Ajker Patrika

ভারতে অ্যাপের ওপর নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন চীন

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ২৭
ভারতে অ্যাপের ওপর নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন চীন

দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন ৫৪টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। দেশটির ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছিল, এই অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করার অভিযোগ রয়েছে। 
 
বৃহস্পতিবার অ্যাপগুলোর ওপর ভারতের এই নিষেধাজ্ঞার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে চীন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করি ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার উন্নয়নের গতি বজায় রাখার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে।’

চীনা অ্যাপগুলোর মাধ্যমে রিয়েল টাইম ডেটার অপব্যবহার করা হচ্ছে এবং তথ্যগুলো শত্রুদেশের সার্ভারগুলোতে পাঠানো হচ্ছে—এমন অভিযোগ এনে সেগুলো বন্ধের সিদ্ধান্ত নেয় ভারত। ২০২০ সালের মে মাসে চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩২১টি চীনা অ্যাপের ব্যবহার বন্ধ করল ভারত। 

উল্লেখ্য, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার কয়েক দিন পর ২০২০ সালের জুন মাসে চীনা অ্যাপের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত।

বিষয়:

অ্যাপ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত