Ajker Patrika

প্লে স্টোরের নতুন ফিচার দূরে থেকেও ডিলিট করা যাবে অ্যাপ

ফিচার ডেস্ক
প্লে স্টোরের নতুন ফিচার দূরে থেকেও ডিলিট করা যাবে অ্যাপ

তথ্য বেহাত হয়ে যাওয়ার চিন্তা কিছুটা কমল!
ধরুন, হুট করেই একদিন হয়তো ফোনটি হারিয়ে গেল! কিংবা চুরিই হয়ে গেল বা ভুলে কোথাও রেখে চলে এলেন। কিন্তু মোবাইল ফোনে এখন যেহেতু অর্থনৈতিক ও ব্যক্তিগত প্রচুর তথ্য থাকে, প্রায় সবকিছুর পাসওয়ার্ড সেভ করা বা নোটে লেখা থাকে, তাই স্বাভাবিকভাবে সেটি হাতে পেতে চাইবেন প্রকৃত ব্যবহারকারীরা। নিদেনপক্ষে চাইবেন ব্যক্তিগত তথ্যগুলো যেন অন্যের হাতে না যায়।  

সে ব্যবস্থা করতে গুগল প্লে স্টোরে আসছে নতুন ফিচার। মোবাইল ফোন চুরি হলে, হারিয়ে গেলে বা কোথাও ফেলে এলে নির্দিষ্ট মোবাইল ফোনটি থেকে প্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দেওয়া যাবে। যেসব ব্যবহারকারী একাধিক ডিভাইস ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে এই ফিচার সুবিধাজনক হবে। এখন অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা গেলেও তা ডিলিট করা সম্ভব হয় না। নতুন আপডেটের ফলে সে কাজ খুব সহজে করা যাবে।

এরই মধ্যে ফিচারটি রোলআউট শুরু হয়েছে। ফলে সুবিধাটি পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

যেভাবে দূর থেকে অ্যাপ ডিলিট হবে
»    প্রথমে গুগল অ্যাকাউন্ট  দিয়ে প্লে স্টোরে লগইন করতে হবে।
»    তারপর প্রোফাইল পিকচার অপশনে ক্লিক করতে হবে।
»    ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশনে ট্যাপ করতে হবে।
»    যে ডিভাইসটি থেকে ডিলিট করতে চান, সেটি নির্বাচন করতে হবে।
»    তারপর আনইনস্টল বাটনে ট্যাপ করলে ডিলিট হয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত