্যাকাউন্টেও নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি অন্য কোনো চ্যানেল ব্যবহার করেও যদি কেউ স্ট্রিম চালিয়ে যান, তাহলে তা ইউটিউবের নীতিমালা ভঙ্গ বলে গণ্য হবে এবং চূড়ান্তভাবে অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে।
নতুন নিয়মের আওতায় যেসব কিশোর ইউটিউব লাইভ স্ট্রিমিং চালিয়ে যেতে চায়, তারা চাইলে প্রাপ্তবয়স্ক কাউকে তাদের চ্যানেলের এডিটর, ম্যানেজার বা মালিক হিসেবে যুক্ত করতে পারবে। এতে করে সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাদের চ্যানেলের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট থেকে স্ট্রিম শুরু করতে পারবেন। পূর্বে এই কাজটি করতে হতো ইউটিউবের লাইভ কন্ট্রোল রুম থেকে।
ইউটিউব জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের লাইভ চ্যাটসহ কিছু ফিচার সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। নিয়ম না মানলে চ্যানেল নিষ্ক্রিয় করার কথাও উল্লেখ করেছে তারা। কেউ একাধিক চ্যানেল ব্যবহার করে নিয়ম এড়ানোর চেষ্টা করলে সেটিও ইউটিউবের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, যদি কোনো প্রাপ্তবয়স্ক ১৬ বছরের নিচের কারও সঙ্গে লাইভ স্ট্রিমে অংশগ্রহণ করেন, তবে তাঁকে লাইভে দৃশ্যমান থাকতে হবে এবং লাইভ কনটেন্টের সমান অংশীদার হতে হবে।
তবে এই পরিবর্তনের পেছনে ইউটিউবের সিদ্ধান্তের কারণ এখনো স্পষ্ট নয়। প্রতিষ্ঠানটি তাদের পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইউটিউব জানিয়েছে, যেসব কনটেন্ট ক্রিয়েটর এই নিয়মের আওতায় পড়বেন, তাদের ইমেইলের মাধ্যমে স্ট্রিম অপসারণের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
তথ্যসূত্র: এনগেজেট
লাইভ স্ট্রিমিংয়ের জন্য ন্যূনতম বয়সসীমা বাড়াচ্ছে ইউটিউব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২২ জুলাই থেকে কেউ ১৬ বছর বা তার বেশি বয়সী না হলে ইউটিউবে অভিভাবক ছাড়া লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইউটিউব হেল্প সাপোর্ট পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগে ১৩ থেকে ১৫ বছর বয়সী ক্রিয়েটররা চাইলে একা লাইভ করতে পারতেন। শুধু ১৩ বছরের নিচে থাকলে ক্যামেরার সামনে প্রাপ্তবয়স্ক অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক ছিল। নতুন নিয়মে এই বিধিনিষেধ ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, ১৬ বছরের নিচে কেউ লাইভ স্ট্রিম করতে চাইলে সঙ্গে একজন প্রাপ্তবয়স্ককে নিয়ে করতে হবে।
ইউটিউব সতর্ক করে বলেছে, যেসব ব্যবহারকারী ১৬ বছরের কম বয়সী এবং ২২ জুলাইয়ের পরও একা লাইভ স্ট্রিম চালিয়ে যাবেন, তাদের লাইভ চ্যাট ফিচার বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি তাদের অ্যাকাউন্ট থেকে কিছু ফিচার সাময়িকভাবে সরিয়েও নেওয়া হতে পারে। নিয়ম ভঙ্গ করে স্ট্রিমিং অব্যাহত রাখলে সেই লাইভ স্ট্রিম মুছে ফেলা হতে পারে এবং ব্যবহারকারীর অ্যাকাউন্টেও নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি অন্য কোনো চ্যানেল ব্যবহার করেও যদি কেউ স্ট্রিম চালিয়ে যান, তাহলে তা ইউটিউবের নীতিমালা ভঙ্গ বলে গণ্য হবে এবং চূড়ান্তভাবে অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে।
নতুন নিয়মের আওতায় যেসব কিশোর ইউটিউব লাইভ স্ট্রিমিং চালিয়ে যেতে চায়, তারা চাইলে প্রাপ্তবয়স্ক কাউকে তাদের চ্যানেলের এডিটর, ম্যানেজার বা মালিক হিসেবে যুক্ত করতে পারবে। এতে করে সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি তাদের চ্যানেলের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট থেকে স্ট্রিম শুরু করতে পারবেন। পূর্বে এই কাজটি করতে হতো ইউটিউবের লাইভ কন্ট্রোল রুম থেকে।
ইউটিউব জানিয়েছে, নিয়ম ভঙ্গকারীদের লাইভ চ্যাটসহ কিছু ফিচার সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। নিয়ম না মানলে চ্যানেল নিষ্ক্রিয় করার কথাও উল্লেখ করেছে তারা। কেউ একাধিক চ্যানেল ব্যবহার করে নিয়ম এড়ানোর চেষ্টা করলে সেটিও ইউটিউবের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, যদি কোনো প্রাপ্তবয়স্ক ১৬ বছরের নিচের কারও সঙ্গে লাইভ স্ট্রিমে অংশগ্রহণ করেন, তবে তাঁকে লাইভে দৃশ্যমান থাকতে হবে এবং লাইভ কনটেন্টের সমান অংশীদার হতে হবে।
তবে এই পরিবর্তনের পেছনে ইউটিউবের সিদ্ধান্তের কারণ এখনো স্পষ্ট নয়। প্রতিষ্ঠানটি তাদের পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ইউটিউব জানিয়েছে, যেসব কনটেন্ট ক্রিয়েটর এই নিয়মের আওতায় পড়বেন, তাদের ইমেইলের মাধ্যমে স্ট্রিম অপসারণের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
তথ্যসূত্র: এনগেজেট
ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও শেয়ার করার পাশাপাশি ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারের মাধ্যমে অনেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। তবে কখনো কখনো অপরিচিত ব্যক্তিরাও ইনস্টাগ্রামে বার্তা পাঠায়, যা সরাসরি ইনবক্সে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ নামে আলাদা একটি ফোল্ডারে জমা হয়।
৮ মিনিট আগেস্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এখন শ্রীলঙ্কায় চালু হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটান ও বাংলাদেশের পর তৃতীয় দেশ হিসেবে এই পরিষেবা গ্রহণ করল শ্রীলঙ্কা। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এই ঘোষণা দেন।
১৫ ঘণ্টা আগেগ্রাহকদের অজান্তে মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও ব্যবহার করায় ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার বা ৩১ কোটি ৪৬ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড। গতকাল মঙ্গলবার এই রায় দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ায় বিদ্যুৎ ব্যবহারে বড় ধরনের চাপ পড়েছে গুগলের ডেটা সেন্টারগুলো ওপর। বিগত চার বছরে কোম্পানিটির ডেটা সেন্টার বিদ্যুৎ ব্যবহার দ্বিগুণেরও বেশি হয়েছে। সম্প্রতি প্রকাশিত গুগলের সর্বশেষ টেকসই উন্নয়ন (সাসটেইনেবিলিটি) প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
১৮ ঘণ্টা আগে