অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণেরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২ মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সরলভাবে বললে, একটু বয়স্করা চ্যাটজিপিটিকে গুগলের বিকল্প হিসেবে ব্যবহার করেন। যাঁরা ২০ বা ৩০-এর কোঠায়, তারা এটা জীবনের পরামর্শদাতার মতো ব্যবহার করেন।’
তিনি আরও বলেন, ‘আর কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা একে এমনভাবে ব্যবহার করেন, যেন এটা তাঁদের নিজস্ব অপারেটিং সিস্টেম। তাঁরা চ্যাটজিপিটিকে এমনভাবে সাজান, যেন এটি অনেক ফাইলের সঙ্গে সংযুক্ত থাকে, জটিল প্রম্পট মুখস্থ রাখেন বা আলাদা জায়গায় সংরক্ষণ করে রাখেন। প্রয়োজনে সেগুলো কপি পেস্ট করেন।’
অল্টম্যান জানান, অনেক তরুণ ব্যবহারকারী জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় চ্যাটজিপিটির সাহায্য নেয়। তাদের জীবনের প্রত্যেক ব্যক্তির সম্পর্কে এবং তাদের সঙ্গে কী কথা হয়েছে—এসবের পূর্ণ প্রেক্ষাপট চ্যাটজিপিটির থাকে।
ওপেনএআই নিজে কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে—এমন প্রশ্নে অল্টম্যান জানান, ‘আমাদের প্রচুর কোড চ্যাটজিপিটি লিখে দেয়।’ তবে নির্দিষ্ট করে কত শতাংশ কোড এআই লেখে, তা জানাননি তিনি।
এদিকে মাইক্রোসফটের কোডের একটি উল্লেখযোগ্য অংশ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। তার মতে, মোট কোডের ২০ থেকে ৩০ শতাংশই এআই দিয়ে লেখা হয়েছে।
গত অক্টোবরে গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, নতুন কোডের ২৫ শতাংশের বেশি এখন এআই দিয়ে লেখা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ওপেনএআই এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে কলেজ শিক্ষার্থীরা চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার করেন।
পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে উঠে আসে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মধ্যে ২৬ শতাংশ স্কুলের কাজের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৩ শতাংশ।
স্যাম অল্টম্যানের সাক্ষাৎকারটি গতকাল সোমবার সিকোইয়া ক্যাপিটালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। তরুণেরা কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেন—এমন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অল্টম্যান।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণেরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২ মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সরলভাবে বললে, একটু বয়স্করা চ্যাটজিপিটিকে গুগলের বিকল্প হিসেবে ব্যবহার করেন। যাঁরা ২০ বা ৩০-এর কোঠায়, তারা এটা জীবনের পরামর্শদাতার মতো ব্যবহার করেন।’
তিনি আরও বলেন, ‘আর কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা একে এমনভাবে ব্যবহার করেন, যেন এটা তাঁদের নিজস্ব অপারেটিং সিস্টেম। তাঁরা চ্যাটজিপিটিকে এমনভাবে সাজান, যেন এটি অনেক ফাইলের সঙ্গে সংযুক্ত থাকে, জটিল প্রম্পট মুখস্থ রাখেন বা আলাদা জায়গায় সংরক্ষণ করে রাখেন। প্রয়োজনে সেগুলো কপি পেস্ট করেন।’
অল্টম্যান জানান, অনেক তরুণ ব্যবহারকারী জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় চ্যাটজিপিটির সাহায্য নেয়। তাদের জীবনের প্রত্যেক ব্যক্তির সম্পর্কে এবং তাদের সঙ্গে কী কথা হয়েছে—এসবের পূর্ণ প্রেক্ষাপট চ্যাটজিপিটির থাকে।
ওপেনএআই নিজে কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে—এমন প্রশ্নে অল্টম্যান জানান, ‘আমাদের প্রচুর কোড চ্যাটজিপিটি লিখে দেয়।’ তবে নির্দিষ্ট করে কত শতাংশ কোড এআই লেখে, তা জানাননি তিনি।
এদিকে মাইক্রোসফটের কোডের একটি উল্লেখযোগ্য অংশ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। তার মতে, মোট কোডের ২০ থেকে ৩০ শতাংশই এআই দিয়ে লেখা হয়েছে।
গত অক্টোবরে গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছিলেন, নতুন কোডের ২৫ শতাংশের বেশি এখন এআই দিয়ে লেখা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ওপেনএআই এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রে কলেজ শিক্ষার্থীরা চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার করেন।
পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে উঠে আসে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মধ্যে ২৬ শতাংশ স্কুলের কাজের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ১৩ শতাংশ।
স্যাম অল্টম্যানের সাক্ষাৎকারটি গতকাল সোমবার সিকোইয়া ক্যাপিটালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। তরুণেরা কীভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেন—এমন এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অল্টম্যান।
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে