ফিচার ডেস্ক
জিহ্বা দেখে রোগ নির্ণয় করা প্রাচীন পদ্ধতি। আধুনিক যুগের চিকিৎসকেরাও প্রাচীন এই পদ্ধতি ব্যবহার করেন। এবার সেই কাজ করে দেবে এআই। মানুষের জিহ্বা দেখে রোগ নির্ণয় করার এমনই এক মেশিন লার্নিং মডেল আবিষ্কার করেছেন সম্প্রতি গবেষকেরা। এতে প্রমাণিত হয়েছে, এই কম্পিউটার অ্যালগরিদম মানুষের জিহ্বার রং বিশ্লেষণ করে বিভিন্ন রোগনির্ণয়ে ৯৮ শতাংশ নির্ভুল তথ্য দিয়ে থাকে। ইরাকি ও অস্ট্রেলিয়ান গবেষকদের তৈরি ইমেজিং সিস্টেম ডায়াবেটিস, স্ট্রোক, অ্যানিমিয়া, হাঁপানি, লিভার ও গলব্লাডারের অবস্থা, করোনা এবং বিভিন্ন ভাসকুলার ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা নির্ণয় করতে পারে।
মানুষের জিহ্বার রং রোগনির্ণয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে গবেষক দলটি। সম্প্রতি দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় ও ইরাকের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটির (এমটিইউ) যৌথ প্রকৌশল গবেষকদের একটি দল টেকনোলজিস জার্নালে এ গবেষণাপত্র প্রকাশ করে। সেখানে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে জিহ্বা দেখে রোগ নির্ণয় করা সম্ভব। মডেলটিতে প্রথমে জিহ্বার বিভিন্ন অবস্থার ভিন্ন ভিন্ন সময় ও পরিস্থিতির ৫ হাজার ২৬০টি ছবি দেওয়া হয়েছে।
গবেষক দলের সদস্যরা পুরো সিস্টেমটি পরীক্ষা করতে রোগীর কাছ থেকে ২০ সেন্টিমিটার দূরে রাখা ক্যামেরা দিয়ে তাদের জিহ্বার রং ধারণ করেন। কম্পিউটারের ওয়েব ক্যাম দিয়ে সুস্থ ও অসুস্থ—দুই ধরনের মানুষের জিহ্বা পরীক্ষা করা হয়েছে সে সময়। রোগ নির্ণয় করতে গবেষকেরা ৬০টি জিহ্বার চিত্র ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, সাদা জিভ রক্তস্বল্পতা নির্দেশ করতে পারে, কোভিড-১৯-এর ক্ষেত্রে আক্রান্ত হওয়া ব্যক্তিদের লাল জিহ্বা হওয়ার আশঙ্কা রয়েছে এবং নীল বা বেগুনি রঙের জিহ্বা রক্তনালি ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা বা হাঁপানি নির্দেশ করে।
গবেষকেরা জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন, এআই সিস্টেমটি ‘নিরাপদ, দক্ষ, ব্যবহারকারীবান্ধব রোগ নির্ণয় পদ্ধতি হতে পারে।’ এই সিস্টেম স্মার্টফোনের ক্যামেরার সাহায্যেও রোগ নির্ণয় করতে পারবে।
সূত্র: মেডিকেল এক্সপ্রেস
জিহ্বা দেখে রোগ নির্ণয় করা প্রাচীন পদ্ধতি। আধুনিক যুগের চিকিৎসকেরাও প্রাচীন এই পদ্ধতি ব্যবহার করেন। এবার সেই কাজ করে দেবে এআই। মানুষের জিহ্বা দেখে রোগ নির্ণয় করার এমনই এক মেশিন লার্নিং মডেল আবিষ্কার করেছেন সম্প্রতি গবেষকেরা। এতে প্রমাণিত হয়েছে, এই কম্পিউটার অ্যালগরিদম মানুষের জিহ্বার রং বিশ্লেষণ করে বিভিন্ন রোগনির্ণয়ে ৯৮ শতাংশ নির্ভুল তথ্য দিয়ে থাকে। ইরাকি ও অস্ট্রেলিয়ান গবেষকদের তৈরি ইমেজিং সিস্টেম ডায়াবেটিস, স্ট্রোক, অ্যানিমিয়া, হাঁপানি, লিভার ও গলব্লাডারের অবস্থা, করোনা এবং বিভিন্ন ভাসকুলার ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা নির্ণয় করতে পারে।
মানুষের জিহ্বার রং রোগনির্ণয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে গবেষক দলটি। সম্প্রতি দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় ও ইরাকের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটির (এমটিইউ) যৌথ প্রকৌশল গবেষকদের একটি দল টেকনোলজিস জার্নালে এ গবেষণাপত্র প্রকাশ করে। সেখানে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে জিহ্বা দেখে রোগ নির্ণয় করা সম্ভব। মডেলটিতে প্রথমে জিহ্বার বিভিন্ন অবস্থার ভিন্ন ভিন্ন সময় ও পরিস্থিতির ৫ হাজার ২৬০টি ছবি দেওয়া হয়েছে।
গবেষক দলের সদস্যরা পুরো সিস্টেমটি পরীক্ষা করতে রোগীর কাছ থেকে ২০ সেন্টিমিটার দূরে রাখা ক্যামেরা দিয়ে তাদের জিহ্বার রং ধারণ করেন। কম্পিউটারের ওয়েব ক্যাম দিয়ে সুস্থ ও অসুস্থ—দুই ধরনের মানুষের জিহ্বা পরীক্ষা করা হয়েছে সে সময়। রোগ নির্ণয় করতে গবেষকেরা ৬০টি জিহ্বার চিত্র ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, সাদা জিভ রক্তস্বল্পতা নির্দেশ করতে পারে, কোভিড-১৯-এর ক্ষেত্রে আক্রান্ত হওয়া ব্যক্তিদের লাল জিহ্বা হওয়ার আশঙ্কা রয়েছে এবং নীল বা বেগুনি রঙের জিহ্বা রক্তনালি ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা বা হাঁপানি নির্দেশ করে।
গবেষকেরা জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন, এআই সিস্টেমটি ‘নিরাপদ, দক্ষ, ব্যবহারকারীবান্ধব রোগ নির্ণয় পদ্ধতি হতে পারে।’ এই সিস্টেম স্মার্টফোনের ক্যামেরার সাহায্যেও রোগ নির্ণয় করতে পারবে।
সূত্র: মেডিকেল এক্সপ্রেস
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে