ফাইল শেয়ারের জন্য সার্ভার তৈরি এবং প্রিন্টার বা একই নেটওয়ার্কের অধীন স্থানীয় ডিভাইসগুলোর সঙ্গে যোগাযোগের জন্য কম্পিউটার, মোবাইলের আইপি অ্যাড্রেস জানা জরুরি। মাত্র ২ মিনিটের মধ্যেই এই আইপি অ্যাড্রেস বের করা যায়। এই সহজ পদ্ধতিটি সম্পর্কে অনেকেই জানেন না।
আইপি অ্যাড্রেস কি
আইপি এর পূর্ণ রূপ হলো—ইন্টারনেট প্রটোকল। প্রত্যেকটি আইওটি ডিভাইস বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ইন্টারনেটভিত্তিক পরিচয় বহন করার জন্য একটি আলাদা ও অনন্য নম্বরই হলো আইপি (IP) অ্যাড্রেস। এটি একটি নিয়মের সেট। এটি ইন্টারনেটের মাধ্যমে কীভাবে তথ্য শেয়ার করবে তা নির্ধারণ করে। এগুলো ডিভাইসের অবস্থানের তথ্য ধারণ করে ও যোগাযোগের জন্য ডিভাইসগুলোকে অ্যাক্সেসযোগ্য করে তোলে। বিভিন্ন কম্পিউটার, রাউটার ও ওয়েবসাইটগুলোর মধ্যে পার্থক্য করার জন্য ইন্টারনেটের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এই আইপি অ্যাড্রেস।
প্রতিটি ডিভাইসের দুই ধরনের আইপি অ্যাড্রেস থাকে। একটি হল পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস। এটি বিস্তৃত ইন্টারনেটের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। আরেকটি হলো প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস। এটি স্থানীয় অঞ্চলের নেটওয়ার্কের (ব্যক্তিগত রাউটার) সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয়।
পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস
ইন্টারনেটে ব্রাউজারে ‘what is my IP address’ টাইপ করে সার্চ করলেই সার্চে ফলাফলে পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস দেখা যাবে।
ম্যাক কম্পিউটারের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপের ‘সিস্টেম প্রিফারেন্সে’ প্রবেশ করুন।
২. এরপর ‘নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন।
৩. এই অপশনেই ডিভাইসের আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে।
উইন্ডোজের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ অপশনে প্রবেশ করুন। এরপর ‘প্রোপার্টিস’ বা ‘ইথারনেটে’ ক্লিক করুন।
৩. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘IPv4’ লেখাটি খুঁজে বের করুন। এর পাশের সংখ্যাটিই আপনার আইপি অ্যাড্রেস।
আইফোন বা আইপ্যাড প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ফোনের সেটিংসে যান। এরপর ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
২. এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
৩. ‘IPv4’ সেকশনে আইফোন বা আইপ্যাডের আইপি অ্যাড্রেসটি দেখা যাবে।
অ্যান্ড্রয়েড বা ট্যাবলেটে প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. সেটিংস থেকে ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন। এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
২. ওয়াইফাইয়ের অন্যান্য তথ্যের সঙ্গে আইপি অ্যাড্রেসও দেখা যাবে।
ফাইল শেয়ারের জন্য সার্ভার তৈরি এবং প্রিন্টার বা একই নেটওয়ার্কের অধীন স্থানীয় ডিভাইসগুলোর সঙ্গে যোগাযোগের জন্য কম্পিউটার, মোবাইলের আইপি অ্যাড্রেস জানা জরুরি। মাত্র ২ মিনিটের মধ্যেই এই আইপি অ্যাড্রেস বের করা যায়। এই সহজ পদ্ধতিটি সম্পর্কে অনেকেই জানেন না।
আইপি অ্যাড্রেস কি
আইপি এর পূর্ণ রূপ হলো—ইন্টারনেট প্রটোকল। প্রত্যেকটি আইওটি ডিভাইস বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইসের ইন্টারনেটভিত্তিক পরিচয় বহন করার জন্য একটি আলাদা ও অনন্য নম্বরই হলো আইপি (IP) অ্যাড্রেস। এটি একটি নিয়মের সেট। এটি ইন্টারনেটের মাধ্যমে কীভাবে তথ্য শেয়ার করবে তা নির্ধারণ করে। এগুলো ডিভাইসের অবস্থানের তথ্য ধারণ করে ও যোগাযোগের জন্য ডিভাইসগুলোকে অ্যাক্সেসযোগ্য করে তোলে। বিভিন্ন কম্পিউটার, রাউটার ও ওয়েবসাইটগুলোর মধ্যে পার্থক্য করার জন্য ইন্টারনেটের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান এই আইপি অ্যাড্রেস।
প্রতিটি ডিভাইসের দুই ধরনের আইপি অ্যাড্রেস থাকে। একটি হল পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস। এটি বিস্তৃত ইন্টারনেটের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। আরেকটি হলো প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস। এটি স্থানীয় অঞ্চলের নেটওয়ার্কের (ব্যক্তিগত রাউটার) সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয়।
পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস
ইন্টারনেটে ব্রাউজারে ‘what is my IP address’ টাইপ করে সার্চ করলেই সার্চে ফলাফলে পাবলিক বা এক্সটার্নাল অ্যাড্রেস দেখা যাবে।
ম্যাক কম্পিউটারের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ম্যাক ডেস্কটপ বা ল্যাপটপের ‘সিস্টেম প্রিফারেন্সে’ প্রবেশ করুন।
২. এরপর ‘নেটওয়ার্ক’ অপশনে ক্লিক করুন।
৩. এই অপশনেই ডিভাইসের আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে।
উইন্ডোজের প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. উইন্ডোজ কম্পিউটারের সেটিংসে প্রবেশ করুন।
২. ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ অপশনে প্রবেশ করুন। এরপর ‘প্রোপার্টিস’ বা ‘ইথারনেটে’ ক্লিক করুন।
৩. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘IPv4’ লেখাটি খুঁজে বের করুন। এর পাশের সংখ্যাটিই আপনার আইপি অ্যাড্রেস।
আইফোন বা আইপ্যাড প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. ফোনের সেটিংসে যান। এরপর ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন ও ট্যাপ করুন।
২. এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
৩. ‘IPv4’ সেকশনে আইফোন বা আইপ্যাডের আইপি অ্যাড্রেসটি দেখা যাবে।
অ্যান্ড্রয়েড বা ট্যাবলেটে প্রাইভেট বা ইন্টারনাল অ্যাড্রেস বের করবেন যেভাবে
১. সেটিংস থেকে ওয়াইফাই অপশনটি খুঁজে বের করুন। এরপর যে ওয়াইফাই নেটওয়ার্কটি ফোনের সঙ্গে সংযুক্ত রয়েছে সেটিতে ট্যাপ করুন।
২. ওয়াইফাইয়ের অন্যান্য তথ্যের সঙ্গে আইপি অ্যাড্রেসও দেখা যাবে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে