আবির আহসান রুদ্র
এ বছরের শেষের দিকে উবার ইটস নিয়ে আসছে নতুন এআই চ্যাটবট। অর্ডার ও অফার আরও সহজ করতে প্রতিষ্ঠানটি নতুন চ্যাটবটের পরিকল্পনা হাতে নিয়েছে। এতে থাকবে গুগলের পাম ল্যাঙ্গুয়েজ মডেল। গুগল বার্ডেও একই ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়। এর বাইরে উবারের এআই চ্যাটবট ৯ লাখের বেশি খাবারের দোকানের তথ্য সরবরাহ করবে।
প্রতিষ্ঠানটি বলছে, নতুন চ্যাটবট ব্যবহারের মাধ্যমে সময় ও শ্রম—দুটোই সাশ্রয় হবে। এখন থেকে গ্রাহকদের বিভিন্ন স্টোর ও মেনু খোঁজার ঝামেলায় পড়তে হবে না। এ এআই সেরা অফার ও প্রিয় খাবার পুনরায় অর্ডার করতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও কিছু ফিচার যুক্ত করার কথাও ভাবছে উবার। যেমন খাবারের পরিকল্পনা, মুদিদোকানের অফার, রেসিপির জন্য বিভিন্ন উপকরণ অর্ডার করা ইত্যাদি। চ্যাটবট ব্যবহার করে গ্রাহকেরা নির্দিষ্ট জিনিস কেনার অর্ডার করতে পারবেন। এরপর চ্যাটবট প্রয়োজন অনুযায়ী দোকান কিংবা খাবারসংক্রান্ত পরামর্শ দেবে। একটি পরীক্ষায় চ্যাটবটকে পিকনিকের জনপ্রিয় খাবার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে এআই চ্যাটবট বিভিন্ন রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার বেছে নেওয়ার অপশন দেয়। এই প্রশ্ন অনুসরণ করে চ্যাটবটকে অরগানিক খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলেও আগের মতোই ভালো উত্তর পাওয়া যাবে। বিভিন্ন ধরনের কি-ওয়ার্ড ব্যবহার করেও সহজে খাবার অর্ডার করা যাবে। যেমন পিৎজা, চিকেন উইংসহ রেস্তোরাঁ, গ্লুটেন ফ্রি নাশতার রেসিপি নিয়ে পরামর্শ, নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার ডেলিভারি বা গত মাসের মুদির বাজার পুনরায় অর্ডার করা।
মুদি পণ্য ডেলিভারি ও সংগ্রহ করার প্রতিষ্ঠান ইনস্টাকার্টও একই ধরনের এআই চ্যাটবট তৈরি করেছে। ওপেন এআইয়ের চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি এই চ্যাটবটের নাম আস্ক ইনস্টাকার্ট। এটি গ্রাহকদের পছন্দের ধরন অনুযায়ী বিভিন্ন মুদি পণ্য প্রদর্শন করে এবং গ্রাহকদের সব প্রশ্নের উত্তর দেবে।
সূত্র: গেজেটস নাউ
এ বছরের শেষের দিকে উবার ইটস নিয়ে আসছে নতুন এআই চ্যাটবট। অর্ডার ও অফার আরও সহজ করতে প্রতিষ্ঠানটি নতুন চ্যাটবটের পরিকল্পনা হাতে নিয়েছে। এতে থাকবে গুগলের পাম ল্যাঙ্গুয়েজ মডেল। গুগল বার্ডেও একই ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়। এর বাইরে উবারের এআই চ্যাটবট ৯ লাখের বেশি খাবারের দোকানের তথ্য সরবরাহ করবে।
প্রতিষ্ঠানটি বলছে, নতুন চ্যাটবট ব্যবহারের মাধ্যমে সময় ও শ্রম—দুটোই সাশ্রয় হবে। এখন থেকে গ্রাহকদের বিভিন্ন স্টোর ও মেনু খোঁজার ঝামেলায় পড়তে হবে না। এ এআই সেরা অফার ও প্রিয় খাবার পুনরায় অর্ডার করতে যুগান্তকারী ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও কিছু ফিচার যুক্ত করার কথাও ভাবছে উবার। যেমন খাবারের পরিকল্পনা, মুদিদোকানের অফার, রেসিপির জন্য বিভিন্ন উপকরণ অর্ডার করা ইত্যাদি। চ্যাটবট ব্যবহার করে গ্রাহকেরা নির্দিষ্ট জিনিস কেনার অর্ডার করতে পারবেন। এরপর চ্যাটবট প্রয়োজন অনুযায়ী দোকান কিংবা খাবারসংক্রান্ত পরামর্শ দেবে। একটি পরীক্ষায় চ্যাটবটকে পিকনিকের জনপ্রিয় খাবার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে এআই চ্যাটবট বিভিন্ন রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার বেছে নেওয়ার অপশন দেয়। এই প্রশ্ন অনুসরণ করে চ্যাটবটকে অরগানিক খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলেও আগের মতোই ভালো উত্তর পাওয়া যাবে। বিভিন্ন ধরনের কি-ওয়ার্ড ব্যবহার করেও সহজে খাবার অর্ডার করা যাবে। যেমন পিৎজা, চিকেন উইংসহ রেস্তোরাঁ, গ্লুটেন ফ্রি নাশতার রেসিপি নিয়ে পরামর্শ, নির্দিষ্ট সময়ের মধ্যে খাবার ডেলিভারি বা গত মাসের মুদির বাজার পুনরায় অর্ডার করা।
মুদি পণ্য ডেলিভারি ও সংগ্রহ করার প্রতিষ্ঠান ইনস্টাকার্টও একই ধরনের এআই চ্যাটবট তৈরি করেছে। ওপেন এআইয়ের চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি এই চ্যাটবটের নাম আস্ক ইনস্টাকার্ট। এটি গ্রাহকদের পছন্দের ধরন অনুযায়ী বিভিন্ন মুদি পণ্য প্রদর্শন করে এবং গ্রাহকদের সব প্রশ্নের উত্তর দেবে।
সূত্র: গেজেটস নাউ
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে