যুক্তরাজ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর হতে চলা নতুন ইন্টারনেট আইনের জন্য গুগল ,মেটাসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে প্রতি বছর ৭০ মিলিয়ন বা ৭ কোটি পাউন্ড ফি আরোপ করা হবে। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অফকম বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
অফকম তাদের একটি পরামর্শে জানিয়েছে যে, বড় ইন্টারনেট কোম্পানিগুলোর বিশ্বব্যাপী আয়ের ওপর একটি লেভি বা মাশুল আরোপ করার পরিকল্পনা করছে, যাতে নতুন ‘অনলাইন সেফটি অ্যাক্ট’ বাস্তবায়নের অতিরিক্ত খরচ মেটানো যায়। অফকমের অনুমান অনুযায়ী, এই খরচ বছরে মিলিয়ন পাউন্ড হতে পারে।
প্রায় ২০টি কোম্পানি আয়ের সীমা পূরণ করবে বলে মনে করছে অফকম। বড় বড় টেক কোম্পানিগুলোর আয়ের একটি ছোট অংশ হিসেবে আদায় করা হবে। এই চার্জটি হবে তাদের বিশ্বব্যাপী আয়ের দশমিক শূন্য ২ শতাংশ, যা ‘যোগ্য বিশ্বব্যাপী আয়’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
অফকম অনুমান করেছে, সবচেয়ে বড় পাঁচটি কোম্পানি–সম্ভবত মেটা, গুগল, মাইক্রোসফট, অ্যাপল এবং টিকটক–এই ‘যোগ্য আয়’-এর প্রায় ৯১ শতাংশ দেবে। অর্থাৎ এই খরচের বেশির ভাগটাই তারা বহন করবে। অর্থাৎ বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে ১০ মিলিয়ন পাউন্ডেরও বেশি পরিমাণ অর্থ পরিশোধ করতে হতে পারে।
২০২৬ সালে এই প্রস্তাবগুলো বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই হলো—অনলাইন সেফটি অ্যাক্টের মূল উদ্দেশ্য। এই আইন জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হবে। আইন অনুসারে, কিছু প্রাপ্তবয়স্ক সাইটে বয়স যাচাইয়ের ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে।
এরপর মার্চ থেকে আরও অনেক সাইট (যেমন: সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সার্চ ইঞ্জিন) অবৈধ ক্ষতি (যেমন অপব্যবহার, মিথ্যা তথ্য, বা অনলাইনে ক্ষতিকর কনটেন্ট) রোধে দায়িত্ব পালন করতে বাধ্য হবে।
এই ফি ব্রিটেনে পরিচালিত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এই কোম্পানিগুলো থেকে ইতিমধ্যেই যুক্তরাজ্যের বিক্রয়ের ওপর ২ শতাংশ ডিজিটাল সেবা কর আদায় করা হচ্ছে। এর মাধ্যমে গত বছর যুক্তরাজ্য মোট ৭০০ মিলিয়ন পাউন্ড ফি সংগ্রহ করেছে।
অফকম জানিয়েছে, বিশ্বব্যাপী ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি আয় অর্জনকারী কোম্পানিগুলোই এই লেভি দিতে হবে এবং যারা বছরে ১০ মিলিয়ন পাউন্ডের নিচে আয় করবে তারা এই চার্জ থেকে মুক্ত থাকবে।
যদিও এই ফি বড় টেক কোম্পানির আয়ের তুলনায় একটি ছোট পরিমাণ। তবে আইনটির বাস্তবায়ন একটি বিতর্কিত বিষয়ে পরিণত হতে পারে। গত ডিসেম্বরেই কিছু ছোট কোম্পানি বলেছিল, এই আইন মেনে চলার জন্য তারা তাদের সাইট বন্ধ করে দিতে বাধ্য হবে।
এ ছাড়া, এই আইন বাস্তবায়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কারণ এক্স প্ল্যাটফর্মের মালিক ও ট্রাম্পের সমর্থন ইলন মাস্ক এ আইনটির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মেথিউ সিনক্লেয়ার বলেছেন, ‘সঠিকভাবে প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবন এবং বিনিয়োগকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি সুযোগ হিসেবে গুরুত্ব দিয়েছে সরকার। নতুন আইন প্রণয়ন সম্পর্কে যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের উচিত এমন পদক্ষেপ নেওয়া যা প্রযুক্তি খাতে উদ্ভাবন ও উন্নতির প্রতিবন্ধকতা কমিয়ে আনে।
বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে অফকম।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
যুক্তরাজ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর হতে চলা নতুন ইন্টারনেট আইনের জন্য গুগল ,মেটাসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে প্রতি বছর ৭০ মিলিয়ন বা ৭ কোটি পাউন্ড ফি আরোপ করা হবে। দেশটির যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অফকম বিষয়টি নিয়ে আলোচনা করেছে।
অফকম তাদের একটি পরামর্শে জানিয়েছে যে, বড় ইন্টারনেট কোম্পানিগুলোর বিশ্বব্যাপী আয়ের ওপর একটি লেভি বা মাশুল আরোপ করার পরিকল্পনা করছে, যাতে নতুন ‘অনলাইন সেফটি অ্যাক্ট’ বাস্তবায়নের অতিরিক্ত খরচ মেটানো যায়। অফকমের অনুমান অনুযায়ী, এই খরচ বছরে মিলিয়ন পাউন্ড হতে পারে।
প্রায় ২০টি কোম্পানি আয়ের সীমা পূরণ করবে বলে মনে করছে অফকম। বড় বড় টেক কোম্পানিগুলোর আয়ের একটি ছোট অংশ হিসেবে আদায় করা হবে। এই চার্জটি হবে তাদের বিশ্বব্যাপী আয়ের দশমিক শূন্য ২ শতাংশ, যা ‘যোগ্য বিশ্বব্যাপী আয়’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
অফকম অনুমান করেছে, সবচেয়ে বড় পাঁচটি কোম্পানি–সম্ভবত মেটা, গুগল, মাইক্রোসফট, অ্যাপল এবং টিকটক–এই ‘যোগ্য আয়’-এর প্রায় ৯১ শতাংশ দেবে। অর্থাৎ এই খরচের বেশির ভাগটাই তারা বহন করবে। অর্থাৎ বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে ১০ মিলিয়ন পাউন্ডেরও বেশি পরিমাণ অর্থ পরিশোধ করতে হতে পারে।
২০২৬ সালে এই প্রস্তাবগুলো বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই হলো—অনলাইন সেফটি অ্যাক্টের মূল উদ্দেশ্য। এই আইন জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হবে। আইন অনুসারে, কিছু প্রাপ্তবয়স্ক সাইটে বয়স যাচাইয়ের ব্যবস্থা বাধ্যতামূলক করা হবে।
এরপর মার্চ থেকে আরও অনেক সাইট (যেমন: সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সার্চ ইঞ্জিন) অবৈধ ক্ষতি (যেমন অপব্যবহার, মিথ্যা তথ্য, বা অনলাইনে ক্ষতিকর কনটেন্ট) রোধে দায়িত্ব পালন করতে বাধ্য হবে।
এই ফি ব্রিটেনে পরিচালিত বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। এই কোম্পানিগুলো থেকে ইতিমধ্যেই যুক্তরাজ্যের বিক্রয়ের ওপর ২ শতাংশ ডিজিটাল সেবা কর আদায় করা হচ্ছে। এর মাধ্যমে গত বছর যুক্তরাজ্য মোট ৭০০ মিলিয়ন পাউন্ড ফি সংগ্রহ করেছে।
অফকম জানিয়েছে, বিশ্বব্যাপী ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি আয় অর্জনকারী কোম্পানিগুলোই এই লেভি দিতে হবে এবং যারা বছরে ১০ মিলিয়ন পাউন্ডের নিচে আয় করবে তারা এই চার্জ থেকে মুক্ত থাকবে।
যদিও এই ফি বড় টেক কোম্পানির আয়ের তুলনায় একটি ছোট পরিমাণ। তবে আইনটির বাস্তবায়ন একটি বিতর্কিত বিষয়ে পরিণত হতে পারে। গত ডিসেম্বরেই কিছু ছোট কোম্পানি বলেছিল, এই আইন মেনে চলার জন্য তারা তাদের সাইট বন্ধ করে দিতে বাধ্য হবে।
এ ছাড়া, এই আইন বাস্তবায়ন মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কারণ এক্স প্ল্যাটফর্মের মালিক ও ট্রাম্পের সমর্থন ইলন মাস্ক এ আইনটির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মেথিউ সিনক্লেয়ার বলেছেন, ‘সঠিকভাবে প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবন এবং বিনিয়োগকে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি সুযোগ হিসেবে গুরুত্ব দিয়েছে সরকার। নতুন আইন প্রণয়ন সম্পর্কে যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের উচিত এমন পদক্ষেপ নেওয়া যা প্রযুক্তি খাতে উদ্ভাবন ও উন্নতির প্রতিবন্ধকতা কমিয়ে আনে।
বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে অফকম।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৪ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৮ ঘণ্টা আগে