অনলাইন ডেস্ক
অ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯-এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা একসঙ্গে আইফোন, আইপ্যাড, ম্যাক ও ভিশন প্রোতে অভিন্ন ইন্টারফেস নিশ্চিত করবে।
ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গুরম্যান জানিয়েছে, আইওএস ১৯-এ যুক্ত হতে যাওয়া ব্যাটারি টুলটি ব্যবহারকারীর আইফোন ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ ও পরিষেবার বিদ্যুৎশক্তি ব্যবহার নিয়ন্ত্রণ করবে। এতে ব্যাটারির ব্যয় কমবে এবং চার্জ দীর্ঘস্থায়ী হবে।
এ ছাড়া নতুন আইওএসের লক স্ক্রিনে যুক্ত হতে যাচ্ছে নতুন চার্জিং নির্দেশক। এই নির্দেশকের মাধ্যমে বোঝা যাবে, ফোন পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে।
নতুন এআই টুলটি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্যাকেজের অংশ হিসেবে কাজ করবে এবং এটি অ্যাপল দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের ব্যাটারি ব্যবহারের তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দিয়েছে। অ্যাপলের বিশ্বাস, এ তথ্যই যথেষ্ট যেন এআই সঠিকভাবে বুঝতে পারে কখন কোন অ্যাপ বা পরিষেবার শক্তি ব্যবহার কমিয়ে দেওয়া প্রয়োজন।
গুঞ্জন রয়েছে, আইফোন ১৭ এয়ারে এই এআই ব্যাটারি ফিচার সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আলট্রা-স্লিম বা হালকা-পাতলা ডিজাইনের এই ফোনে ব্যাটারির জায়গা সীমিত হওয়ায়, সফটওয়্যার নির্ভরভাবে ব্যাটারির কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে অ্যাপল।
এ ছাড়া, আইওএস ১৯ এ থাকছে বড় রকমের ইউজার ইন্টারফেস পরিবর্তন। অ্যাপলের নতুন ডিজাইন ভাষা ‘সোলেরিয়াম’ নামে পরিচিত এবং এটি ভিশনওএস থেকে অনুপ্রাণিত। নতুন এই ডিজাইনে আইকন, মেনু ও বাটনে থাকবে কাচের মতো স্বচ্ছ, কোমল এবং ত্রিমাত্রিক অনুভূতি।
আইওএস ১৯ ও ম্যাকওএস ১৬তেও একই ডিজাইন চালু হচ্ছে। ফলে অ্যাপ, আইকন ও উইন্ডোর ধরন ম্যাকওএস, আইওএস, আইপ্যাডওএস এবং ভিশনওএসে প্রায় একই রকম দেখাবে।
অ্যাপল সম্ভবত জুন মাসে তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে আইওএস ১৯ উন্মোচন করবে। তবে এই আপডেট সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে।
তথ্যসূত্র: টেকস্পট
অ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯-এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা একসঙ্গে আইফোন, আইপ্যাড, ম্যাক ও ভিশন প্রোতে অভিন্ন ইন্টারফেস নিশ্চিত করবে।
ব্লুমবার্গের প্রযুক্তি প্রতিবেদক মার্ক গুরম্যান জানিয়েছে, আইওএস ১৯-এ যুক্ত হতে যাওয়া ব্যাটারি টুলটি ব্যবহারকারীর আইফোন ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ ও পরিষেবার বিদ্যুৎশক্তি ব্যবহার নিয়ন্ত্রণ করবে। এতে ব্যাটারির ব্যয় কমবে এবং চার্জ দীর্ঘস্থায়ী হবে।
এ ছাড়া নতুন আইওএসের লক স্ক্রিনে যুক্ত হতে যাচ্ছে নতুন চার্জিং নির্দেশক। এই নির্দেশকের মাধ্যমে বোঝা যাবে, ফোন পুরোপুরি চার্জ হতে কত সময় লাগবে।
নতুন এআই টুলটি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্যাকেজের অংশ হিসেবে কাজ করবে এবং এটি অ্যাপল দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীদের ব্যাটারি ব্যবহারের তথ্য ব্যবহার করে প্রশিক্ষণ দিয়েছে। অ্যাপলের বিশ্বাস, এ তথ্যই যথেষ্ট যেন এআই সঠিকভাবে বুঝতে পারে কখন কোন অ্যাপ বা পরিষেবার শক্তি ব্যবহার কমিয়ে দেওয়া প্রয়োজন।
গুঞ্জন রয়েছে, আইফোন ১৭ এয়ারে এই এআই ব্যাটারি ফিচার সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আলট্রা-স্লিম বা হালকা-পাতলা ডিজাইনের এই ফোনে ব্যাটারির জায়গা সীমিত হওয়ায়, সফটওয়্যার নির্ভরভাবে ব্যাটারির কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে অ্যাপল।
এ ছাড়া, আইওএস ১৯ এ থাকছে বড় রকমের ইউজার ইন্টারফেস পরিবর্তন। অ্যাপলের নতুন ডিজাইন ভাষা ‘সোলেরিয়াম’ নামে পরিচিত এবং এটি ভিশনওএস থেকে অনুপ্রাণিত। নতুন এই ডিজাইনে আইকন, মেনু ও বাটনে থাকবে কাচের মতো স্বচ্ছ, কোমল এবং ত্রিমাত্রিক অনুভূতি।
আইওএস ১৯ ও ম্যাকওএস ১৬তেও একই ডিজাইন চালু হচ্ছে। ফলে অ্যাপ, আইকন ও উইন্ডোর ধরন ম্যাকওএস, আইওএস, আইপ্যাডওএস এবং ভিশনওএসে প্রায় একই রকম দেখাবে।
অ্যাপল সম্ভবত জুন মাসে তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে আইওএস ১৯ উন্মোচন করবে। তবে এই আপডেট সম্পর্কিত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়েছে।
তথ্যসূত্র: টেকস্পট
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে