Ajker Patrika

লেনোভোর স্বচ্ছ ল্যাপটপ

প্রযুক্তি ডেস্ক
লেনোভোর স্বচ্ছ ল্যাপটপ

গত বছর এক বাটনের জাদুর পর এবার লেনোভো দেখিয়েছে স্বচ্ছতার খেলা। স্পেনের বার্সেলোনায় সম্প্রতি শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ প্রতিষ্ঠানটি তাদের নতুন স্বচ্ছ ল্যাপটপ প্রদর্শন করেছে। নতুন এই ল্যাপটপের নাম রাখা হয়েছে লেনোভো থিংক বুক ট্রান্সপারেন্ট ল্যাপটপ। তাতে রয়েছে ১৭ দশমিক ৩ ইঞ্চি বেজেল-লেস স্ক্রিন। এটি ৭২০পি রেজল্যুশনের একটি মাইক্রো-এলইডি স্ক্রিন। এর পিক্সেলগুলো কালোতে সেট করা থাকলে এবং ল্যাপটপটি বন্ধ থাকলে ৫৫ শতাংশ পর্যন্ত স্বচ্ছ দেখাবে।

এটিতে একটি স্বচ্ছ কি-বোর্ড রয়েছে। তাতে রয়েছে ভাসমান ফুট প্যাড ডিজাইন। ল্যাপটপের কি-বোর্ডটি স্বচ্ছ হওয়ার জন্য এটি স্কেচ প্যাড হিসেবেও কাজ করে। এর মানে হলো, যখন এই ল্যাপটপে কিছু টাইপ করবেন, আপনি কোনো বোতাম দেখতে পাবেন না। ব্যবহারকারীরা এই ল্যাপটপে টাইপ করার জন্য একটি স্ক্রিন পাবেন। তাই এটি টাচ ডিসপ্লে হিসেবেও কাজ করবে। 

এই ল্যাপটপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কনটেন্ট (এআইজিসি) ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে। এই ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে উইন্ডো-১১ সফটওয়্যার। এটির দাম কত হবে বা কবে থেকে বাজারে পাওয়া যাবে, তা এখনো জানা যায়নি। ব্যবহারকারীদের এটি কিনতে কিছুদিন অপেক্ষা করতে হবে। 

সূত্র: ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত