হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে চ্যাট করার জন্য গত বছর একটি অফিশিয়াল ফোন নম্বর প্রকাশ করছিল ওপেনএআই। প্রথমে শুধু টেক্সট ইনপুট সমর্থন করা হলেও এখন হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবায় নতুন আপডেট আসছে। এবার, ছবি এবং অডিও মেসেজও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা এবং চ্যাটজিপিটি সেগুলোর ওপর ভিত্তি করে উত্তর দেবে।
এই নতুন সুবিধাটি বর্তমানে বিশ্বব্যাপী চালু করা হয়েছে এবং ব্যবহারকারীরা এটি পরীক্ষা করতে পারবেন। চ্যাটজিপিটি এখন ছবি বিশ্লেষণ করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে সক্ষম, এমনকি বিভিন্ন মিমও রেটিং করতে পারে। তবে, হোয়াটসঅ্যাপের চ্যাটজিপিটি নিজে এখনো ছবি তৈরি করতে বা লাইভ ভয়েস চ্যাট করতে পারে না। এ ক্ষেত্রে, ছবি প্রক্রিয়াকরণের জন্য ওপেনএআইয়ের সার্ভারে ছবি পাঠানো হয়। তাই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্যসংবলিত ছবি পাঠানো এড়ানো উচিত।
এ ছাড়া, ব্যবহারকারীরা এখন দীর্ঘ বা জটিল প্রশ্নের জন্য ভয়েস মেসেজ পাঠাতে পারবেন এবং চ্যাটজিপিটি সেগুলোর টেক্সটভিত্তিক উত্তর দেবে। এই ফিচারের ফলে টাইপ করার ঝামেলা অনেকটাই কমে যাবে।
ভবিষ্যতে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি অ্যাকাউন্টে সাইন ইন করার অপশন দেবে ওপেনএআই। যদিও এই সুবিধার সঙ্গে সুনির্দিষ্ট কোনো অতিরিক্ত সুবিধা যুক্ত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ব্যবহারকারীরা একই অ্যাকাউন্টে লগইন করে হোয়াটসঅ্যাপ, চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েব গ্রাহকের মাধ্যমে তাদের চ্যাট সমন্বয় করতে পারবেন।
যেকোনো সময় হোয়াটসঅ্যাপে + ১–৮০০–২৪২–৮৪৭৮ নম্বরটি সেভ করে চ্যাটজিপিটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এটি ব্যবহারকারীদের চ্যাটের মাধ্যমে তথ্য পাওয়ার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
এ ছাড়া গত ডিসেম্বর থেকে এই নম্বরে ফোন কলের মাধ্যমে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে পারছেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। এই ফিচারের মাধ্যমে ১৫ মিনিট পর্যন্ত বিনা মূল্যে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে। এরপর কলটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা চালু করা হবে।
এই ফিচারের মাধ্যমে যেকোনো সময় চ্যাটজিপিটিকে ব্যক্তিগত সহকারী হিসেবে ব্যবহার করা যাবে। কোন কোন ক্ষেত্রে এই ফিচার কাজে লাগবে, তা বোঝাতে একটি উদাহরণও দিয়েছিল কোম্পানিটি। ভ্রমণের সময় চ্যাটজিপিটিকে কল করে আশপাশের দর্শনীয় বা ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে তথ্য জানা যাবে। ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী বিভিন্ন তথ্য এবং সেখানে যাওয়ার দিকনির্দেশনা দিতে পারবে চ্যাটজিপিটি।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে চ্যাট করার জন্য গত বছর একটি অফিশিয়াল ফোন নম্বর প্রকাশ করছিল ওপেনএআই। প্রথমে শুধু টেক্সট ইনপুট সমর্থন করা হলেও এখন হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির সেবায় নতুন আপডেট আসছে। এবার, ছবি এবং অডিও মেসেজও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা এবং চ্যাটজিপিটি সেগুলোর ওপর ভিত্তি করে উত্তর দেবে।
এই নতুন সুবিধাটি বর্তমানে বিশ্বব্যাপী চালু করা হয়েছে এবং ব্যবহারকারীরা এটি পরীক্ষা করতে পারবেন। চ্যাটজিপিটি এখন ছবি বিশ্লেষণ করে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দিতে সক্ষম, এমনকি বিভিন্ন মিমও রেটিং করতে পারে। তবে, হোয়াটসঅ্যাপের চ্যাটজিপিটি নিজে এখনো ছবি তৈরি করতে বা লাইভ ভয়েস চ্যাট করতে পারে না। এ ক্ষেত্রে, ছবি প্রক্রিয়াকরণের জন্য ওপেনএআইয়ের সার্ভারে ছবি পাঠানো হয়। তাই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্যসংবলিত ছবি পাঠানো এড়ানো উচিত।
এ ছাড়া, ব্যবহারকারীরা এখন দীর্ঘ বা জটিল প্রশ্নের জন্য ভয়েস মেসেজ পাঠাতে পারবেন এবং চ্যাটজিপিটি সেগুলোর টেক্সটভিত্তিক উত্তর দেবে। এই ফিচারের ফলে টাইপ করার ঝামেলা অনেকটাই কমে যাবে।
ভবিষ্যতে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি অ্যাকাউন্টে সাইন ইন করার অপশন দেবে ওপেনএআই। যদিও এই সুবিধার সঙ্গে সুনির্দিষ্ট কোনো অতিরিক্ত সুবিধা যুক্ত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ব্যবহারকারীরা একই অ্যাকাউন্টে লগইন করে হোয়াটসঅ্যাপ, চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েব গ্রাহকের মাধ্যমে তাদের চ্যাট সমন্বয় করতে পারবেন।
যেকোনো সময় হোয়াটসঅ্যাপে + ১–৮০০–২৪২–৮৪৭৮ নম্বরটি সেভ করে চ্যাটজিপিটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এটি ব্যবহারকারীদের চ্যাটের মাধ্যমে তথ্য পাওয়ার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।
এ ছাড়া গত ডিসেম্বর থেকে এই নম্বরে ফোন কলের মাধ্যমে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে পারছেন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। এই ফিচারের মাধ্যমে ১৫ মিনিট পর্যন্ত বিনা মূল্যে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলা যাবে। এরপর কলটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। পর্যায়ক্রমে অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা চালু করা হবে।
এই ফিচারের মাধ্যমে যেকোনো সময় চ্যাটজিপিটিকে ব্যক্তিগত সহকারী হিসেবে ব্যবহার করা যাবে। কোন কোন ক্ষেত্রে এই ফিচার কাজে লাগবে, তা বোঝাতে একটি উদাহরণও দিয়েছিল কোম্পানিটি। ভ্রমণের সময় চ্যাটজিপিটিকে কল করে আশপাশের দর্শনীয় বা ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে তথ্য জানা যাবে। ব্যবহারকারীর অবস্থান অনুযায়ী বিভিন্ন তথ্য এবং সেখানে যাওয়ার দিকনির্দেশনা দিতে পারবে চ্যাটজিপিটি।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১০ ঘণ্টা আগে