চলতি বছরের সবচেয়ে আকর্ষণীয় ফোন হবে আইফোন ১৬ সিরিজের মডেলগুলো। অ্যাপলের সবচেয়ে দামি ও বড় মডেল হলো—প্রো ম্যাক্স। এই মডেলের সাইজ, ব্যাটারি ও স্টোরেজসহ ৫টি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার।
প্রতিবছরের মতো এবারও সেপেটম্বরে আইফোন ১৬ সিরিজ ফোন উন্মোচন করবে অ্যাপল। বিভিন্ন তথ্য অনুযায়ী আইফোন প্রো ম্যাক্সে যেসব পরিবর্তন আসতে পারে তা তুলে ধরা হলো—
১. সাইজের পরিবর্তন
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ম্যাকরিউমার বলছে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের সাইজ গত বছরের আইফোন ১৫ প্রো ম্যাক্স (৬ দশমিক ৭ ইঞ্চি) চেয়েও বড় আকারের হবে। নতুন মডেলটির সাইজ ৬ দশমিক ৯ ইঞ্চি হবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের চেয়ে এর দৈর্ঘ্য, প্রস্থ বেশি হবে। তবে এর পুরুত্ব আগের মডেলের মতো হলেও সাইজ বৃদ্ধি পাওয়ায় এর ওজনও কিছুটা বাড়বে। যারা একটু ছোট স্মার্টফোন পছন্দ করে, তারা এই ফোন ব্যবহারে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন।
২. বড় স্ক্রিন
বড় সাইজের ফোনে স্ক্রিনও বড় হবে এটাই স্বাভাবিক। তবে অ্যাপল শুধু বাহ্যিক বিষয়টিই দেখছে না। এটি মিডিয়া দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করার চেষ্টা করছে। আইফোন ১৬ প্রো মডেলে ‘বর্ডার রিডাকশন স্ট্রাকচার’ (বিআরএস) প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে অ্যাপল। ফলে স্ক্রিনের বেজেল সাইজও অনেক কম– (স্ক্রিনের চারপাশে যে কালো অংশ) ১ দশমিক ১৫ এমএম (মিলিমিটার) হবে। গত বছর আইফোন প্রো ১৫ মডেলে ‘লো ইনজেকশন প্রেসার ওভার মোল্ডিং’ (এলআইপিও) প্রযুক্তি ব্যবহার করে বেজের আকার ১ দশমিক ৫ মিলিমিটারে কমিয়ে এনেছিল যা আইফোন ১৪ মডেলে বেজেল সাইজ ছিল ২ দশমিক ২ মিলিমিটার।
৩. বড় ক্যামেরা
আইফোন ১৬ প্রো ম্যাক্সে আরও উন্নত ক্যামেরা ব্যবহার করা হবে। এতে ১২ শতাংশ বড় ক্যামেরা ব্যবহার করা হবে। আরও ভালো পারফরম্যান্সের জন্য ফোনটির ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৩ সেন্সর, ডেটা কনভার্সনের জন্য ১৪ বিটের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার (এডিসি) ও উন্নত ডাইনামিক রেঞ্জ এবং নয়েজ কন্ট্রোলের জন্য ডিজিটাল গেইন কন্ট্রোল (ডিসিজি) যুক্ত করা হবে। এ ছাড়া ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে।
৪. ব্যাটারি ক্ষমতা বৃদ্ধি
প্রযুক্তি বিশ্লেষক মিং চি কু এর মতে, নতুন আইফোন মডেলগুলোয় আরও শক্তিশালী ব্যাটারি কোষ ব্যবহার করবে অ্যাপল। এর ফলে ব্যাটারির সাইজ পরিবর্তন না করলেও ফোনগুলো ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে। আইফোন ১৬ প্রো মডেলগুলোতে ‘স্ট্যাকড ব্যাটারি’ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৩০ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে, যেখানে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৯ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়।
৫. আরও বেশি স্টোরেজ
কোরিয়ার এক তথ্য সূত্র বলেছে, আইফোন ১৬ প্রো মডেলে নতুন ২ টিবি ম্যাক্সিমাম স্টোরেজ বাড়ানো যাবে। অ্যাপল নতুন মডেলগুলোয় কোয়াড লেভেল সেল (কিউএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের ব্যবহার করতে পারে। ফলে ফোনের স্টোরেজ বৃদ্ধি পাবে। এই প্রযুক্তি আগের মডেলগুলোয় ব্যবহার করা ট্রিপল লেবেল সেল (টিএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের চেয়ে সাশ্রয়ী।
নতুন ফোনটি বাজারে আসতে আরও অনেক সময় বাকি। তাই ফোনটি সম্পর্কে যেসব ফিচার জানা গেছে তা মূল ফোনে নাও থাকতে পারে।
চলতি বছরের সবচেয়ে আকর্ষণীয় ফোন হবে আইফোন ১৬ সিরিজের মডেলগুলো। অ্যাপলের সবচেয়ে দামি ও বড় মডেল হলো—প্রো ম্যাক্স। এই মডেলের সাইজ, ব্যাটারি ও স্টোরেজসহ ৫টি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার।
প্রতিবছরের মতো এবারও সেপেটম্বরে আইফোন ১৬ সিরিজ ফোন উন্মোচন করবে অ্যাপল। বিভিন্ন তথ্য অনুযায়ী আইফোন প্রো ম্যাক্সে যেসব পরিবর্তন আসতে পারে তা তুলে ধরা হলো—
১. সাইজের পরিবর্তন
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ম্যাকরিউমার বলছে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের সাইজ গত বছরের আইফোন ১৫ প্রো ম্যাক্স (৬ দশমিক ৭ ইঞ্চি) চেয়েও বড় আকারের হবে। নতুন মডেলটির সাইজ ৬ দশমিক ৯ ইঞ্চি হবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের চেয়ে এর দৈর্ঘ্য, প্রস্থ বেশি হবে। তবে এর পুরুত্ব আগের মডেলের মতো হলেও সাইজ বৃদ্ধি পাওয়ায় এর ওজনও কিছুটা বাড়বে। যারা একটু ছোট স্মার্টফোন পছন্দ করে, তারা এই ফোন ব্যবহারে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন।
২. বড় স্ক্রিন
বড় সাইজের ফোনে স্ক্রিনও বড় হবে এটাই স্বাভাবিক। তবে অ্যাপল শুধু বাহ্যিক বিষয়টিই দেখছে না। এটি মিডিয়া দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করার চেষ্টা করছে। আইফোন ১৬ প্রো মডেলে ‘বর্ডার রিডাকশন স্ট্রাকচার’ (বিআরএস) প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে অ্যাপল। ফলে স্ক্রিনের বেজেল সাইজও অনেক কম– (স্ক্রিনের চারপাশে যে কালো অংশ) ১ দশমিক ১৫ এমএম (মিলিমিটার) হবে। গত বছর আইফোন প্রো ১৫ মডেলে ‘লো ইনজেকশন প্রেসার ওভার মোল্ডিং’ (এলআইপিও) প্রযুক্তি ব্যবহার করে বেজের আকার ১ দশমিক ৫ মিলিমিটারে কমিয়ে এনেছিল যা আইফোন ১৪ মডেলে বেজেল সাইজ ছিল ২ দশমিক ২ মিলিমিটার।
৩. বড় ক্যামেরা
আইফোন ১৬ প্রো ম্যাক্সে আরও উন্নত ক্যামেরা ব্যবহার করা হবে। এতে ১২ শতাংশ বড় ক্যামেরা ব্যবহার করা হবে। আরও ভালো পারফরম্যান্সের জন্য ফোনটির ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৩ সেন্সর, ডেটা কনভার্সনের জন্য ১৪ বিটের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার (এডিসি) ও উন্নত ডাইনামিক রেঞ্জ এবং নয়েজ কন্ট্রোলের জন্য ডিজিটাল গেইন কন্ট্রোল (ডিসিজি) যুক্ত করা হবে। এ ছাড়া ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে।
৪. ব্যাটারি ক্ষমতা বৃদ্ধি
প্রযুক্তি বিশ্লেষক মিং চি কু এর মতে, নতুন আইফোন মডেলগুলোয় আরও শক্তিশালী ব্যাটারি কোষ ব্যবহার করবে অ্যাপল। এর ফলে ব্যাটারির সাইজ পরিবর্তন না করলেও ফোনগুলো ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে। আইফোন ১৬ প্রো মডেলগুলোতে ‘স্ট্যাকড ব্যাটারি’ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৩০ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে, যেখানে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৯ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়।
৫. আরও বেশি স্টোরেজ
কোরিয়ার এক তথ্য সূত্র বলেছে, আইফোন ১৬ প্রো মডেলে নতুন ২ টিবি ম্যাক্সিমাম স্টোরেজ বাড়ানো যাবে। অ্যাপল নতুন মডেলগুলোয় কোয়াড লেভেল সেল (কিউএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের ব্যবহার করতে পারে। ফলে ফোনের স্টোরেজ বৃদ্ধি পাবে। এই প্রযুক্তি আগের মডেলগুলোয় ব্যবহার করা ট্রিপল লেবেল সেল (টিএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের চেয়ে সাশ্রয়ী।
নতুন ফোনটি বাজারে আসতে আরও অনেক সময় বাকি। তাই ফোনটি সম্পর্কে যেসব ফিচার জানা গেছে তা মূল ফোনে নাও থাকতে পারে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে