প্রযুক্তি ডেস্ক
তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন ভারতের কর্ণাটকে আইফোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মূলত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অদূরে দেভানাহাল্লি এলাকায় কারখানাটি স্থাপন করছে ফক্সকন। এরই মধ্যে রাজ্য সরকার ফক্সকনকে জমি বুঝিয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে কারখানাটিতে আইফোন উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার। কারখানাটিতে বছরে দুই কোটি আইফোন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন। কারখানাটিতে ৫০ হাজার লোকের জন্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভারতে স্থানীয়ভাবে অ্যাপল আইফোন উৎপাদনে আরেক ধাপ এগিয়ে গেছে টাটা গ্রুপ। আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফক্সকন ভারতের কর্ণাটকে আইফোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। মূলত কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অদূরে দেভানাহাল্লি এলাকায় কারখানাটি স্থাপন করছে ফক্সকন। এরই মধ্যে রাজ্য সরকার ফক্সকনকে জমি বুঝিয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে কারখানাটিতে আইফোন উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার। কারখানাটিতে বছরে দুই কোটি আইফোন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ফক্সকন। কারখানাটিতে ৫০ হাজার লোকের জন্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ভারতে স্থানীয়ভাবে অ্যাপল আইফোন উৎপাদনে আরেক ধাপ এগিয়ে গেছে টাটা গ্রুপ। আইফোন ১৫ ও ১৫ প্লাস উৎপাদনের জন্য এরই মধ্যে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে টাটা। ভারতের এই প্রতিষ্ঠান বেঙ্গালুরুর কাছে অবস্থিত নারসাপুর কারখানাটি তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান উইস্ট্রনের কাছ থেকে অধিগ্রহণের পরিকল্পনায় এগোচ্ছে।
কয়েক সপ্তাহ আগে অ্যাপলের সিইও টিম কুক এবং টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন মুম্বাইয়ে একটি বৈঠক করেছিলেন। ইলেকট্রনিকস উৎপাদনে টাটার বড় পরিকল্পনা এবং অ্যাপল বর্তমান ও ভবিষ্যতে এই অংশীদারত্ব থেকে কী লাভ আশা করছে, তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
উইস্ট্রন বেঙ্গালুরুতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রগুলো নিশ্চিত করেছে, সংস্থাটি অন্যান্য ব্যবসায় মনোনিবেশ করতে অ্যাপল সম্পর্কিত কাজগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
উইস্ট্রন আইফোন নির্মাণ কারখানা অধিগ্রহণের পর টাটা গ্রুপ চলতি বছরই আসন্ন আইফোন ১৫ মডেল অ্যাসেম্বলের কাজ শুরু করার কথা ভাবছে। বর্তমানে মোট তিনটি তাইওয়ানভিত্তিক সংস্থা উইস্ট্রন, পেগাট্রন আর ফক্সকন ভারতে অ্যাপলের পণ্য সংযোজন করছে।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে