চলতি বছরের সবচেয়ে আকর্ষণীয় ফোন হবে আইফোন ১৬ সিরিজের মডেলগুলো। অ্যাপলের সবচেয়ে দামি ও বড় মডেল হলো—প্রো ম্যাক্স। এই মডেলের সাইজ, ব্যাটারি ও স্টোরেজসহ ৫টি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার।
প্রতিবছরের মতো এবারও সেপেটম্বরে আইফোন ১৬ সিরিজ ফোন উন্মোচন করবে অ্যাপল। বিভিন্ন তথ্য অনুযায়ী আইফোন প্রো ম্যাক্সে যেসব পরিবর্তন আসতে পারে তা তুলে ধরা হলো—
১. সাইজের পরিবর্তন
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ম্যাকরিউমার বলছে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের সাইজ গত বছরের আইফোন ১৫ প্রো ম্যাক্স (৬ দশমিক ৭ ইঞ্চি) চেয়েও বড় আকারের হবে। নতুন মডেলটির সাইজ ৬ দশমিক ৯ ইঞ্চি হবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের চেয়ে এর দৈর্ঘ্য, প্রস্থ বেশি হবে। তবে এর পুরুত্ব আগের মডেলের মতো হলেও সাইজ বৃদ্ধি পাওয়ায় এর ওজনও কিছুটা বাড়বে। যারা একটু ছোট স্মার্টফোন পছন্দ করে, তারা এই ফোন ব্যবহারে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন।
২. বড় স্ক্রিন
বড় সাইজের ফোনে স্ক্রিনও বড় হবে এটাই স্বাভাবিক। তবে অ্যাপল শুধু বাহ্যিক বিষয়টিই দেখছে না। এটি মিডিয়া দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করার চেষ্টা করছে। আইফোন ১৬ প্রো মডেলে ‘বর্ডার রিডাকশন স্ট্রাকচার’ (বিআরএস) প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে অ্যাপল। ফলে স্ক্রিনের বেজেল সাইজও অনেক কম– (স্ক্রিনের চারপাশে যে কালো অংশ) ১ দশমিক ১৫ এমএম (মিলিমিটার) হবে। গত বছর আইফোন প্রো ১৫ মডেলে ‘লো ইনজেকশন প্রেসার ওভার মোল্ডিং’ (এলআইপিও) প্রযুক্তি ব্যবহার করে বেজের আকার ১ দশমিক ৫ মিলিমিটারে কমিয়ে এনেছিল যা আইফোন ১৪ মডেলে বেজেল সাইজ ছিল ২ দশমিক ২ মিলিমিটার।
৩. বড় ক্যামেরা
আইফোন ১৬ প্রো ম্যাক্সে আরও উন্নত ক্যামেরা ব্যবহার করা হবে। এতে ১২ শতাংশ বড় ক্যামেরা ব্যবহার করা হবে। আরও ভালো পারফরম্যান্সের জন্য ফোনটির ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৩ সেন্সর, ডেটা কনভার্সনের জন্য ১৪ বিটের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার (এডিসি) ও উন্নত ডাইনামিক রেঞ্জ এবং নয়েজ কন্ট্রোলের জন্য ডিজিটাল গেইন কন্ট্রোল (ডিসিজি) যুক্ত করা হবে। এ ছাড়া ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে।
৪. ব্যাটারি ক্ষমতা বৃদ্ধি
প্রযুক্তি বিশ্লেষক মিং চি কু এর মতে, নতুন আইফোন মডেলগুলোয় আরও শক্তিশালী ব্যাটারি কোষ ব্যবহার করবে অ্যাপল। এর ফলে ব্যাটারির সাইজ পরিবর্তন না করলেও ফোনগুলো ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে। আইফোন ১৬ প্রো মডেলগুলোতে ‘স্ট্যাকড ব্যাটারি’ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৩০ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে, যেখানে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৯ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়।
৫. আরও বেশি স্টোরেজ
কোরিয়ার এক তথ্য সূত্র বলেছে, আইফোন ১৬ প্রো মডেলে নতুন ২ টিবি ম্যাক্সিমাম স্টোরেজ বাড়ানো যাবে। অ্যাপল নতুন মডেলগুলোয় কোয়াড লেভেল সেল (কিউএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের ব্যবহার করতে পারে। ফলে ফোনের স্টোরেজ বৃদ্ধি পাবে। এই প্রযুক্তি আগের মডেলগুলোয় ব্যবহার করা ট্রিপল লেবেল সেল (টিএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের চেয়ে সাশ্রয়ী।
নতুন ফোনটি বাজারে আসতে আরও অনেক সময় বাকি। তাই ফোনটি সম্পর্কে যেসব ফিচার জানা গেছে তা মূল ফোনে নাও থাকতে পারে।
চলতি বছরের সবচেয়ে আকর্ষণীয় ফোন হবে আইফোন ১৬ সিরিজের মডেলগুলো। অ্যাপলের সবচেয়ে দামি ও বড় মডেল হলো—প্রো ম্যাক্স। এই মডেলের সাইজ, ব্যাটারি ও স্টোরেজসহ ৫টি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার।
প্রতিবছরের মতো এবারও সেপেটম্বরে আইফোন ১৬ সিরিজ ফোন উন্মোচন করবে অ্যাপল। বিভিন্ন তথ্য অনুযায়ী আইফোন প্রো ম্যাক্সে যেসব পরিবর্তন আসতে পারে তা তুলে ধরা হলো—
১. সাইজের পরিবর্তন
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ম্যাকরিউমার বলছে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের সাইজ গত বছরের আইফোন ১৫ প্রো ম্যাক্স (৬ দশমিক ৭ ইঞ্চি) চেয়েও বড় আকারের হবে। নতুন মডেলটির সাইজ ৬ দশমিক ৯ ইঞ্চি হবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের চেয়ে এর দৈর্ঘ্য, প্রস্থ বেশি হবে। তবে এর পুরুত্ব আগের মডেলের মতো হলেও সাইজ বৃদ্ধি পাওয়ায় এর ওজনও কিছুটা বাড়বে। যারা একটু ছোট স্মার্টফোন পছন্দ করে, তারা এই ফোন ব্যবহারে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন।
২. বড় স্ক্রিন
বড় সাইজের ফোনে স্ক্রিনও বড় হবে এটাই স্বাভাবিক। তবে অ্যাপল শুধু বাহ্যিক বিষয়টিই দেখছে না। এটি মিডিয়া দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করার চেষ্টা করছে। আইফোন ১৬ প্রো মডেলে ‘বর্ডার রিডাকশন স্ট্রাকচার’ (বিআরএস) প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে অ্যাপল। ফলে স্ক্রিনের বেজেল সাইজও অনেক কম– (স্ক্রিনের চারপাশে যে কালো অংশ) ১ দশমিক ১৫ এমএম (মিলিমিটার) হবে। গত বছর আইফোন প্রো ১৫ মডেলে ‘লো ইনজেকশন প্রেসার ওভার মোল্ডিং’ (এলআইপিও) প্রযুক্তি ব্যবহার করে বেজের আকার ১ দশমিক ৫ মিলিমিটারে কমিয়ে এনেছিল যা আইফোন ১৪ মডেলে বেজেল সাইজ ছিল ২ দশমিক ২ মিলিমিটার।
৩. বড় ক্যামেরা
আইফোন ১৬ প্রো ম্যাক্সে আরও উন্নত ক্যামেরা ব্যবহার করা হবে। এতে ১২ শতাংশ বড় ক্যামেরা ব্যবহার করা হবে। আরও ভালো পারফরম্যান্সের জন্য ফোনটির ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৩ সেন্সর, ডেটা কনভার্সনের জন্য ১৪ বিটের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার (এডিসি) ও উন্নত ডাইনামিক রেঞ্জ এবং নয়েজ কন্ট্রোলের জন্য ডিজিটাল গেইন কন্ট্রোল (ডিসিজি) যুক্ত করা হবে। এ ছাড়া ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে।
৪. ব্যাটারি ক্ষমতা বৃদ্ধি
প্রযুক্তি বিশ্লেষক মিং চি কু এর মতে, নতুন আইফোন মডেলগুলোয় আরও শক্তিশালী ব্যাটারি কোষ ব্যবহার করবে অ্যাপল। এর ফলে ব্যাটারির সাইজ পরিবর্তন না করলেও ফোনগুলো ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে। আইফোন ১৬ প্রো মডেলগুলোতে ‘স্ট্যাকড ব্যাটারি’ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৩০ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে, যেখানে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৯ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়।
৫. আরও বেশি স্টোরেজ
কোরিয়ার এক তথ্য সূত্র বলেছে, আইফোন ১৬ প্রো মডেলে নতুন ২ টিবি ম্যাক্সিমাম স্টোরেজ বাড়ানো যাবে। অ্যাপল নতুন মডেলগুলোয় কোয়াড লেভেল সেল (কিউএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের ব্যবহার করতে পারে। ফলে ফোনের স্টোরেজ বৃদ্ধি পাবে। এই প্রযুক্তি আগের মডেলগুলোয় ব্যবহার করা ট্রিপল লেবেল সেল (টিএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের চেয়ে সাশ্রয়ী।
নতুন ফোনটি বাজারে আসতে আরও অনেক সময় বাকি। তাই ফোনটি সম্পর্কে যেসব ফিচার জানা গেছে তা মূল ফোনে নাও থাকতে পারে।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১০ ঘণ্টা আগে