ফাইল শেয়ারের জন্য সার্ভার তৈরি এবং প্রিন্টার বা একই নেটওয়ার্কের অধীন স্থানীয় ডিভাইসগুলোর সঙ্গে যোগাযোগের জন্য কম্পিউটার, মোবাইলের আইপি অ্যাড্রেস জানা জরুরি। মাত্র ২ মিনিটের মধ্যেই এই আইপি অ্যাড্রেস বের করা যায়। এই সহজ পদ্ধতিটি সম্পর্কে অনেকেই জানেন না।
আইপি অ্যাড্রেস কি
আইপি এর পূর্ণ রূপ হলো—ইন্টারনেট প্রটোকল। প্রত্যেকটি আইওটি ডিভাইস বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ইন্টারনেটভিত্তিক পরিচয় বহন করার জন্য একটি আলাদা ও অনন্য নম্বরই হলো আইপি (IP) অ্যাড্রেস। এটি একটি নিয়মের সেট। এটি ইন্টারনেটের মাধ্যমে কীভাবে তথ্য শেয়ার করবে তা নির্ধারণ করে। এগুলো ডিভাইসের অবস্থানের তথ্য ধারণ করে ও যোগাযোগের জন্য ডিভাইসগুলোকে অ্যাক্সেসযোগ্য করে তোলে। বিভিন্ন কম্পিউটার, রাউটার ও ওয়েবসাইটগুলোর মধ্যে পার্থক্য করার জন্য ইন্টারনেটের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এই আইপি অ্যাড্রেস।
প্রতিটি ডিভাইসের দুই ধরনের আইপি অ্যাড্রেস থাকে। একটি হল পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস। এটি বিস্তৃত ইন্টারনেটের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। আরেকটি হলো প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস। এটি স্থানীয় অঞ্চলের নেটওয়ার্কের (ব্যক্তিগত রাউটার) সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয়।
পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস
ইন্টারনেটে ব্রাউজারে ‘what is my IP address’ টাইপ করে সার্চ করলেই সার্চে ফলাফলে পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস দেখা যাবে।
ম্যাক কম্পিউটারের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপের ‘সিস্টেম প্রিফারেন্সে’ প্রবেশ করুন।
২. এরপর ‘নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন।
৩. এই অপশনেই ডিভাইসের আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে।
উইন্ডোজের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ অপশনে প্রবেশ করুন। এরপর ‘প্রোপার্টিস’ বা ‘ইথারনেটে’ ক্লিক করুন।
৩. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘IPv4’ লেখাটি খুঁজে বের করুন। এর পাশের সংখ্যাটিই আপনার আইপি অ্যাড্রেস।
আইফোন বা আইপ্যাড প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ফোনের সেটিংসে যান। এরপর ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
২. এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
৩. ‘IPv4’ সেকশনে আইফোন বা আইপ্যাডের আইপি অ্যাড্রেসটি দেখা যাবে।
অ্যান্ড্রয়েড বা ট্যাবলেটে প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. সেটিংস থেকে ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন। এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
২. ওয়াইফাইয়ের অন্যান্য তথ্যের সঙ্গে আইপি অ্যাড্রেসও দেখা যাবে।
ফাইল শেয়ারের জন্য সার্ভার তৈরি এবং প্রিন্টার বা একই নেটওয়ার্কের অধীন স্থানীয় ডিভাইসগুলোর সঙ্গে যোগাযোগের জন্য কম্পিউটার, মোবাইলের আইপি অ্যাড্রেস জানা জরুরি। মাত্র ২ মিনিটের মধ্যেই এই আইপি অ্যাড্রেস বের করা যায়। এই সহজ পদ্ধতিটি সম্পর্কে অনেকেই জানেন না।
আইপি অ্যাড্রেস কি
আইপি এর পূর্ণ রূপ হলো—ইন্টারনেট প্রটোকল। প্রত্যেকটি আইওটি ডিভাইস বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ইন্টারনেটভিত্তিক পরিচয় বহন করার জন্য একটি আলাদা ও অনন্য নম্বরই হলো আইপি (IP) অ্যাড্রেস। এটি একটি নিয়মের সেট। এটি ইন্টারনেটের মাধ্যমে কীভাবে তথ্য শেয়ার করবে তা নির্ধারণ করে। এগুলো ডিভাইসের অবস্থানের তথ্য ধারণ করে ও যোগাযোগের জন্য ডিভাইসগুলোকে অ্যাক্সেসযোগ্য করে তোলে। বিভিন্ন কম্পিউটার, রাউটার ও ওয়েবসাইটগুলোর মধ্যে পার্থক্য করার জন্য ইন্টারনেটের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এই আইপি অ্যাড্রেস।
প্রতিটি ডিভাইসের দুই ধরনের আইপি অ্যাড্রেস থাকে। একটি হল পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস। এটি বিস্তৃত ইন্টারনেটের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। আরেকটি হলো প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস। এটি স্থানীয় অঞ্চলের নেটওয়ার্কের (ব্যক্তিগত রাউটার) সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয়।
পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস
ইন্টারনেটে ব্রাউজারে ‘what is my IP address’ টাইপ করে সার্চ করলেই সার্চে ফলাফলে পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস দেখা যাবে।
ম্যাক কম্পিউটারের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপের ‘সিস্টেম প্রিফারেন্সে’ প্রবেশ করুন।
২. এরপর ‘নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন।
৩. এই অপশনেই ডিভাইসের আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে।
উইন্ডোজের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ অপশনে প্রবেশ করুন। এরপর ‘প্রোপার্টিস’ বা ‘ইথারনেটে’ ক্লিক করুন।
৩. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘IPv4’ লেখাটি খুঁজে বের করুন। এর পাশের সংখ্যাটিই আপনার আইপি অ্যাড্রেস।
আইফোন বা আইপ্যাড প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ফোনের সেটিংসে যান। এরপর ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
২. এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
৩. ‘IPv4’ সেকশনে আইফোন বা আইপ্যাডের আইপি অ্যাড্রেসটি দেখা যাবে।
অ্যান্ড্রয়েড বা ট্যাবলেটে প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. সেটিংস থেকে ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন। এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
২. ওয়াইফাইয়ের অন্যান্য তথ্যের সঙ্গে আইপি অ্যাড্রেসও দেখা যাবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৭ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে