সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে মামলা করেছেন টুইটারের সাবেক চেয়ারম্যান ওমিদ কোর্দেস্তানি। এই মামলার অভিযোগে বলা হয়, কোর্দেস্তানির পাওনা ২০ মিলিয়ন বা ২ কোটি ডলারেরও বেশি শেয়ার পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে প্ল্যাটফরমটির মালিক বিলিয়নিয়ার ইলন মাস্ক। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত টুইটারে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে কোর্দেস্তানি। মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণ করা পর্যন্ত বোর্ডের সদস্য হিসেবে ছিলেন তিনি। মামলার অভিযোগে তিনি বলেন, কোর্দেস্তানি ক্ষতিপূরণের সিংহভাগই শেয়ার হিসেবে ছিল, যা মাস্ক পরিশোধ করতে অস্বীকার করছেন।
উল্লেখ্য, টুইটার অধিগ্রহণের কিছুদিন পর মাস্ক কোম্পানিটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন।
প্রাক্তন চেয়ারম্যানের আইনজীবীরা দাবি করেন, টুইটারে কোর্দেস্তানির সাত বছর ধরে দেওয়া সেবার সুফলগুলো মাস্ক কোনো অর্থ প্রদান না করেই ভোগ করছেন।
সান ফ্রানসিসকোর ক্যালিফোর্নিয়া সুপিরিয়র আদালতে মামলাটি দায়ের করা হয়। টুইটার কিনে নেওয়ার পর কোম্পানির সাবেক নেতারা মাস্কের বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নিয়েছেন।
গত মার্চে টুইটারের চারজন সাবেক নির্বাহী মাস্কের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার অভিযোগে বলা হয়, কোম্পানি থেকে বহিষ্কার করার পর নির্বাহীদের ১২৮ মিলিয়ন বা ১২ কোটি ৮০ লাখ বেশি পাওনা অর্থ আটকে দিয়েছেন মাস্ক।
তবে এক্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
টুইটারে কাজ করার আগে ওমিদ কোর্দেস্তান অ্যালফাবেট গুগলের ব্যবসায়িক নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেন।
অপরদিকে গত ৫ আগস্ট চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ফের মামলা করেছেন ইলন মাস্ক। মানবতার সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশ না করার অভিযোগ তুলে এই মামলা দায়ের করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একই ধরনের মামলা করেন ইলন মাস্ক। পরবর্তীতে ওপেনএআই মাস্কের পুরোনো ইমেইল প্রকাশ করলে কোনো কারণ দর্শানো ছাড়াই মামলাটি প্রত্যাহার করেন এই বিলিয়নিয়ার।
২০১৫ সালে ওপেনএআইয়ের দুই সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ও স্যাম অল্টম্যান একটি ওপেনসোর্স ও অলাভজনক কোম্পানি তৈরি করার জন্য ইলন মাস্কের সঙ্গে যোগযোগ করেছিলেন। প্রায় তিন বছর পর ২০১৮ সালে ওপেনএআই থেকে বিনিয়োগ প্রত্যাখ্যান করে কোম্পানিটি থেকে সরে যান। ২০২২ সালে চ্যাটজিপিটির মাধ্যমে ওপেনএআই বেশ সাফল্য লাভ করে। তাই ওপেনএআই দাবি করে, ঈর্ষা থেকেই ইলন মাস্ক একের পর এক মামলা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে মামলা করেছেন টুইটারের সাবেক চেয়ারম্যান ওমিদ কোর্দেস্তানি। এই মামলার অভিযোগে বলা হয়, কোর্দেস্তানির পাওনা ২০ মিলিয়ন বা ২ কোটি ডলারেরও বেশি শেয়ার পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে প্ল্যাটফরমটির মালিক বিলিয়নিয়ার ইলন মাস্ক। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত টুইটারে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে কোর্দেস্তানি। মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণ করা পর্যন্ত বোর্ডের সদস্য হিসেবে ছিলেন তিনি। মামলার অভিযোগে তিনি বলেন, কোর্দেস্তানি ক্ষতিপূরণের সিংহভাগই শেয়ার হিসেবে ছিল, যা মাস্ক পরিশোধ করতে অস্বীকার করছেন।
উল্লেখ্য, টুইটার অধিগ্রহণের কিছুদিন পর মাস্ক কোম্পানিটির নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন।
প্রাক্তন চেয়ারম্যানের আইনজীবীরা দাবি করেন, টুইটারে কোর্দেস্তানির সাত বছর ধরে দেওয়া সেবার সুফলগুলো মাস্ক কোনো অর্থ প্রদান না করেই ভোগ করছেন।
সান ফ্রানসিসকোর ক্যালিফোর্নিয়া সুপিরিয়র আদালতে মামলাটি দায়ের করা হয়। টুইটার কিনে নেওয়ার পর কোম্পানির সাবেক নেতারা মাস্কের বিরুদ্ধে একাধিক আইনি পদক্ষেপ নিয়েছেন।
গত মার্চে টুইটারের চারজন সাবেক নির্বাহী মাস্কের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার অভিযোগে বলা হয়, কোম্পানি থেকে বহিষ্কার করার পর নির্বাহীদের ১২৮ মিলিয়ন বা ১২ কোটি ৮০ লাখ বেশি পাওনা অর্থ আটকে দিয়েছেন মাস্ক।
তবে এক্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
টুইটারে কাজ করার আগে ওমিদ কোর্দেস্তান অ্যালফাবেট গুগলের ব্যবসায়িক নেতা হিসেবে দীর্ঘদিন কাজ করেন।
অপরদিকে গত ৫ আগস্ট চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ফের মামলা করেছেন ইলন মাস্ক। মানবতার সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশ না করার অভিযোগ তুলে এই মামলা দায়ের করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একই ধরনের মামলা করেন ইলন মাস্ক। পরবর্তীতে ওপেনএআই মাস্কের পুরোনো ইমেইল প্রকাশ করলে কোনো কারণ দর্শানো ছাড়াই মামলাটি প্রত্যাহার করেন এই বিলিয়নিয়ার।
২০১৫ সালে ওপেনএআইয়ের দুই সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান ও স্যাম অল্টম্যান একটি ওপেনসোর্স ও অলাভজনক কোম্পানি তৈরি করার জন্য ইলন মাস্কের সঙ্গে যোগযোগ করেছিলেন। প্রায় তিন বছর পর ২০১৮ সালে ওপেনএআই থেকে বিনিয়োগ প্রত্যাখ্যান করে কোম্পানিটি থেকে সরে যান। ২০২২ সালে চ্যাটজিপিটির মাধ্যমে ওপেনএআই বেশ সাফল্য লাভ করে। তাই ওপেনএআই দাবি করে, ঈর্ষা থেকেই ইলন মাস্ক একের পর এক মামলা করছেন।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে